নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্দান্ত এক ইনিংস খেলে দলের বিপর্যয়ে শুধু ঢালই হননি, অপেক্ষাও ঘোচালেন আকবর আলী। জাতীয় দলের হয়ে এখনো সুযোগ না পেলেও প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও লিগে টি-টোয়েন্টিসহ খেলেছেন সর্বমোট ১১৫ ম্যাচ। এত ম্যাচ খেলে কিছু হাফ সেঞ্চুরি পেয়েছেন, তবে স্বীকৃত সংস্করণে কোনো ইনিংস নিয়ে পৌঁছাতে পারেননি তিন অঙ্কের ঘরে। আজ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে সেই অপেক্ষাই যেন ঘোচালেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের প্রথম প্রথম দিন ঢাকা মেট্রোর বিপক্ষে ১৬২ রানে অপরাজিত আছেন রংপুরের অধিনায়ক আকবর। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ইতিমধ্যে দেড় শ পার করে নিয়েছেন। আকবর জানিয়েছেন, এখানেই থামতে চান না। কাল এই ইনিংসকে নিয়ে যেত চান ডাবল সেঞ্চুরির ঘরে।
প্রথম সেঞ্চুরিতে বেশ উচ্ছ্বসিত আকবর। তাঁর কণ্ঠে সেই উচ্ছ্বাসই ঝরল। আজকের পত্রিকাকে বলেছেন, ‘প্রথম সেঞ্চুরি, খুব ভালো লাগছে। আমাদের (রংপুরের) পরিস্থিতি একটু খারাপ ছিল। সেখান থেকে সেঞ্চুরি করে দলের জন্য অবদান রাখতে পেরেছি। দল চাপ সামলে উঠেছে। চেষ্টা করব ইনিংসটা আরও বড় করতে।’
অবনমন শঙ্কায় আছে আকবরের দল রংপুর। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসের শুরুটাও ভালো হয়নি তাদের। ৩৮ রানেই ৩ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে অধিনায়ক আকবর ও তানভীর হায়দারের ২৩৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় রংপুর। দিন শেষে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছেন আকবররা। ১৬২ রানে আকবর ও তানভীর অপরাজিত আছেন ৭৯ রানে।
আকবরের ইনিংসে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কার বাউন্ডারি। তবে এখানেই থামতে চান না আকবর। নিজের প্রথম সেঞ্চুরির ইনিংসকে নিয়ে যেতে চান ডাবল সেঞ্চুরিতে। রংপুরের অধিনায়ক বলেছেন, ‘ইনশা আল্লাহ চেষ্টা করব ডাবল সেঞ্চুরি করতে। দেখা যাক কাল কি হয়।’
স্বীকৃত ক্রিকেটে আকবর প্রথম সেঞ্চুরি করলেও কদিন আগে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চার দিনের ম্যাচে খেলেছিলেন ১২৯ রানের অসাধারণ এক ইনিংস। তবে সেই ম্যাচ প্রথম শ্রেণি স্বীকৃত ছিল না।

দুর্দান্ত এক ইনিংস খেলে দলের বিপর্যয়ে শুধু ঢালই হননি, অপেক্ষাও ঘোচালেন আকবর আলী। জাতীয় দলের হয়ে এখনো সুযোগ না পেলেও প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও লিগে টি-টোয়েন্টিসহ খেলেছেন সর্বমোট ১১৫ ম্যাচ। এত ম্যাচ খেলে কিছু হাফ সেঞ্চুরি পেয়েছেন, তবে স্বীকৃত সংস্করণে কোনো ইনিংস নিয়ে পৌঁছাতে পারেননি তিন অঙ্কের ঘরে। আজ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে সেই অপেক্ষাই যেন ঘোচালেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের প্রথম প্রথম দিন ঢাকা মেট্রোর বিপক্ষে ১৬২ রানে অপরাজিত আছেন রংপুরের অধিনায়ক আকবর। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ইতিমধ্যে দেড় শ পার করে নিয়েছেন। আকবর জানিয়েছেন, এখানেই থামতে চান না। কাল এই ইনিংসকে নিয়ে যেত চান ডাবল সেঞ্চুরির ঘরে।
প্রথম সেঞ্চুরিতে বেশ উচ্ছ্বসিত আকবর। তাঁর কণ্ঠে সেই উচ্ছ্বাসই ঝরল। আজকের পত্রিকাকে বলেছেন, ‘প্রথম সেঞ্চুরি, খুব ভালো লাগছে। আমাদের (রংপুরের) পরিস্থিতি একটু খারাপ ছিল। সেখান থেকে সেঞ্চুরি করে দলের জন্য অবদান রাখতে পেরেছি। দল চাপ সামলে উঠেছে। চেষ্টা করব ইনিংসটা আরও বড় করতে।’
অবনমন শঙ্কায় আছে আকবরের দল রংপুর। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসের শুরুটাও ভালো হয়নি তাদের। ৩৮ রানেই ৩ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে অধিনায়ক আকবর ও তানভীর হায়দারের ২৩৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় রংপুর। দিন শেষে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছেন আকবররা। ১৬২ রানে আকবর ও তানভীর অপরাজিত আছেন ৭৯ রানে।
আকবরের ইনিংসে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কার বাউন্ডারি। তবে এখানেই থামতে চান না আকবর। নিজের প্রথম সেঞ্চুরির ইনিংসকে নিয়ে যেতে চান ডাবল সেঞ্চুরিতে। রংপুরের অধিনায়ক বলেছেন, ‘ইনশা আল্লাহ চেষ্টা করব ডাবল সেঞ্চুরি করতে। দেখা যাক কাল কি হয়।’
স্বীকৃত ক্রিকেটে আকবর প্রথম সেঞ্চুরি করলেও কদিন আগে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চার দিনের ম্যাচে খেলেছিলেন ১২৯ রানের অসাধারণ এক ইনিংস। তবে সেই ম্যাচ প্রথম শ্রেণি স্বীকৃত ছিল না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৯ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে