আজকের পত্রিকা ডেস্ক

মাঠের বাইরে সতীর্থ, মাঠের ভেতরে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনার পেলেন ফরহাদ রেজা। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা ছয় রাউন্ডে রাজশাহীর একাদশে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। শেষ রাউন্ডে নিরুত্তাপ ম্যাচ হওয়ায় তাঁকে মাঠ থেকে বিদায়ের সুযোগ দেয় টিম ম্যানেজেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে কাল শেষবার মাঠে নামবেন তিনি।
বিদায়টা অবশ্য সুখকর হয়নি ফরহাদের। তাঁর দল রাজশাহী আছে হারের শঙ্কায়। প্রথম ইনিংসে ৭ রান করা ফরহাদ দ্বিতীয় ইনিংসে দলের গুরুত্বপূর্ণ সময়ে ফিরেছেন ‘গোল্ডেন ডাকে’। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিলেটের। তাদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ১৮৬ রান করেছে রাজশাহী। শেষ তিন ব্যাটারই ফিরেছেন শূন্য রানে। জিততে তাদের আরও প্রয়োজন ৫৯ রান, হাতে আছে শেষ দুই উইকেট।
ব্যাটিং করলেও বিদায়ী ম্যাচে বল হাতে নেননি ফরহাদ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলা হয়নি তাঁর। প্রথম শ্রেণির ১৪৩ ম্যাচে ৫৮৯৭ রান তাঁর, গড় ৩০.৫৫। সাতটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৩৩ ফিফটি। চার দিনের ম্যাচে বল হাতে ফরহাদের ৩১৫ উইকেট। জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়নি। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ৪৭ ম্যাচ। সবশেষ ১০ বছর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন দেশের হয়ে।
এদিকে চট্টগ্রামের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে তাড়া করেছে ঢাকা মহানগর। বগুড়ায় ঢাকা বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৮৬ রানের লিড পেয়েছে বরিশাল। ২১ রানে পিছিয়ে থাকা বরিশাল ৫ উইকেটে ২০৭ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে। রংপুরের বিপক্ষে ১১৭ রানের লিড এরই মধ্যে পেয়েছে খুলনা।

মাঠের বাইরে সতীর্থ, মাঠের ভেতরে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনার পেলেন ফরহাদ রেজা। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা ছয় রাউন্ডে রাজশাহীর একাদশে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। শেষ রাউন্ডে নিরুত্তাপ ম্যাচ হওয়ায় তাঁকে মাঠ থেকে বিদায়ের সুযোগ দেয় টিম ম্যানেজেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে কাল শেষবার মাঠে নামবেন তিনি।
বিদায়টা অবশ্য সুখকর হয়নি ফরহাদের। তাঁর দল রাজশাহী আছে হারের শঙ্কায়। প্রথম ইনিংসে ৭ রান করা ফরহাদ দ্বিতীয় ইনিংসে দলের গুরুত্বপূর্ণ সময়ে ফিরেছেন ‘গোল্ডেন ডাকে’। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিলেটের। তাদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ১৮৬ রান করেছে রাজশাহী। শেষ তিন ব্যাটারই ফিরেছেন শূন্য রানে। জিততে তাদের আরও প্রয়োজন ৫৯ রান, হাতে আছে শেষ দুই উইকেট।
ব্যাটিং করলেও বিদায়ী ম্যাচে বল হাতে নেননি ফরহাদ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলা হয়নি তাঁর। প্রথম শ্রেণির ১৪৩ ম্যাচে ৫৮৯৭ রান তাঁর, গড় ৩০.৫৫। সাতটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৩৩ ফিফটি। চার দিনের ম্যাচে বল হাতে ফরহাদের ৩১৫ উইকেট। জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়নি। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ৪৭ ম্যাচ। সবশেষ ১০ বছর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন দেশের হয়ে।
এদিকে চট্টগ্রামের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে তাড়া করেছে ঢাকা মহানগর। বগুড়ায় ঢাকা বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৮৬ রানের লিড পেয়েছে বরিশাল। ২১ রানে পিছিয়ে থাকা বরিশাল ৫ উইকেটে ২০৭ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে। রংপুরের বিপক্ষে ১১৭ রানের লিড এরই মধ্যে পেয়েছে খুলনা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে