নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেজাউর রহমান রাজার করা ইনিংসের শেষ ওভারে ২২ রান তুলেছেন এনামুল হক বিজয় ও হাবিবুর রহমান সোহান। দেখেশুনে খেলে বিজয় করেছেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ফিফটি, শেষ দিকে সোহান তুলেছেন ঝড়। যার সৌজন্যে সিলেট স্ট্রাইকার্সকে ১৫৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে খুলনা টাইগার্স।
টানা চার জয়ের পর গত দুই ম্যাচে টানা হেরেছে খুলনা। ছন্দ হারানোর পাশাপাশি দলের তিন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম ফিরছেন দেশে। ফলে সিলেটের বিপক্ষে জয়ে ফেরার লড়াইটা তাদের জন্য বাড়তি চ্যালেঞ্জও।
যার ফলে দায়িত্ব নিয়ে খেলেছেন স্থানীয় ক্রিকেটাররা। টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেওয়া খুলনা দারুণ শুরুর ইঙ্গিত দিলেও এভিন লুইস-বিজয়ের ওপেনিং জুটি বড় হয়নি। ইনিংসের তৃতীয় ওভারে সামিত প্যাটেল আক্রমণে এসে ফেরান লুইসকে। ৩ চারে ১২ রানে পুল শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন উইন্ডিজ তারকা।
দ্বিতীয় উইকেটেই আফিফ হোসেন ও বিজয়ের ৩২ রানের জুটিতে অনায়াসে সে চাপ সামলে ওঠে খুলনা। শুরু থেকেই আফিফ মারমুখী রূপ নিয়ে সিলেটের বোলারদের রাখেন চাপে। রানের গতিও এগোচ্ছিল দ্রুত। ইনিংসের ৮ম ওভারে বেনি হাওয়েলের হাতে বল তুলে দিতেই সিলেট পায় দারুণ এক ব্রেকথ্রু। রিভিউ চ্যালেঞ্জ জানিয়েও উইকেট বাঁচাতে পারেননি আফিফ। ১৬ বলে, ৩ চার ও ১ ছক্কায় ফেরেন ২৪ রানে।
এরপর দ্রুত ফেরেন মাহমুদুল হাসান। বিপিএলে এখনো সেভাবে ব্যাট হাসেনি জয়ের। আজ আউট হয়েছেন ৬ বলে ১ রান করে। দলীয় ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে খুলনা। শঙ্কা জাগে অল্প রানে গুটিয়ে যাওয়ার। তবে চতুর্থ উইকেটে বিজয় ও সোহানের ৯৯ রানের জুটিতে দেড় শ ছাড়িয়ে যায় তারা।
শেষ তিন ওভারে ৫১ রান স্কোরে জমা করেন বিজয় ও সোহান। বিজয় ৫৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬৭ এবং সোহান ৩০ বলে ৩টি করে ছক্কা ও চারে ৪৩ রানে অপরাজিত থাকেন।

রেজাউর রহমান রাজার করা ইনিংসের শেষ ওভারে ২২ রান তুলেছেন এনামুল হক বিজয় ও হাবিবুর রহমান সোহান। দেখেশুনে খেলে বিজয় করেছেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ফিফটি, শেষ দিকে সোহান তুলেছেন ঝড়। যার সৌজন্যে সিলেট স্ট্রাইকার্সকে ১৫৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে খুলনা টাইগার্স।
টানা চার জয়ের পর গত দুই ম্যাচে টানা হেরেছে খুলনা। ছন্দ হারানোর পাশাপাশি দলের তিন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম ফিরছেন দেশে। ফলে সিলেটের বিপক্ষে জয়ে ফেরার লড়াইটা তাদের জন্য বাড়তি চ্যালেঞ্জও।
যার ফলে দায়িত্ব নিয়ে খেলেছেন স্থানীয় ক্রিকেটাররা। টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেওয়া খুলনা দারুণ শুরুর ইঙ্গিত দিলেও এভিন লুইস-বিজয়ের ওপেনিং জুটি বড় হয়নি। ইনিংসের তৃতীয় ওভারে সামিত প্যাটেল আক্রমণে এসে ফেরান লুইসকে। ৩ চারে ১২ রানে পুল শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন উইন্ডিজ তারকা।
দ্বিতীয় উইকেটেই আফিফ হোসেন ও বিজয়ের ৩২ রানের জুটিতে অনায়াসে সে চাপ সামলে ওঠে খুলনা। শুরু থেকেই আফিফ মারমুখী রূপ নিয়ে সিলেটের বোলারদের রাখেন চাপে। রানের গতিও এগোচ্ছিল দ্রুত। ইনিংসের ৮ম ওভারে বেনি হাওয়েলের হাতে বল তুলে দিতেই সিলেট পায় দারুণ এক ব্রেকথ্রু। রিভিউ চ্যালেঞ্জ জানিয়েও উইকেট বাঁচাতে পারেননি আফিফ। ১৬ বলে, ৩ চার ও ১ ছক্কায় ফেরেন ২৪ রানে।
এরপর দ্রুত ফেরেন মাহমুদুল হাসান। বিপিএলে এখনো সেভাবে ব্যাট হাসেনি জয়ের। আজ আউট হয়েছেন ৬ বলে ১ রান করে। দলীয় ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে খুলনা। শঙ্কা জাগে অল্প রানে গুটিয়ে যাওয়ার। তবে চতুর্থ উইকেটে বিজয় ও সোহানের ৯৯ রানের জুটিতে দেড় শ ছাড়িয়ে যায় তারা।
শেষ তিন ওভারে ৫১ রান স্কোরে জমা করেন বিজয় ও সোহান। বিজয় ৫৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬৭ এবং সোহান ৩০ বলে ৩টি করে ছক্কা ও চারে ৪৩ রানে অপরাজিত থাকেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১৩ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৬ ঘণ্টা আগে