Ajker Patrika

সুযোগ থাকার পরও আইপিএল খেলতে পারছেন না যাঁরা

সুযোগ থাকার পরও আইপিএল খেলতে পারছেন না যাঁরা

করোনায় মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ আবারও মাঠে গড়াচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ১৪তম আইপিএলের দ্বিতীয় পর্ব। তবে আইপিএলের প্রথম পর্বে মাঠ মাতানো একাধিক ক্রিকেটার থাকছেন না বাকি অংশে।
 
আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে সবগুলো দলই এখন শেষ মুহূর্তের পরিকল্পনা ও কৌশল সাজাতে ব্যস্ত। এই সময়টায় তাই প্রথম পর্বের খেলোয়াড়দের না পাওয়ায় কিছুটা ধাক্কাও খেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বেশ কিছু ক্রিকেটার বিভিন্ন কারণে তাদের নাম প্রত্যাহার করলেও কয়েকজন খেলছেন না চোটে পড়ে। খেলতে না পারা ১০ ক্রিকেটারের ছয়জনই অস্ট্রেলিয়ার। বাকি তিন ক্রিকেটার ইংল্যান্ডের আর ১ জন নিউজিল্যান্ডের। 

ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফাস্ট বোলার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান পেসারের অনুপস্থিতি ভোগাতে পারে কেকেআরকে। আইপিএলে খেলবেন না আরেক অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পাও। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে আছেন এই লেগ স্পিনার। আইপিএলের পরেই যেহেতু বিশ্বকাপ তাই বিশ্বকাপকেই গুরুত্ব দিচ্ছেন জাম্পা। 

জাম্পার সতীর্থ কেন রিচার্ডসনও আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তাই খেলছেন না এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের। পাঞ্জাব কিংসের ফাস্ট বোলার রিলে মেডেরিথের ব্যাপারটা অবশ্য ভিন্ন। সাইড স্ট্রেইনের চোটে মেডেরিথ আইপিএলে খেলতে পারছেন না। পাঞ্জাব পাচ্ছে না আরেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ঝাই রিচার্ডসনকেও। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে আইপিএলের বাকি অংশ থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস। বাংলাদেশ সফরের স্কোয়াডে থাকায় নিউজিল্যান্ড উইকেটকিপার ব্যাটসম্যান ফিন অ্যালেনকেও পাচ্ছে না বেঙ্গালুরু।

স্থগিত আইপিএলের দ্বিতীয় পর্বে না খেলার তালিকায় আছেন জস বাটলার-জফরা আর্চার-বেন স্টোকস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় রাজস্থান রয়েলস পাচ্ছে না বাটলারকে। চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন আর্চার। অন্য দিকে মানসিক অবসাদে আপাতত ক্রিকেট থেকেই বিরতিতে আছেন স্টোকস।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত