
ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে গত মাসেই। বিশ্বকাপ শুরু হতে আর বাকি নেই ৮০ দিনও। টুর্নামেন্টের টিকিট বিতরণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
ভারতের ১০ স্টেডিয়ামে হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের টিকিট কখন বিক্রি শুরু হবে, তা এখনো জানা যায়নি। আইসিসির সঙ্গে সমন্বয় করে আগামী সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা করা হবে বলে দিল্লিতে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভা শেষে সচিব জয় শাহ জানিয়েছেন। টুর্নামেন্টের টিকিট অনলাইনে বিক্রি করা হবে ঠিকই। তবে মাঠে উপস্থিত থেকে টিকিট সংগ্রহ করতে হবে। যা ভারতে মাঠে বসে খেলা দেখতে হলে টিকিট কাটার নিয়ম। প্রসঙ্গ হিসেবে আহমেদাবাদ, লক্ষ্ণৌ এ দুটো স্টেডিয়ামের নাম উল্লেখ করেছেন জয়। যেখানে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লাখ ৩২ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। আর লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা ৫০ হাজার।
অথচ অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল ই-টিকিটের ব্যবস্থা। অনলাইনে কাটা টিকিটের বারকোড পেতে সশরীরে উপস্থিত হওয়াটা জরুরিও নয়। তবে ভারতে বিশ্বকাপে সশরীরে টিকিট নিতে হলেও তার জন্য সহজ ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেছেন জয়, ‘আমরা এবার ই-টিকিট দিতে পারছি না কিন্তু সাত থেকে আটটা কেন্দ্রে শারীরিকভাবে উপস্থিত থেকে টিকিট দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। আহমেদাবাদ, লক্ষ্ণৌর মতো বেশি ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ই-টিকিট ম্যানেজ করা খুব কঠিন। দ্বিপক্ষীয় সিরিজে প্রথমে বেশি বেশি ই-টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর বিশ্বকাপের মতো বহুজাতিক টুর্নামেন্টে এই পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে।’
দুই দিন আগেই গুঞ্জন উঠেছিল ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে। জয়ের মতে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচের পাশাপাশি আরও কিছু ম্যাচের সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিসিআই সচিব বলেন, ‘সূচিতে কয়েকটি ম্যাচের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সূচিতে দুই-তিনটি তারিখ পরিবর্তনের জন্য আমাদের কাছে লিখিত অনুরোধ জানিয়েছে কয়েকটি পূর্ণ সদস্যের দেশ। আইসিসির সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। আশা করি দুই-তিন দিনের মধ্যে বিষয়টির পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’
২০১৯ এর মতো এবারও হবে দশ দলের বিশ্বকাপ। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হওয়ার কথা ১৯ নভেম্বর। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম পর্বে হবে ৪৫ ম্যাচ। এরপর হবে দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল।

ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে গত মাসেই। বিশ্বকাপ শুরু হতে আর বাকি নেই ৮০ দিনও। টুর্নামেন্টের টিকিট বিতরণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
ভারতের ১০ স্টেডিয়ামে হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের টিকিট কখন বিক্রি শুরু হবে, তা এখনো জানা যায়নি। আইসিসির সঙ্গে সমন্বয় করে আগামী সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা করা হবে বলে দিল্লিতে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভা শেষে সচিব জয় শাহ জানিয়েছেন। টুর্নামেন্টের টিকিট অনলাইনে বিক্রি করা হবে ঠিকই। তবে মাঠে উপস্থিত থেকে টিকিট সংগ্রহ করতে হবে। যা ভারতে মাঠে বসে খেলা দেখতে হলে টিকিট কাটার নিয়ম। প্রসঙ্গ হিসেবে আহমেদাবাদ, লক্ষ্ণৌ এ দুটো স্টেডিয়ামের নাম উল্লেখ করেছেন জয়। যেখানে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লাখ ৩২ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। আর লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা ৫০ হাজার।
অথচ অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল ই-টিকিটের ব্যবস্থা। অনলাইনে কাটা টিকিটের বারকোড পেতে সশরীরে উপস্থিত হওয়াটা জরুরিও নয়। তবে ভারতে বিশ্বকাপে সশরীরে টিকিট নিতে হলেও তার জন্য সহজ ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেছেন জয়, ‘আমরা এবার ই-টিকিট দিতে পারছি না কিন্তু সাত থেকে আটটা কেন্দ্রে শারীরিকভাবে উপস্থিত থেকে টিকিট দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। আহমেদাবাদ, লক্ষ্ণৌর মতো বেশি ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ই-টিকিট ম্যানেজ করা খুব কঠিন। দ্বিপক্ষীয় সিরিজে প্রথমে বেশি বেশি ই-টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর বিশ্বকাপের মতো বহুজাতিক টুর্নামেন্টে এই পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে।’
দুই দিন আগেই গুঞ্জন উঠেছিল ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে। জয়ের মতে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচের পাশাপাশি আরও কিছু ম্যাচের সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিসিআই সচিব বলেন, ‘সূচিতে কয়েকটি ম্যাচের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সূচিতে দুই-তিনটি তারিখ পরিবর্তনের জন্য আমাদের কাছে লিখিত অনুরোধ জানিয়েছে কয়েকটি পূর্ণ সদস্যের দেশ। আইসিসির সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। আশা করি দুই-তিন দিনের মধ্যে বিষয়টির পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’
২০১৯ এর মতো এবারও হবে দশ দলের বিশ্বকাপ। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হওয়ার কথা ১৯ নভেম্বর। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম পর্বে হবে ৪৫ ম্যাচ। এরপর হবে দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৩২ মিনিট আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে