শেষ ১৭ ম্যাচে মাত্র এক জয়। জয়ের খরা চলছে টানা ৯ ম্যাচ ধরে। ১৯৮০ সালের পর সবচেয়ে করুণ অবস্থা। এমন পরিস্থিতিতে একটাই করণীয় ছিল জো রুটের এবং সেটাই করলেন। সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব থেকে।
২০১৭ সালে অ্যালিস্টার কুকের উত্তরসূরি হয়ে ইংলিশদের সাদা পোশাকের অধিনায়ক হয়েছিলেন রুট। পাঁচ বছরে নেতৃত্ব দিয়েছেন ৬৪ টেস্টে। ২৭ টেস্ট জিতে টেস্ট অধিনায়কদের মধ্যে সেরা তিনি। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের হারের সংখ্যা ২৬ ম্যাচ, যার অধিকাংশই এসেছে গত দুই বছর ধরে।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে গ্রানাডা টেস্টে ১০ উইকেটে হেরেছে ইংল্যান্ড। সব হিসাব-নিকাশ শেষে রুটের দাবি, সরে দাঁড়ানোর এটাই সেরা সময়। বলেছেন, ‘গত পাঁচ বছরের ফলের দিকে ফিরে বলব, আমি আমার অধিনায়কত্ব নিয়ে ভীষণ গর্বিত। আমি নেতৃত্ব দিতে ভালোবাসি, কিন্তু সম্প্রতি এটাই আমার খেলার ওপর প্রভাব ফেলছে।’
গত পাঁচ বছরে অধিনায়ক হিসেবে ৫ হাজার ২৯৫ রান করেছেন রুট, যা ইংল্যান্ডের যেকোনো অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান। এই সময়টাতেই পেয়েছেন ১৪ সেঞ্চুরি, কিন্তু দলের পারফরম্যান্স ছিল পড়তির দিকে। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়ায় গিয়ে দুবার ৪-০তে অ্যাশেজ হেরেছে ইংলিশরা। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে হারা সিরিজটা ইংল্যান্ডের টানা চতুর্থ সিরিজ হার। করোনায় ভারতের সঙ্গে ২-১ স্থগিত হওয়া সিরিজটা ধরলে ব্যবধানটা বেড়ে দাঁড়ায় পাঁচে।
রুটের উত্তরসূরি হিসেবে প্রথমেই আসছে সহ-অধিনায়ক বেন স্টোকসের নাম। ররি বার্নস, স্টুয়ার্ট ব্রড কিংবা জস বাটলারকেও ইংলিশদের পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৯ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১৪ ঘণ্টা আগে