Ajker Patrika

বড়দিনের উপহারে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের চমকে দিল পাকিস্তান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৬: ৪৮
বড়দিনের উপহারে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের চমকে দিল পাকিস্তান

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামীকাল শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। টেস্ট শুরুর আগে আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। যা পরিচিত ক্রিস্টমাস নামে।

বড়দিনের উৎসবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা উপহার নিয়ে একে একে ঢুকছেন এমসিজির অনুশীলন নেটে। উপহার হিসেবে ছিল ঝুলিভরা ললিপপ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স করমর্দন করছেন। পাকিস্তান দলের থেকে পাওয়া উপহার গ্রহণ করেছেন। শুধু কামিন্সই নন, অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটার ও তাঁদের পরিবারের জন্য উপহার নিয়ে এসেছে। ট্রাভিস হেডের কোলে থাকা শিশুকন্যা বেছে ললিপপ নিচ্ছে।

শুধু উপহার দেওয়াতেই নয়, কামিন্সের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সঙ্গে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও পাকিস্তানের বাবর আজমও খোশগল্প করতে দেখা গেছে। ডেভিড ওয়ার্নার, বাবর, উমর গুল—এই তিনজনও একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে। উপহার নিয়ে পাকিস্তান দলকে প্রশংসায় ভাসিয়ে কামিন্স বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। বাচ্চাদের জন্য মেরি ক্রিস্টমাসের উপহার হিসেবে ললিপপ দেওয়া হয়েছে। পাকিস্তান দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।’

তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ১-০ ব্যবধানে। পার্থে প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। যা রানের হিসেবে টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়। আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত