
হাংঝুতে এশিয়ান গেমসে চলছে বৃষ্টির খেলা। বৃষ্টিতে ক্রিকেট ম্যাচ হওয়াটাই যেন দুষ্কর হয়ে পড়েছে। বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যাচ।
হাংঝুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে আজ দুপুর ১২টায় হওয়ার কথা ছিল নারী এশিয়ান গেমস ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল হংকং। বৃষ্টির বাগড়ায় টস হয়নি। মাঠে গড়ায়নি একটা বলও। ম্যাচ পরিত্যক্ত হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ চলে গেছে সেমিফাইনালে। নারী টি-টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ৯ নম্বরে আর ২২ নম্বরে রয়েছে হংকং। একই মাঠে পরশু টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।
এর আগে আজ পিংফেং ক্যাম্পাস ফিল্ডে তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলেছিল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। বৃষ্টি বাধায় এই ম্যাচও ২০ ওভার খেলা হয়নি। ১৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ৭৮ রান করেছিল থাইল্যান্ড নারী ক্রিকেট দল। লঙ্কান নারী দল ১০.৫ ওভারে ২ উইকেটে করে ফেলে ৮৪ রান। ৮ উইকেটের জয়ে সেমিফাইনালে উঠে যায় লঙ্কানরা। পরশু একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান।
চার কোয়ার্টার ফাইনালের মধ্যে একমাত্র শ্রীলঙ্কা-থাইল্যান্ড ম্যাচটাই মাঠে গড়াতে পেরেছে। গতকাল ভারত-মালয়েশিয়া, পাকিস্তান-ইন্দোনেশিয়া টুর্নামেন্টের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচই ভেসে গেছে বৃষ্টিতে। ভারত, পাকিস্তান দুটি দলই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় উঠে গেছে সেমিফাইনালে। নারী টি-টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিংয়ে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া রয়েছে যথাক্রমে ৪, ৭, ২১ ও ২৬ নম্বরে।

হাংঝুতে এশিয়ান গেমসে চলছে বৃষ্টির খেলা। বৃষ্টিতে ক্রিকেট ম্যাচ হওয়াটাই যেন দুষ্কর হয়ে পড়েছে। বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যাচ।
হাংঝুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে আজ দুপুর ১২টায় হওয়ার কথা ছিল নারী এশিয়ান গেমস ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল হংকং। বৃষ্টির বাগড়ায় টস হয়নি। মাঠে গড়ায়নি একটা বলও। ম্যাচ পরিত্যক্ত হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ চলে গেছে সেমিফাইনালে। নারী টি-টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ৯ নম্বরে আর ২২ নম্বরে রয়েছে হংকং। একই মাঠে পরশু টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।
এর আগে আজ পিংফেং ক্যাম্পাস ফিল্ডে তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলেছিল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। বৃষ্টি বাধায় এই ম্যাচও ২০ ওভার খেলা হয়নি। ১৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ৭৮ রান করেছিল থাইল্যান্ড নারী ক্রিকেট দল। লঙ্কান নারী দল ১০.৫ ওভারে ২ উইকেটে করে ফেলে ৮৪ রান। ৮ উইকেটের জয়ে সেমিফাইনালে উঠে যায় লঙ্কানরা। পরশু একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান।
চার কোয়ার্টার ফাইনালের মধ্যে একমাত্র শ্রীলঙ্কা-থাইল্যান্ড ম্যাচটাই মাঠে গড়াতে পেরেছে। গতকাল ভারত-মালয়েশিয়া, পাকিস্তান-ইন্দোনেশিয়া টুর্নামেন্টের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচই ভেসে গেছে বৃষ্টিতে। ভারত, পাকিস্তান দুটি দলই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় উঠে গেছে সেমিফাইনালে। নারী টি-টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিংয়ে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া রয়েছে যথাক্রমে ৪, ৭, ২১ ও ২৬ নম্বরে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৪ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৭ ঘণ্টা আগে