
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে নিয়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের রেকর্ড গড়ার ম্যাচে তাঁরাও রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ে অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের এ দুই ব্যাটার।
পাঁচ বছর পর ওয়ানডেতে গতকাল ওপেনিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমেই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। ১১৯ বলে করেছেন ১১২ রান। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মিরাজ। বাংলাদেশের পক্ষে এশিয়া কাপে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার। মিরাজের মতো শান্তও ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। শান্ত করেছেন ১০৫ বলে ১০৪ রান।
দুই সেঞ্চুরিয়ান মিরাজ-শান্ত ম্যাচ শেষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে ছবি তুলেছেন। বাংলাদেশের দুই ব্যাটারের ছবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। তাঁদের (মিরাজ-শান্ত) অভিনন্দন জানিয়ে পিসিবি লিখেছে, ‘বাংলাদেশের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত তাঁদের নাম লিখিয়েছেন গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে।’ শান্তর সঙ্গে তোলা ছবি মিরাজ তাঁর ফেসবুক পেজেও পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, মিরাজ নিজের নাম খুঁজছেন লাহোরের অনার্স বোর্ডে।
লাহোরে ওয়ানডেতে এ নিয়ে সেঞ্চুরি হয়েছে ৪৩টি। বাংলাদেশি ব্যাটাররা করেছেন ৩ সেঞ্চুরি। মিরাজ-শান্তর আগে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৮ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৬ বলে ১০৯ রান করেছেন আশরাফুল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে নিয়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের রেকর্ড গড়ার ম্যাচে তাঁরাও রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ে অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের এ দুই ব্যাটার।
পাঁচ বছর পর ওয়ানডেতে গতকাল ওপেনিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমেই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। ১১৯ বলে করেছেন ১১২ রান। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মিরাজ। বাংলাদেশের পক্ষে এশিয়া কাপে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার। মিরাজের মতো শান্তও ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। শান্ত করেছেন ১০৫ বলে ১০৪ রান।
দুই সেঞ্চুরিয়ান মিরাজ-শান্ত ম্যাচ শেষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে ছবি তুলেছেন। বাংলাদেশের দুই ব্যাটারের ছবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। তাঁদের (মিরাজ-শান্ত) অভিনন্দন জানিয়ে পিসিবি লিখেছে, ‘বাংলাদেশের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত তাঁদের নাম লিখিয়েছেন গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে।’ শান্তর সঙ্গে তোলা ছবি মিরাজ তাঁর ফেসবুক পেজেও পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, মিরাজ নিজের নাম খুঁজছেন লাহোরের অনার্স বোর্ডে।
লাহোরে ওয়ানডেতে এ নিয়ে সেঞ্চুরি হয়েছে ৪৩টি। বাংলাদেশি ব্যাটাররা করেছেন ৩ সেঞ্চুরি। মিরাজ-শান্তর আগে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৮ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৬ বলে ১০৯ রান করেছেন আশরাফুল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১৩ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৬ ঘণ্টা আগে