নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ বা অপসারণের গুঞ্জন নিয়ে আজ দিনভরই ক্রিকেটপাড়া বেশ গরম ছিল বলা যায়। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। কিন্তু তাঁর প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে চিঠি পাঠিয়েছেন বিসিবির আট পরিচালক।
বর্তমানে বিসিবির পরিচালনা পর্ষদে সভাপতি ফারুক আহমেদসহ রয়েছেন ১০ পরিচালক। এর মধ্যে শুধু আকরাম খানই চিঠিতে স্বাক্ষর করেননি। আট পরিচালকের অভিযোগ, ফারুক বিসিবিতে স্বেচ্ছাচারিতা করছেন। ক্রিকেট পরিচালনা বিভাগসহ বিভিন্ন বিষয়ে অযাচিত হস্তক্ষেপ ও দুর্বল ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের পারফরম্যান্সের ক্ষতি হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারই যার প্রমাণ।
বিসিবি পরিচালক মঞ্জুর আলম সন্ধ্যায় বলেন, ‘সরকার যদি তাঁর (ফারুক আহমেদের) সঙ্গে কাজ করতে না চায়, তাহলে আমাদেরও তো কিছু করার থাকে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘আমরা যা করেছি, তা পরে বুঝতে পারবেন। সামনে অনেক কিছুই হবে। একা একা কাজ করলে আমরা তাঁর সঙ্গে থেকে কী করব। এটাই আমরা জানিয়েছি সরকারের প্রতিনিধিকে।’
চিঠিতে স্বাক্ষরকারী আট পরিচালকের একজন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বর্তমানে পাকিস্তানে আছেন। বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ দেখতে গেছেন তিনি। তবে চেষ্টা করেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী শনিবার একটি বোর্ডসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সভাও সভাপতি নিজেই স্থগিতের নির্দেশ দিয়েছেন।
সরকারের আস্থাহীনতা, পরিচালকদের অনাস্থা ও সভাপতির পদত্যাগ না করার সিদ্ধান্ত—এই তিন ধাক্কায় এখন অস্বস্তিকর পরিস্থিতির মুখে দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া সংস্থা বিসিবি। মাঠের বাইরের মতো মাঠেও সময়টা ভালো কাটছে না বাংলাদেশের।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ বা অপসারণের গুঞ্জন নিয়ে আজ দিনভরই ক্রিকেটপাড়া বেশ গরম ছিল বলা যায়। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। কিন্তু তাঁর প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে চিঠি পাঠিয়েছেন বিসিবির আট পরিচালক।
বর্তমানে বিসিবির পরিচালনা পর্ষদে সভাপতি ফারুক আহমেদসহ রয়েছেন ১০ পরিচালক। এর মধ্যে শুধু আকরাম খানই চিঠিতে স্বাক্ষর করেননি। আট পরিচালকের অভিযোগ, ফারুক বিসিবিতে স্বেচ্ছাচারিতা করছেন। ক্রিকেট পরিচালনা বিভাগসহ বিভিন্ন বিষয়ে অযাচিত হস্তক্ষেপ ও দুর্বল ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের পারফরম্যান্সের ক্ষতি হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারই যার প্রমাণ।
বিসিবি পরিচালক মঞ্জুর আলম সন্ধ্যায় বলেন, ‘সরকার যদি তাঁর (ফারুক আহমেদের) সঙ্গে কাজ করতে না চায়, তাহলে আমাদেরও তো কিছু করার থাকে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘আমরা যা করেছি, তা পরে বুঝতে পারবেন। সামনে অনেক কিছুই হবে। একা একা কাজ করলে আমরা তাঁর সঙ্গে থেকে কী করব। এটাই আমরা জানিয়েছি সরকারের প্রতিনিধিকে।’
চিঠিতে স্বাক্ষরকারী আট পরিচালকের একজন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বর্তমানে পাকিস্তানে আছেন। বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ দেখতে গেছেন তিনি। তবে চেষ্টা করেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী শনিবার একটি বোর্ডসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সভাও সভাপতি নিজেই স্থগিতের নির্দেশ দিয়েছেন।
সরকারের আস্থাহীনতা, পরিচালকদের অনাস্থা ও সভাপতির পদত্যাগ না করার সিদ্ধান্ত—এই তিন ধাক্কায় এখন অস্বস্তিকর পরিস্থিতির মুখে দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া সংস্থা বিসিবি। মাঠের বাইরের মতো মাঠেও সময়টা ভালো কাটছে না বাংলাদেশের।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১২ ঘণ্টা আগে