ক্রীড়া ডেস্ক
প্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিলেন প্রোটিয়াদের। তাঁর আগুনে বোলিংয়ে ১৩৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে কামিন্স ছুঁয়েছেন টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনো বোলারের এটাই সেরা বোলিং। প্রোটিয়া ব্যাটাররা টিকে থাকার চেষ্টা করে গেলেও কামিন্সের আগুনে ঝরানো বোলিংয়ের সামনে তারা তেমন সফল হতে ব্যর্থ। ১৩৮ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
লর্ডসের ফাইনালে শুরুর দিনই যেভাবে সফল হয়েছিলেন প্রোটিয়া পেসাররা, তাতে বোঝাই যাচ্ছিল অস্ট্রেলীয় পেসাররাও এই উইকেটে পরীক্ষা নেবেন প্রোটিয়া ব্যাটারদের। আগের দিনই প্রথম ইনিংস শুরু করে ৩০ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা, ৪৩ রান নিয়ে শেষ করেছিল দিন। ৩ রান নিয়ে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ৮ রান নিয়ে ডেভিড বেডিংহাম ছিলেন উইকেটে। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার জন্য এই জুটির ওপরই তাকিয়ে ছিল দল। ১১৪ বল খেলে তাঁরা ৬৪ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু প্যাট কামিন্স এই জুটি ভাঙেন ব্যক্তিগত ৩৬ রানে টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়ে। দলীয় ৯৪ রানে বাভুমার বিদায়ের পর আর ৪৪ রান তুলতেই হাতের ৫ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
বোঝাই যায়, বাভুমার বিদায়ের পর উইকেটে-আসা যাওয়াই করেছেন প্রোটিয়া ব্যাটাররা। কাইল ভেরেইনা তবু ১৩ রান করেছেন। কিন্তু রানের দুই অঙ্ক ছুঁতে পারেননি মার্কো ইয়ানসেন (০), কেশভ মহারাজ (৭), কাগিসো রাবাদারা। ইনিংস সর্বোচ্চ স্কোরার বাভুমার সঙ্গে ৬৪ রানের জুটি গড়া বেডিংহাম, ১১১ বল খেলে করেছেন ৪৫ রান। কামিন্সের বাইরে ২টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ১টি জশ হ্যাজলউড।
প্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিলেন প্রোটিয়াদের। তাঁর আগুনে বোলিংয়ে ১৩৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে কামিন্স ছুঁয়েছেন টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনো বোলারের এটাই সেরা বোলিং। প্রোটিয়া ব্যাটাররা টিকে থাকার চেষ্টা করে গেলেও কামিন্সের আগুনে ঝরানো বোলিংয়ের সামনে তারা তেমন সফল হতে ব্যর্থ। ১৩৮ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
লর্ডসের ফাইনালে শুরুর দিনই যেভাবে সফল হয়েছিলেন প্রোটিয়া পেসাররা, তাতে বোঝাই যাচ্ছিল অস্ট্রেলীয় পেসাররাও এই উইকেটে পরীক্ষা নেবেন প্রোটিয়া ব্যাটারদের। আগের দিনই প্রথম ইনিংস শুরু করে ৩০ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা, ৪৩ রান নিয়ে শেষ করেছিল দিন। ৩ রান নিয়ে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ৮ রান নিয়ে ডেভিড বেডিংহাম ছিলেন উইকেটে। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার জন্য এই জুটির ওপরই তাকিয়ে ছিল দল। ১১৪ বল খেলে তাঁরা ৬৪ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু প্যাট কামিন্স এই জুটি ভাঙেন ব্যক্তিগত ৩৬ রানে টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়ে। দলীয় ৯৪ রানে বাভুমার বিদায়ের পর আর ৪৪ রান তুলতেই হাতের ৫ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
বোঝাই যায়, বাভুমার বিদায়ের পর উইকেটে-আসা যাওয়াই করেছেন প্রোটিয়া ব্যাটাররা। কাইল ভেরেইনা তবু ১৩ রান করেছেন। কিন্তু রানের দুই অঙ্ক ছুঁতে পারেননি মার্কো ইয়ানসেন (০), কেশভ মহারাজ (৭), কাগিসো রাবাদারা। ইনিংস সর্বোচ্চ স্কোরার বাভুমার সঙ্গে ৬৪ রানের জুটি গড়া বেডিংহাম, ১১১ বল খেলে করেছেন ৪৫ রান। কামিন্সের বাইরে ২টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ১টি জশ হ্যাজলউড।
গ্র্যান্ড স্লাম ফাইনাল হারের নজির নেই তাঁর। আগের পাঁচবারের পাঁচটিতেই পেয়েছেন শিরোপার দেখা। ষষ্ঠবারে এসেও রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ইগা শিয়াতেক৷ যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অ্যানিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে পেলেন উইম্বলডনের নতুন রানির মুকুট।
১১ ঘণ্টা আগে‘২৪ ঘণ্টা আগেও ক্রিকেট নিয়ে ইতালিয়ানদের ধারণা ছিল প্রায় শূন্যের কোটায়। এখন কিছু লোক জানতে শুরু করেছে’—ঠিক এভাবেই বলছিলেন ইতালি ক্রিকেট ফেডারেশনের প্রথম চেয়ারম্যান ও আজীবনের সভাপতি সিমোন গাম্বোনি। ১৫ বছর বয়সে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, তা পূর্ণতায় রূপ নিয়েছে গতকাল। ইউরোপিয়ান বাছাই থেকে নেদারল্যান্ডস
১২ ঘণ্টা আগেঅধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।
১৪ ঘণ্টা আগেপ্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।
১৪ ঘণ্টা আগে