ক্রীড়া ডেস্ক

প্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিলেন প্রোটিয়াদের। তাঁর আগুনে বোলিংয়ে ১৩৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে কামিন্স ছুঁয়েছেন টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনো বোলারের এটাই সেরা বোলিং। প্রোটিয়া ব্যাটাররা টিকে থাকার চেষ্টা করে গেলেও কামিন্সের আগুনে ঝরানো বোলিংয়ের সামনে তারা তেমন সফল হতে ব্যর্থ। ১৩৮ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
লর্ডসের ফাইনালে শুরুর দিনই যেভাবে সফল হয়েছিলেন প্রোটিয়া পেসাররা, তাতে বোঝাই যাচ্ছিল অস্ট্রেলীয় পেসাররাও এই উইকেটে পরীক্ষা নেবেন প্রোটিয়া ব্যাটারদের। আগের দিনই প্রথম ইনিংস শুরু করে ৩০ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা, ৪৩ রান নিয়ে শেষ করেছিল দিন। ৩ রান নিয়ে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ৮ রান নিয়ে ডেভিড বেডিংহাম ছিলেন উইকেটে। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার জন্য এই জুটির ওপরই তাকিয়ে ছিল দল। ১১৪ বল খেলে তাঁরা ৬৪ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু প্যাট কামিন্স এই জুটি ভাঙেন ব্যক্তিগত ৩৬ রানে টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়ে। দলীয় ৯৪ রানে বাভুমার বিদায়ের পর আর ৪৪ রান তুলতেই হাতের ৫ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
বোঝাই যায়, বাভুমার বিদায়ের পর উইকেটে-আসা যাওয়াই করেছেন প্রোটিয়া ব্যাটাররা। কাইল ভেরেইনা তবু ১৩ রান করেছেন। কিন্তু রানের দুই অঙ্ক ছুঁতে পারেননি মার্কো ইয়ানসেন (০), কেশভ মহারাজ (৭), কাগিসো রাবাদারা। ইনিংস সর্বোচ্চ স্কোরার বাভুমার সঙ্গে ৬৪ রানের জুটি গড়া বেডিংহাম, ১১১ বল খেলে করেছেন ৪৫ রান। কামিন্সের বাইরে ২টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ১টি জশ হ্যাজলউড।

প্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিলেন প্রোটিয়াদের। তাঁর আগুনে বোলিংয়ে ১৩৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে কামিন্স ছুঁয়েছেন টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনো বোলারের এটাই সেরা বোলিং। প্রোটিয়া ব্যাটাররা টিকে থাকার চেষ্টা করে গেলেও কামিন্সের আগুনে ঝরানো বোলিংয়ের সামনে তারা তেমন সফল হতে ব্যর্থ। ১৩৮ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
লর্ডসের ফাইনালে শুরুর দিনই যেভাবে সফল হয়েছিলেন প্রোটিয়া পেসাররা, তাতে বোঝাই যাচ্ছিল অস্ট্রেলীয় পেসাররাও এই উইকেটে পরীক্ষা নেবেন প্রোটিয়া ব্যাটারদের। আগের দিনই প্রথম ইনিংস শুরু করে ৩০ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা, ৪৩ রান নিয়ে শেষ করেছিল দিন। ৩ রান নিয়ে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ৮ রান নিয়ে ডেভিড বেডিংহাম ছিলেন উইকেটে। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার জন্য এই জুটির ওপরই তাকিয়ে ছিল দল। ১১৪ বল খেলে তাঁরা ৬৪ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু প্যাট কামিন্স এই জুটি ভাঙেন ব্যক্তিগত ৩৬ রানে টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়ে। দলীয় ৯৪ রানে বাভুমার বিদায়ের পর আর ৪৪ রান তুলতেই হাতের ৫ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
বোঝাই যায়, বাভুমার বিদায়ের পর উইকেটে-আসা যাওয়াই করেছেন প্রোটিয়া ব্যাটাররা। কাইল ভেরেইনা তবু ১৩ রান করেছেন। কিন্তু রানের দুই অঙ্ক ছুঁতে পারেননি মার্কো ইয়ানসেন (০), কেশভ মহারাজ (৭), কাগিসো রাবাদারা। ইনিংস সর্বোচ্চ স্কোরার বাভুমার সঙ্গে ৬৪ রানের জুটি গড়া বেডিংহাম, ১১১ বল খেলে করেছেন ৪৫ রান। কামিন্সের বাইরে ২টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ১টি জশ হ্যাজলউড।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে