
আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ ওলি রবিনসন খেলেন গত বছরের জুলাইয়ে। ম্যাচটা ছিল হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ভারতের বিপক্ষেই সাত মাসের অপেক্ষা ফুরোচ্ছে ইংলিশ পেসারের।
রাঁচিতে আগামীকাল শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সেই ম্যাচের একদিন আগে আজ একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। গত টেস্টের (রাজকোট টেস্ট) একাদশ থেকে দুই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। একাদশে এসেছেন রবিনসন ও শোয়েব বশির। বাদ পড়েছেন রেহান আহমেদ ও মার্ক উড।
বশিরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯৬ রান খরচ করে নেন ৪ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসেই ১৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এটাই তাঁর ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। বশিরের সঙ্গে রাচিতে স্পিন আক্রমণে জুটি বাঁধবেন টম হার্টলি। হার্টলি চলমান টেস্ট সিরিজে নিয়েছেন ১৬ উইকেট। চলমান সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী। বুমরার ১৭ উইকেটের পর দ্বিতীয় সর্বোচ্চ।
পেস আক্রমণে রবিনসনের সঙ্গে থাকছেন জেমস অ্যান্ডারসন। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস খেলবেন মিডল অর্ডারে। মিডল অর্ডারে থাকছেন জনি বেয়ারস্টো ও উইকেটরক্ষক বেন ফোকস। তিন ও চারে খেলতে যাচ্ছেন ওলি পোপ ও জো রুট। ব্যাটিংয়ে ওপেনিংয়ে জুটি বাঁধবেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ডাকেট রাজকোটে তৃতীয় টেস্টে ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
রাঁচি টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।

আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ ওলি রবিনসন খেলেন গত বছরের জুলাইয়ে। ম্যাচটা ছিল হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ভারতের বিপক্ষেই সাত মাসের অপেক্ষা ফুরোচ্ছে ইংলিশ পেসারের।
রাঁচিতে আগামীকাল শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সেই ম্যাচের একদিন আগে আজ একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। গত টেস্টের (রাজকোট টেস্ট) একাদশ থেকে দুই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। একাদশে এসেছেন রবিনসন ও শোয়েব বশির। বাদ পড়েছেন রেহান আহমেদ ও মার্ক উড।
বশিরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯৬ রান খরচ করে নেন ৪ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসেই ১৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এটাই তাঁর ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। বশিরের সঙ্গে রাচিতে স্পিন আক্রমণে জুটি বাঁধবেন টম হার্টলি। হার্টলি চলমান টেস্ট সিরিজে নিয়েছেন ১৬ উইকেট। চলমান সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী। বুমরার ১৭ উইকেটের পর দ্বিতীয় সর্বোচ্চ।
পেস আক্রমণে রবিনসনের সঙ্গে থাকছেন জেমস অ্যান্ডারসন। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস খেলবেন মিডল অর্ডারে। মিডল অর্ডারে থাকছেন জনি বেয়ারস্টো ও উইকেটরক্ষক বেন ফোকস। তিন ও চারে খেলতে যাচ্ছেন ওলি পোপ ও জো রুট। ব্যাটিংয়ে ওপেনিংয়ে জুটি বাঁধবেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ডাকেট রাজকোটে তৃতীয় টেস্টে ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
রাঁচি টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।

র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় আগেই ঠিক হয়ে গিয়েছিল ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের মেয়েদের অংশ নিতে হবে বাছাইপর্বে। সেই বাছাইপর্বের সূচি আজ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নেপালে ১৮ জানুয়ারি শুরু হয়ে এই বাছাইপর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। শুরুর দিনই মাঠে নামবেন নি
৭ ঘণ্টা আগে
খালেদের আসল কাজটা বোলিংয়ে। কিন্তু আজ চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ব্যাটার হয়ে উঠেছিলেন তিনি। শেষ দিকে ব্যাট করতে নামা খালেদের ছোট ঝোড়ো ইনিংসে চিন্তায় পড়ে গিয়েছিল চট্টগ্রাম। শেষ পর্যন্ত অনাকাঙ্খিত কিছু হয়নি। খালেদের ঝড় থামিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৪ রানের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। সাম্প্রতিক টানাপোড়েনের জেরে কাটার মাস্টারকে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে দল পাওয়ার পর বাদ পড়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল মোস্তাফিজের। তবে মন ভালো করার উপকরণ পেতেও বেশি সময় লাগল না তাঁর।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তে আটকে আছে নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের সবশেষ ম্যাচে নাসির হোসেনের দারুণ ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরেছে নবাগত দলটি। টুর্নামেন্টে এটা তাদের টানা পঞ্চম হার।
৯ ঘণ্টা আগে