
করোনায় মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ আবারও মাঠে গড়াচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ১৪তম আইপিএলের দ্বিতীয় পর্ব। তবে আইপিএলের প্রথম পর্বে মাঠ মাতানো একাধিক ক্রিকেটার থাকছেন না বাকি অংশে।
আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে সবগুলো দলই এখন শেষ মুহূর্তের পরিকল্পনা ও কৌশল সাজাতে ব্যস্ত। এই সময়টায় তাই প্রথম পর্বের খেলোয়াড়দের না পাওয়ায় কিছুটা ধাক্কাও খেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বেশ কিছু ক্রিকেটার বিভিন্ন কারণে তাদের নাম প্রত্যাহার করলেও কয়েকজন খেলছেন না চোটে পড়ে। খেলতে না পারা ১০ ক্রিকেটারের ছয়জনই অস্ট্রেলিয়ার। বাকি তিন ক্রিকেটার ইংল্যান্ডের আর ১ জন নিউজিল্যান্ডের।
ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফাস্ট বোলার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান পেসারের অনুপস্থিতি ভোগাতে পারে কেকেআরকে। আইপিএলে খেলবেন না আরেক অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পাও। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে আছেন এই লেগ স্পিনার। আইপিএলের পরেই যেহেতু বিশ্বকাপ তাই বিশ্বকাপকেই গুরুত্ব দিচ্ছেন জাম্পা।
জাম্পার সতীর্থ কেন রিচার্ডসনও আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তাই খেলছেন না এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের। পাঞ্জাব কিংসের ফাস্ট বোলার রিলে মেডেরিথের ব্যাপারটা অবশ্য ভিন্ন। সাইড স্ট্রেইনের চোটে মেডেরিথ আইপিএলে খেলতে পারছেন না। পাঞ্জাব পাচ্ছে না আরেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ঝাই রিচার্ডসনকেও। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে আইপিএলের বাকি অংশ থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস। বাংলাদেশ সফরের স্কোয়াডে থাকায় নিউজিল্যান্ড উইকেটকিপার ব্যাটসম্যান ফিন অ্যালেনকেও পাচ্ছে না বেঙ্গালুরু।
স্থগিত আইপিএলের দ্বিতীয় পর্বে না খেলার তালিকায় আছেন জস বাটলার-জফরা আর্চার-বেন স্টোকস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় রাজস্থান রয়েলস পাচ্ছে না বাটলারকে। চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন আর্চার। অন্য দিকে মানসিক অবসাদে আপাতত ক্রিকেট থেকেই বিরতিতে আছেন স্টোকস।

করোনায় মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ আবারও মাঠে গড়াচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ১৪তম আইপিএলের দ্বিতীয় পর্ব। তবে আইপিএলের প্রথম পর্বে মাঠ মাতানো একাধিক ক্রিকেটার থাকছেন না বাকি অংশে।
আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে সবগুলো দলই এখন শেষ মুহূর্তের পরিকল্পনা ও কৌশল সাজাতে ব্যস্ত। এই সময়টায় তাই প্রথম পর্বের খেলোয়াড়দের না পাওয়ায় কিছুটা ধাক্কাও খেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বেশ কিছু ক্রিকেটার বিভিন্ন কারণে তাদের নাম প্রত্যাহার করলেও কয়েকজন খেলছেন না চোটে পড়ে। খেলতে না পারা ১০ ক্রিকেটারের ছয়জনই অস্ট্রেলিয়ার। বাকি তিন ক্রিকেটার ইংল্যান্ডের আর ১ জন নিউজিল্যান্ডের।
ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফাস্ট বোলার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান পেসারের অনুপস্থিতি ভোগাতে পারে কেকেআরকে। আইপিএলে খেলবেন না আরেক অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পাও। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে আছেন এই লেগ স্পিনার। আইপিএলের পরেই যেহেতু বিশ্বকাপ তাই বিশ্বকাপকেই গুরুত্ব দিচ্ছেন জাম্পা।
জাম্পার সতীর্থ কেন রিচার্ডসনও আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তাই খেলছেন না এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের। পাঞ্জাব কিংসের ফাস্ট বোলার রিলে মেডেরিথের ব্যাপারটা অবশ্য ভিন্ন। সাইড স্ট্রেইনের চোটে মেডেরিথ আইপিএলে খেলতে পারছেন না। পাঞ্জাব পাচ্ছে না আরেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ঝাই রিচার্ডসনকেও। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে আইপিএলের বাকি অংশ থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস। বাংলাদেশ সফরের স্কোয়াডে থাকায় নিউজিল্যান্ড উইকেটকিপার ব্যাটসম্যান ফিন অ্যালেনকেও পাচ্ছে না বেঙ্গালুরু।
স্থগিত আইপিএলের দ্বিতীয় পর্বে না খেলার তালিকায় আছেন জস বাটলার-জফরা আর্চার-বেন স্টোকস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় রাজস্থান রয়েলস পাচ্ছে না বাটলারকে। চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন আর্চার। অন্য দিকে মানসিক অবসাদে আপাতত ক্রিকেট থেকেই বিরতিতে আছেন স্টোকস।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে