ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের আগামী এক মাস ব্যস্ত থাকবে সীমিত ওভারের ক্রিকেটে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সেই শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে।
আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এক বিবৃতিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ১৭ মে শারজায় হবে বাংলাদেশ-আমিরাত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে হবে ১৯ মে। দুটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলকে এরপর পাকিস্তানের বিমান ধরতে হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা শান্ত-মেহেদী হাসান মিরাজদের। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে, ১ জুন ও ৩ জুন হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছিল পরশু। সেদিনই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেষ হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। মাত্র তিন দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ জেতে ইনিংস ও ১০৬ রানে। আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাও জানা যায় এই রাতে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাঁচ দিনের বিশ্রামে থাকছেন মিরাজরা। ৫ মে দেশে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ১৪ মে আমিরাতে রওনা দেবেন লিটন-মিরাজরা।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আমিরাত মুখোমুখি হয়েছে ৩ ম্যাচে। তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ ২০২২ সালে আমিরাতে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ।
বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ১৭ মে শারজা
দ্বিতীয় টি-টোয়েন্টি ১৯ মে শারজা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের আগামী এক মাস ব্যস্ত থাকবে সীমিত ওভারের ক্রিকেটে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সেই শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে।
আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এক বিবৃতিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ১৭ মে শারজায় হবে বাংলাদেশ-আমিরাত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে হবে ১৯ মে। দুটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলকে এরপর পাকিস্তানের বিমান ধরতে হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা শান্ত-মেহেদী হাসান মিরাজদের। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে, ১ জুন ও ৩ জুন হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছিল পরশু। সেদিনই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেষ হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। মাত্র তিন দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ জেতে ইনিংস ও ১০৬ রানে। আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাও জানা যায় এই রাতে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাঁচ দিনের বিশ্রামে থাকছেন মিরাজরা। ৫ মে দেশে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ১৪ মে আমিরাতে রওনা দেবেন লিটন-মিরাজরা।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আমিরাত মুখোমুখি হয়েছে ৩ ম্যাচে। তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ ২০২২ সালে আমিরাতে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ।
বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ১৭ মে শারজা
দ্বিতীয় টি-টোয়েন্টি ১৯ মে শারজা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১০ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিনদিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধ
৩১ মিনিট আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
২ ঘণ্টা আগে