
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই আইসিসির সেরা অলরাউন্ডার একসময় হয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আগেই পেয়েছেন বিশ্বসেরার তকমা। ২০২৪ বিপিএলের শেষ ভাগে এসে যেন সেই কথারই স্বার্থকতা বজায় রেখে চলেছেন সাকিব।
এবারের বিপিএলে সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। তবে টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটিংয়ে বেশ ভুগছিলেন তিনি। এক অঙ্কের গণ্ডিই পেরোতে পারছিলেন না। চোখের সমস্যার কারণে এক ম্যাচ খেলতে পারেননি। দুই ম্যাচে খেলেন শুধু বোলার হিসেবে। নিজের সর্বশেষ তিন ইনিংসে সাকিব দুই অঙ্কের ঘরে রান করেছেন। যেখানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালান সাকিব। ৩১ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৬৯ রান। ফিফটি করেন ২০ বলে। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা নাসুম আহমেদের ওভার থেকেই সাকিব নিলেন ২৬ রান।
সাকিবের ঝোড়ো ইনিংসই যেন রংপুরের বড় স্কোর গড়ার ভিত গড়ে দিয়েছে। ২০ ওভারে ৩ উইকেটে ২১৯ রান করে রংপুর। রান তাড়া করতে নেমে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা টাইগার্স। খুলনার ব্যাটারদের মধ্যে ৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। ম্যাচ শেষে খুলনার প্রতিনিধি হয়ে হেলস সংবাদ সম্মেলনে এসে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন। হেলস বলেন, ‘দারুণ খেলেছে সাকিব। ২ ওভারে মনে হয় ২৬ রান নিয়েছে। হয়তো সে একারণেই বিশ্বসেরা। দারুণ এক ইনিংস সে খেলেছে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিলেও রংপুরের শুরুটা ভালো হয়নি। ৩.২ ওভারে দলের স্কোর হয়ে যায় ২ উইকেটে ২৪ রান। এই সময় শেখ মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে সাকিব চড়াও হয়েছেন খুলনার বোলারদের ওপর। সাকিব-মেহেদীর একের পর এক চার-ছক্কায় যেন দিশেহারা হয়ে পড়ে খুলনা। তৃতীয় উইকেটে মেহেদী ও সাকিব ৪৮ বলে ১০৯ রানের জুটি গড়েছেন। রংপুরের ইনিংস সর্বোচ্চ ৬৯ রান তো সাকিবের ব্যাট থেকেই এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন মেহেদী। ৩৬ বলে করেন ৬০ রান। এই জুটির প্রশংসায় হেলস বলেন, ‘অনেক বড় বড় ছক্কা হয়েছে। এই দুজন আজ (গতকাল) দারুণ ছিল। তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।’

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই আইসিসির সেরা অলরাউন্ডার একসময় হয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আগেই পেয়েছেন বিশ্বসেরার তকমা। ২০২৪ বিপিএলের শেষ ভাগে এসে যেন সেই কথারই স্বার্থকতা বজায় রেখে চলেছেন সাকিব।
এবারের বিপিএলে সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। তবে টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটিংয়ে বেশ ভুগছিলেন তিনি। এক অঙ্কের গণ্ডিই পেরোতে পারছিলেন না। চোখের সমস্যার কারণে এক ম্যাচ খেলতে পারেননি। দুই ম্যাচে খেলেন শুধু বোলার হিসেবে। নিজের সর্বশেষ তিন ইনিংসে সাকিব দুই অঙ্কের ঘরে রান করেছেন। যেখানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালান সাকিব। ৩১ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৬৯ রান। ফিফটি করেন ২০ বলে। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা নাসুম আহমেদের ওভার থেকেই সাকিব নিলেন ২৬ রান।
সাকিবের ঝোড়ো ইনিংসই যেন রংপুরের বড় স্কোর গড়ার ভিত গড়ে দিয়েছে। ২০ ওভারে ৩ উইকেটে ২১৯ রান করে রংপুর। রান তাড়া করতে নেমে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা টাইগার্স। খুলনার ব্যাটারদের মধ্যে ৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। ম্যাচ শেষে খুলনার প্রতিনিধি হয়ে হেলস সংবাদ সম্মেলনে এসে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন। হেলস বলেন, ‘দারুণ খেলেছে সাকিব। ২ ওভারে মনে হয় ২৬ রান নিয়েছে। হয়তো সে একারণেই বিশ্বসেরা। দারুণ এক ইনিংস সে খেলেছে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিলেও রংপুরের শুরুটা ভালো হয়নি। ৩.২ ওভারে দলের স্কোর হয়ে যায় ২ উইকেটে ২৪ রান। এই সময় শেখ মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে সাকিব চড়াও হয়েছেন খুলনার বোলারদের ওপর। সাকিব-মেহেদীর একের পর এক চার-ছক্কায় যেন দিশেহারা হয়ে পড়ে খুলনা। তৃতীয় উইকেটে মেহেদী ও সাকিব ৪৮ বলে ১০৯ রানের জুটি গড়েছেন। রংপুরের ইনিংস সর্বোচ্চ ৬৯ রান তো সাকিবের ব্যাট থেকেই এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন মেহেদী। ৩৬ বলে করেন ৬০ রান। এই জুটির প্রশংসায় হেলস বলেন, ‘অনেক বড় বড় ছক্কা হয়েছে। এই দুজন আজ (গতকাল) দারুণ ছিল। তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে