ক্রীড়া ডেস্ক

প্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিলেন প্রোটিয়াদের। তাঁর আগুনে বোলিংয়ে ১৩৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে কামিন্স ছুঁয়েছেন টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনো বোলারের এটাই সেরা বোলিং। প্রোটিয়া ব্যাটাররা টিকে থাকার চেষ্টা করে গেলেও কামিন্সের আগুনে ঝরানো বোলিংয়ের সামনে তারা তেমন সফল হতে ব্যর্থ। ১৩৮ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
লর্ডসের ফাইনালে শুরুর দিনই যেভাবে সফল হয়েছিলেন প্রোটিয়া পেসাররা, তাতে বোঝাই যাচ্ছিল অস্ট্রেলীয় পেসাররাও এই উইকেটে পরীক্ষা নেবেন প্রোটিয়া ব্যাটারদের। আগের দিনই প্রথম ইনিংস শুরু করে ৩০ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা, ৪৩ রান নিয়ে শেষ করেছিল দিন। ৩ রান নিয়ে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ৮ রান নিয়ে ডেভিড বেডিংহাম ছিলেন উইকেটে। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার জন্য এই জুটির ওপরই তাকিয়ে ছিল দল। ১১৪ বল খেলে তাঁরা ৬৪ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু প্যাট কামিন্স এই জুটি ভাঙেন ব্যক্তিগত ৩৬ রানে টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়ে। দলীয় ৯৪ রানে বাভুমার বিদায়ের পর আর ৪৪ রান তুলতেই হাতের ৫ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
বোঝাই যায়, বাভুমার বিদায়ের পর উইকেটে-আসা যাওয়াই করেছেন প্রোটিয়া ব্যাটাররা। কাইল ভেরেইনা তবু ১৩ রান করেছেন। কিন্তু রানের দুই অঙ্ক ছুঁতে পারেননি মার্কো ইয়ানসেন (০), কেশভ মহারাজ (৭), কাগিসো রাবাদারা। ইনিংস সর্বোচ্চ স্কোরার বাভুমার সঙ্গে ৬৪ রানের জুটি গড়া বেডিংহাম, ১১১ বল খেলে করেছেন ৪৫ রান। কামিন্সের বাইরে ২টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ১টি জশ হ্যাজলউড।

প্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিলেন প্রোটিয়াদের। তাঁর আগুনে বোলিংয়ে ১৩৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে কামিন্স ছুঁয়েছেন টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনো বোলারের এটাই সেরা বোলিং। প্রোটিয়া ব্যাটাররা টিকে থাকার চেষ্টা করে গেলেও কামিন্সের আগুনে ঝরানো বোলিংয়ের সামনে তারা তেমন সফল হতে ব্যর্থ। ১৩৮ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
লর্ডসের ফাইনালে শুরুর দিনই যেভাবে সফল হয়েছিলেন প্রোটিয়া পেসাররা, তাতে বোঝাই যাচ্ছিল অস্ট্রেলীয় পেসাররাও এই উইকেটে পরীক্ষা নেবেন প্রোটিয়া ব্যাটারদের। আগের দিনই প্রথম ইনিংস শুরু করে ৩০ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা, ৪৩ রান নিয়ে শেষ করেছিল দিন। ৩ রান নিয়ে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ৮ রান নিয়ে ডেভিড বেডিংহাম ছিলেন উইকেটে। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার জন্য এই জুটির ওপরই তাকিয়ে ছিল দল। ১১৪ বল খেলে তাঁরা ৬৪ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু প্যাট কামিন্স এই জুটি ভাঙেন ব্যক্তিগত ৩৬ রানে টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়ে। দলীয় ৯৪ রানে বাভুমার বিদায়ের পর আর ৪৪ রান তুলতেই হাতের ৫ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
বোঝাই যায়, বাভুমার বিদায়ের পর উইকেটে-আসা যাওয়াই করেছেন প্রোটিয়া ব্যাটাররা। কাইল ভেরেইনা তবু ১৩ রান করেছেন। কিন্তু রানের দুই অঙ্ক ছুঁতে পারেননি মার্কো ইয়ানসেন (০), কেশভ মহারাজ (৭), কাগিসো রাবাদারা। ইনিংস সর্বোচ্চ স্কোরার বাভুমার সঙ্গে ৬৪ রানের জুটি গড়া বেডিংহাম, ১১১ বল খেলে করেছেন ৪৫ রান। কামিন্সের বাইরে ২টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ১টি জশ হ্যাজলউড।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৫ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
৯ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
৯ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১০ ঘণ্টা আগে