Ajker Patrika

টপাটপ উইকেট নিয়ে বাংলাদেশকে চেপে ধরেছেন টপলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টপাটপ উইকেট নিয়ে বাংলাদেশকে চেপে ধরেছেন টপলি

রানের পাহাড় তাড়া করতে হবে। সেই মানসিকতা নিয়েই ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে ক্রিস ওকসের বলে বাউন্ডারির হ্যাটট্রিক করে, লিটন দাস তো সেই ধারণাই দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ওভারেই বিপরীত চিত্র।

রিস টপলি বোলিং আক্রমণে এসে টপাটপ ড্রেসিংরুমে ফিরিয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে। ওভারের চতুর্থ বলেই জনি বেয়ারস্টোকে সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। লেংথের হালকা আউটসুইং বল তামিমের ব্যাট ছুঁয়ে বেয়ারস্টোর হাতে জমা পড়ে। ওয়ানডে সংস্করণে এই ইংলিশ ক্রিকেটারের ১০০তম ক্যাচ ছিল এটি।

উইকেটে এসেই পরের বলে ফিরেছেন শান্ত। দারুণ ফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটার প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন অসাধারণ এক ফিফটি। আজ ফিরেছেন গোল্ডেন ডাকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে লিয়াম লিভিংস্টোনকে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

ষষ্ঠ ওভারে সাকিবকেও বোল্ড করেছেন ইংলিশ পেসার টপলি। ৯ বলে ১ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.৪ ওভারে ৩ উইকেটে ২৬ রান।

এর আগে ডেভিড মালানের বিধ্বংসী সেঞ্চুরি, জনি বেয়ারস্টো ও জো রুটের ফিফটিতে বাংলাদেশকে ৩৬৫ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। ৯ উইকেটে ৩৬৪ রান সংগ্রহ করেছে তারা। ওয়ানডে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ স্কোর।

৪০০ রানের আভাসই দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ ৬৬ রানে ৬ উইকেট হারালে সেটি আর সম্ভব হয়নি। ৪০ ওভারেই ইংলিশরা স্কোর সুসংহত করেছিল। শেষ দিকে শরীফুল ইসলাম-শেখ মেহেদী হাসানরা দ্রুত কয়েক উইকেট নিলেও সেটি কেবল সান্ত্বনারই। ১০৭ বলে ১৬ চার ও ৫ ছক্কায় করেছেন ১৪০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন মালান।

জিততে হলে ইতিহাস গড়তে হবে সাকিবদের। বিশ্বকাপ কিংবা ওয়ানডেতে ৩২১ রানের বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত