
ঢাকা: ক্রিকেট বোর্ড থেকে পাওয়া বেতনের কিছুটা ভাগ বোর্ডকে দিতে হবে—এমন নিয়ম চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আর তাতেই খেপেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, সুরঙ্গ লাকমলের মতো দলের সিনিয়র ক্রিকেটাররা। এসএলসির এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার তো করেছেনই, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর হুমকিও দিয়েছেন তাঁরা। যদিও এসএলসি বলছে ভিন্ন কথা।
ফিটনেস, ডিসিপ্লিন, পারফরম্যান্স, অধিনায়কত্ব—এসবের ওপর ভিত্তি করে চারটি শ্রেণি চালু করেছে এসএলসি। খেলোয়াড়দের মূল বেতনের ওপর ভিত্তি করে প্রত্যেক শ্রেণিকে আবার তিনটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। এমনকি বেতনের ৩৫ শতাংশ টাকাও কেটে নেবে এসএলসি। ম্যাথুস, চান্দিমাল, লাকমালদের সঙ্গে ডিমুথ করুণারত্নেও তাই এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রতিবাদে খুব দ্রুত জাতীয় দলকে বিদায় জানিয়ে অবসরে যাওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা।
তবে এসএলসি বলছে ভিন্ন কথা। বোর্ডের ব্যবস্থাপনা কমিটির প্রধান অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘চুক্তি চূড়ান্ত করা হয়েছে। চুক্তির স্বচ্ছতা নিয়ে খেলোয়াড়েরা আদালতে আইনজীবী নিয়োগ দিয়েছে। আমরা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত কেউ চুক্তিতে স্বাক্ষর না করার কথা বলেনি।’
এসএলসি দলীয় পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বোনাস দেওয়ার নিয়ম চালু করেছে । র্যাঙ্কিংয়ের ওপরের দলগুলোর বিপক্ষে টেস্ট সিরিজ জিতলে দল পাবে ১৫০০০০ মার্কিন ডলার (বাংলাদেশি ১ কোটি ২৭ লাখ টাকা)। একইভাবে ওয়ানডে সিরিজ জিতলে পাবে ৭৫০০০ ডলার (৬৩ লাখ ৬০ হাজার টাকা) ও টি-টোয়েন্টি সিরিজ জিতলে ৫০০০০ ডলার (৪২ লাখ ৪০ হাজার টাকা) পাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

ঢাকা: ক্রিকেট বোর্ড থেকে পাওয়া বেতনের কিছুটা ভাগ বোর্ডকে দিতে হবে—এমন নিয়ম চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আর তাতেই খেপেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, সুরঙ্গ লাকমলের মতো দলের সিনিয়র ক্রিকেটাররা। এসএলসির এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার তো করেছেনই, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর হুমকিও দিয়েছেন তাঁরা। যদিও এসএলসি বলছে ভিন্ন কথা।
ফিটনেস, ডিসিপ্লিন, পারফরম্যান্স, অধিনায়কত্ব—এসবের ওপর ভিত্তি করে চারটি শ্রেণি চালু করেছে এসএলসি। খেলোয়াড়দের মূল বেতনের ওপর ভিত্তি করে প্রত্যেক শ্রেণিকে আবার তিনটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। এমনকি বেতনের ৩৫ শতাংশ টাকাও কেটে নেবে এসএলসি। ম্যাথুস, চান্দিমাল, লাকমালদের সঙ্গে ডিমুথ করুণারত্নেও তাই এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রতিবাদে খুব দ্রুত জাতীয় দলকে বিদায় জানিয়ে অবসরে যাওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা।
তবে এসএলসি বলছে ভিন্ন কথা। বোর্ডের ব্যবস্থাপনা কমিটির প্রধান অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘চুক্তি চূড়ান্ত করা হয়েছে। চুক্তির স্বচ্ছতা নিয়ে খেলোয়াড়েরা আদালতে আইনজীবী নিয়োগ দিয়েছে। আমরা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত কেউ চুক্তিতে স্বাক্ষর না করার কথা বলেনি।’
এসএলসি দলীয় পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বোনাস দেওয়ার নিয়ম চালু করেছে । র্যাঙ্কিংয়ের ওপরের দলগুলোর বিপক্ষে টেস্ট সিরিজ জিতলে দল পাবে ১৫০০০০ মার্কিন ডলার (বাংলাদেশি ১ কোটি ২৭ লাখ টাকা)। একইভাবে ওয়ানডে সিরিজ জিতলে পাবে ৭৫০০০ ডলার (৬৩ লাখ ৬০ হাজার টাকা) ও টি-টোয়েন্টি সিরিজ জিতলে ৫০০০০ ডলার (৪২ লাখ ৪০ হাজার টাকা) পাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে