আজকের পত্রিকা ডেস্ক

মাঠের বাইরে সতীর্থ, মাঠের ভেতরে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনার পেলেন ফরহাদ রেজা। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা ছয় রাউন্ডে রাজশাহীর একাদশে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। শেষ রাউন্ডে নিরুত্তাপ ম্যাচ হওয়ায় তাঁকে মাঠ থেকে বিদায়ের সুযোগ দেয় টিম ম্যানেজেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে কাল শেষবার মাঠে নামবেন তিনি।
বিদায়টা অবশ্য সুখকর হয়নি ফরহাদের। তাঁর দল রাজশাহী আছে হারের শঙ্কায়। প্রথম ইনিংসে ৭ রান করা ফরহাদ দ্বিতীয় ইনিংসে দলের গুরুত্বপূর্ণ সময়ে ফিরেছেন ‘গোল্ডেন ডাকে’। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিলেটের। তাদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ১৮৬ রান করেছে রাজশাহী। শেষ তিন ব্যাটারই ফিরেছেন শূন্য রানে। জিততে তাদের আরও প্রয়োজন ৫৯ রান, হাতে আছে শেষ দুই উইকেট।
ব্যাটিং করলেও বিদায়ী ম্যাচে বল হাতে নেননি ফরহাদ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলা হয়নি তাঁর। প্রথম শ্রেণির ১৪৩ ম্যাচে ৫৮৯৭ রান তাঁর, গড় ৩০.৫৫। সাতটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৩৩ ফিফটি। চার দিনের ম্যাচে বল হাতে ফরহাদের ৩১৫ উইকেট। জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়নি। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ৪৭ ম্যাচ। সবশেষ ১০ বছর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন দেশের হয়ে।
এদিকে চট্টগ্রামের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে তাড়া করেছে ঢাকা মহানগর। বগুড়ায় ঢাকা বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৮৬ রানের লিড পেয়েছে বরিশাল। ২১ রানে পিছিয়ে থাকা বরিশাল ৫ উইকেটে ২০৭ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে। রংপুরের বিপক্ষে ১১৭ রানের লিড এরই মধ্যে পেয়েছে খুলনা।

মাঠের বাইরে সতীর্থ, মাঠের ভেতরে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনার পেলেন ফরহাদ রেজা। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা ছয় রাউন্ডে রাজশাহীর একাদশে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। শেষ রাউন্ডে নিরুত্তাপ ম্যাচ হওয়ায় তাঁকে মাঠ থেকে বিদায়ের সুযোগ দেয় টিম ম্যানেজেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে কাল শেষবার মাঠে নামবেন তিনি।
বিদায়টা অবশ্য সুখকর হয়নি ফরহাদের। তাঁর দল রাজশাহী আছে হারের শঙ্কায়। প্রথম ইনিংসে ৭ রান করা ফরহাদ দ্বিতীয় ইনিংসে দলের গুরুত্বপূর্ণ সময়ে ফিরেছেন ‘গোল্ডেন ডাকে’। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিলেটের। তাদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ১৮৬ রান করেছে রাজশাহী। শেষ তিন ব্যাটারই ফিরেছেন শূন্য রানে। জিততে তাদের আরও প্রয়োজন ৫৯ রান, হাতে আছে শেষ দুই উইকেট।
ব্যাটিং করলেও বিদায়ী ম্যাচে বল হাতে নেননি ফরহাদ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলা হয়নি তাঁর। প্রথম শ্রেণির ১৪৩ ম্যাচে ৫৮৯৭ রান তাঁর, গড় ৩০.৫৫। সাতটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৩৩ ফিফটি। চার দিনের ম্যাচে বল হাতে ফরহাদের ৩১৫ উইকেট। জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়নি। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ৪৭ ম্যাচ। সবশেষ ১০ বছর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন দেশের হয়ে।
এদিকে চট্টগ্রামের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে তাড়া করেছে ঢাকা মহানগর। বগুড়ায় ঢাকা বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৮৬ রানের লিড পেয়েছে বরিশাল। ২১ রানে পিছিয়ে থাকা বরিশাল ৫ উইকেটে ২০৭ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে। রংপুরের বিপক্ষে ১১৭ রানের লিড এরই মধ্যে পেয়েছে খুলনা।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে