Ajker Patrika

শূন্য হাতে ফরহাদ রেজার বিদায়

আজকের পত্রিকা ডেস্ক­
প্রথম শ্রেণির ক্রিকেটে কাল শেষবার মাঠে নামবেন ফরহাদ রেজা। ছবি: সংগৃহীত
প্রথম শ্রেণির ক্রিকেটে কাল শেষবার মাঠে নামবেন ফরহাদ রেজা। ছবি: সংগৃহীত

মাঠের বাইরে সতীর্থ, মাঠের ভেতরে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনার পেলেন ফরহাদ রেজা। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা ছয় রাউন্ডে রাজশাহীর একাদশে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। শেষ রাউন্ডে নিরুত্তাপ ম্যাচ হওয়ায় তাঁকে মাঠ থেকে বিদায়ের সুযোগ দেয় টিম ম্যানেজেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে কাল শেষবার মাঠে নামবেন তিনি।

বিদায়টা অবশ্য সুখকর হয়নি ফরহাদের। তাঁর দল রাজশাহী আছে হারের শঙ্কায়। প্রথম ইনিংসে ৭ রান করা ফরহাদ দ্বিতীয় ইনিংসে দলের গুরুত্বপূর্ণ সময়ে ফিরেছেন ‘গোল্ডেন ডাকে’। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিলেটের। তাদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ১৮৬ রান করেছে রাজশাহী। শেষ তিন ব্যাটারই ফিরেছেন শূন্য রানে। জিততে তাদের আরও প্রয়োজন ৫৯ রান, হাতে আছে শেষ দুই উইকেট।

ব্যাটিং করলেও বিদায়ী ম্যাচে বল হাতে নেননি ফরহাদ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলা হয়নি তাঁর। প্রথম শ্রেণির ১৪৩ ম্যাচে ৫৮৯৭ রান তাঁর, গড় ৩০.৫৫। সাতটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৩৩ ফিফটি। চার দিনের ম্যাচে বল হাতে ফরহাদের ৩১৫ উইকেট। জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়নি। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ৪৭ ম্যাচ। সবশেষ ১০ বছর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন দেশের হয়ে।

এদিকে চট্টগ্রামের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে তাড়া করেছে ঢাকা মহানগর। বগুড়ায় ঢাকা বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৮৬ রানের লিড পেয়েছে বরিশাল। ২১ রানে পিছিয়ে থাকা বরিশাল ৫ উইকেটে ২০৭ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে। রংপুরের বিপক্ষে ১১৭ রানের লিড এরই মধ্যে পেয়েছে খুলনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত