
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে নিয়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের রেকর্ড গড়ার ম্যাচে তাঁরাও রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ে অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের এ দুই ব্যাটার।
পাঁচ বছর পর ওয়ানডেতে গতকাল ওপেনিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমেই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। ১১৯ বলে করেছেন ১১২ রান। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মিরাজ। বাংলাদেশের পক্ষে এশিয়া কাপে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার। মিরাজের মতো শান্তও ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। শান্ত করেছেন ১০৫ বলে ১০৪ রান।
দুই সেঞ্চুরিয়ান মিরাজ-শান্ত ম্যাচ শেষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে ছবি তুলেছেন। বাংলাদেশের দুই ব্যাটারের ছবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। তাঁদের (মিরাজ-শান্ত) অভিনন্দন জানিয়ে পিসিবি লিখেছে, ‘বাংলাদেশের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত তাঁদের নাম লিখিয়েছেন গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে।’ শান্তর সঙ্গে তোলা ছবি মিরাজ তাঁর ফেসবুক পেজেও পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, মিরাজ নিজের নাম খুঁজছেন লাহোরের অনার্স বোর্ডে।
লাহোরে ওয়ানডেতে এ নিয়ে সেঞ্চুরি হয়েছে ৪৩টি। বাংলাদেশি ব্যাটাররা করেছেন ৩ সেঞ্চুরি। মিরাজ-শান্তর আগে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৮ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৬ বলে ১০৯ রান করেছেন আশরাফুল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে নিয়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের রেকর্ড গড়ার ম্যাচে তাঁরাও রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ে অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের এ দুই ব্যাটার।
পাঁচ বছর পর ওয়ানডেতে গতকাল ওপেনিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমেই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। ১১৯ বলে করেছেন ১১২ রান। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মিরাজ। বাংলাদেশের পক্ষে এশিয়া কাপে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার। মিরাজের মতো শান্তও ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। শান্ত করেছেন ১০৫ বলে ১০৪ রান।
দুই সেঞ্চুরিয়ান মিরাজ-শান্ত ম্যাচ শেষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে ছবি তুলেছেন। বাংলাদেশের দুই ব্যাটারের ছবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। তাঁদের (মিরাজ-শান্ত) অভিনন্দন জানিয়ে পিসিবি লিখেছে, ‘বাংলাদেশের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত তাঁদের নাম লিখিয়েছেন গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে।’ শান্তর সঙ্গে তোলা ছবি মিরাজ তাঁর ফেসবুক পেজেও পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, মিরাজ নিজের নাম খুঁজছেন লাহোরের অনার্স বোর্ডে।
লাহোরে ওয়ানডেতে এ নিয়ে সেঞ্চুরি হয়েছে ৪৩টি। বাংলাদেশি ব্যাটাররা করেছেন ৩ সেঞ্চুরি। মিরাজ-শান্তর আগে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৮ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৬ বলে ১০৯ রান করেছেন আশরাফুল।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
১০ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১১ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১২ ঘণ্টা আগে