Ajker Patrika

ইংল্যান্ডকে বিদায় করতে চেতনাবিরোধী কিছু করবে না অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে বিদায় করতে চেতনাবিরোধী কিছু করবে না অস্ট্রেলিয়া

নিজেদের বৃহত্তর স্বার্থে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ক্লোজ ব্যবধানে জিতে গ্রুপ পর্বেই ইংল্যান্ডকে বিদায় করে দেওয়ার কথা জানিয়েছিলেন জশ হ্যাজলউড। এটা করতে পারলে দারুণ হবে—এমন মন্তব্যের পর থেকেই বেশ সমালোচনা হচ্ছে অস্ট্রেলিয়ান পেসারের। 

শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এমন কিছু ইচ্ছাকৃতভাবে করলে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আইসিসির এক ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো দলের ক্ষতি করার উদ্দেশ্যে ক্রিকেট খেললে নিষিদ্ধ হবেন অধিনায়ক। এমন আলোচনার পর অস্ট্রেলিয়া তাদের কথার ভোল পাল্টিয়েছে। প্যাট কামিন্সের কথায় তেমনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

এমন আলোচনা যখন হচ্ছে তখন হ্যাজলউডের মন্তব্যকে প্যাট কামিন্স জানিয়েছেন, কথাচ্ছলে বলা কথা। মাঠে অস্ট্রেলিয়া চেতনাবিরোধী হয় এমন কিছু কখনো করবে না সেটিই জানিয়েছেন এই পেসার। তিনি বলেছেন, ‘মাঠে খেলতে নামলে সেরাটাই দিতে হবে আপনাকে। অন্যথা সেটা চেতনাবিরোধী হয়ে যায়। জশির সঙ্গে কথা হয়েছে। সেদিন সে কিছুটা মজের ছলে বলেছিল। যদিও বিষয়টা একটু অপ্রাসঙ্গিক ছিল। আমরা স্কটল্যান্ডের বিপক্ষে জেতার চেষ্টা করব।’ 

এর আগে ইংল্যান্ডের কোচ ম্যাথিউ মটও জানিয়েছিলেন, হ্যাজলউড হয়তো মজা করেছে। ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছি এবং দলটির (অস্ট্রেলিয়া) প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা সম্পর্কে অবগত থাকায় আমি নিশ্চিত তারা সামনে এগিয়ে আসবেই। আমি খুব করে আশা করছি একজন ভালো মানুষ কথাচ্ছলে এটা বলেছে, যে আসলে মজা করছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত