আজকের পত্রিকা ডেস্ক

মাঠের বাইরে সতীর্থ, মাঠের ভেতরে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনার পেলেন ফরহাদ রেজা। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা ছয় রাউন্ডে রাজশাহীর একাদশে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। শেষ রাউন্ডে নিরুত্তাপ ম্যাচ হওয়ায় তাঁকে মাঠ থেকে বিদায়ের সুযোগ দেয় টিম ম্যানেজেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে কাল শেষবার মাঠে নামবেন তিনি।
বিদায়টা অবশ্য সুখকর হয়নি ফরহাদের। তাঁর দল রাজশাহী আছে হারের শঙ্কায়। প্রথম ইনিংসে ৭ রান করা ফরহাদ দ্বিতীয় ইনিংসে দলের গুরুত্বপূর্ণ সময়ে ফিরেছেন ‘গোল্ডেন ডাকে’। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিলেটের। তাদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ১৮৬ রান করেছে রাজশাহী। শেষ তিন ব্যাটারই ফিরেছেন শূন্য রানে। জিততে তাদের আরও প্রয়োজন ৫৯ রান, হাতে আছে শেষ দুই উইকেট।
ব্যাটিং করলেও বিদায়ী ম্যাচে বল হাতে নেননি ফরহাদ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলা হয়নি তাঁর। প্রথম শ্রেণির ১৪৩ ম্যাচে ৫৮৯৭ রান তাঁর, গড় ৩০.৫৫। সাতটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৩৩ ফিফটি। চার দিনের ম্যাচে বল হাতে ফরহাদের ৩১৫ উইকেট। জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়নি। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ৪৭ ম্যাচ। সবশেষ ১০ বছর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন দেশের হয়ে।
এদিকে চট্টগ্রামের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে তাড়া করেছে ঢাকা মহানগর। বগুড়ায় ঢাকা বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৮৬ রানের লিড পেয়েছে বরিশাল। ২১ রানে পিছিয়ে থাকা বরিশাল ৫ উইকেটে ২০৭ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে। রংপুরের বিপক্ষে ১১৭ রানের লিড এরই মধ্যে পেয়েছে খুলনা।

মাঠের বাইরে সতীর্থ, মাঠের ভেতরে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনার পেলেন ফরহাদ রেজা। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা ছয় রাউন্ডে রাজশাহীর একাদশে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। শেষ রাউন্ডে নিরুত্তাপ ম্যাচ হওয়ায় তাঁকে মাঠ থেকে বিদায়ের সুযোগ দেয় টিম ম্যানেজেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে কাল শেষবার মাঠে নামবেন তিনি।
বিদায়টা অবশ্য সুখকর হয়নি ফরহাদের। তাঁর দল রাজশাহী আছে হারের শঙ্কায়। প্রথম ইনিংসে ৭ রান করা ফরহাদ দ্বিতীয় ইনিংসে দলের গুরুত্বপূর্ণ সময়ে ফিরেছেন ‘গোল্ডেন ডাকে’। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিলেটের। তাদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ১৮৬ রান করেছে রাজশাহী। শেষ তিন ব্যাটারই ফিরেছেন শূন্য রানে। জিততে তাদের আরও প্রয়োজন ৫৯ রান, হাতে আছে শেষ দুই উইকেট।
ব্যাটিং করলেও বিদায়ী ম্যাচে বল হাতে নেননি ফরহাদ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলা হয়নি তাঁর। প্রথম শ্রেণির ১৪৩ ম্যাচে ৫৮৯৭ রান তাঁর, গড় ৩০.৫৫। সাতটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৩৩ ফিফটি। চার দিনের ম্যাচে বল হাতে ফরহাদের ৩১৫ উইকেট। জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়নি। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ৪৭ ম্যাচ। সবশেষ ১০ বছর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন দেশের হয়ে।
এদিকে চট্টগ্রামের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে তাড়া করেছে ঢাকা মহানগর। বগুড়ায় ঢাকা বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৮৬ রানের লিড পেয়েছে বরিশাল। ২১ রানে পিছিয়ে থাকা বরিশাল ৫ উইকেটে ২০৭ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে। রংপুরের বিপক্ষে ১১৭ রানের লিড এরই মধ্যে পেয়েছে খুলনা।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৪ ঘণ্টা আগে