নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দলের শেষ চার আগেই নিশ্চিত ছিল। তবু আজ হিসেব-নিকেশ মাথায় নিয়েই মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। কোয়ালিফায়ারে খেলতে হলে জিততেই হবে—এই ম্যাচে দুই দলের সমীকরণ ছিল এমনই। রংপুরকে ৭০ রানে হারিয়ে সেই কোয়লিফায়ারে জায়গা করে নিয়েছে কুমিল্লা।
কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে টানা ছয় জয়ের পর কুমিল্লার বিপক্ষে হেরে এলিমেনিটর খেলতে হবে রংপুর। সেখানে তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। রংপুর মূলত হেরেছে ব্যাটারদের ব্যর্থতায়। ৩ ওভার হাতে রেখে ১০৭ রানে অলআউট হয়েছে তারা।
কুমিল্লার ১৭৮ রানের লক্ষ্যটাও অবশ্য বেশ বড়ই ছিল। সেটা তাড়া করতে নেমে আসা যাওয়ার মিছিলে ছিলেন রংপুরের ব্যাটাররা। দলীয় ১২ রানে মোহাম্মদ নাঈমের পর ২০ রানে আউট হন আরেক ওপেনার রনি তালুকদার। এই ধাক্কা সামলে ওঠার আগে ৩৭ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় রংপুর। টম কোহলার ক্যাডমোরকে এলবিডব্লু করেন তানভীর ইসলাম।
আন্দ্রে রাসেলকে ছক্কা মেরে পরের বলেই আউট হন নুরুল হাসান সোহান। রাসেলের স্লোয়ার বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সোহান। শামীম হোসেন অবশ্য নিজেকে একটু দুর্ভাগা ভাবতেই পারেন। উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত যে ক্যাচে তাঁকে ফিরিয়েছেন সেটাকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। একপ্রান্ত ভরসা হয়ে থাকা গুরবাজ ২৯ রানে ফিরলে রংপুরের জয়ের শেষ আশাটাও নিভে যায়।
সে হিসেবে কুমিল্লার ইনিংসে বলার মতো অবদান কমবেশি সবারই। লিটন দাস-রিজওয়ানের ওপেনিং থেকে ৪৩ রানের জুটি, যেখানে রিজওয়ানের অবদান ২৪ রান। লিটন পরে আউট হন ৩৩ বলে ৪৭ রান করে। তাঁর ইনিংসে সমান ৩ চার ও ৩ ছক্কা। মাঝে সুনীল নারাইন ও ইমরুল কায়েস বেশি সুবিধা করতে পারেননি। এরপর জাকের আলী অনিকের ৩৪ ও খুশদিল শাহর বিধ্বংসী ২০ বলে ৪০ রানের ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা। সেটা পেরিয়ে যেতে পারেনি সোহানের রংপুর।

দুই দলের শেষ চার আগেই নিশ্চিত ছিল। তবু আজ হিসেব-নিকেশ মাথায় নিয়েই মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। কোয়ালিফায়ারে খেলতে হলে জিততেই হবে—এই ম্যাচে দুই দলের সমীকরণ ছিল এমনই। রংপুরকে ৭০ রানে হারিয়ে সেই কোয়লিফায়ারে জায়গা করে নিয়েছে কুমিল্লা।
কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে টানা ছয় জয়ের পর কুমিল্লার বিপক্ষে হেরে এলিমেনিটর খেলতে হবে রংপুর। সেখানে তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। রংপুর মূলত হেরেছে ব্যাটারদের ব্যর্থতায়। ৩ ওভার হাতে রেখে ১০৭ রানে অলআউট হয়েছে তারা।
কুমিল্লার ১৭৮ রানের লক্ষ্যটাও অবশ্য বেশ বড়ই ছিল। সেটা তাড়া করতে নেমে আসা যাওয়ার মিছিলে ছিলেন রংপুরের ব্যাটাররা। দলীয় ১২ রানে মোহাম্মদ নাঈমের পর ২০ রানে আউট হন আরেক ওপেনার রনি তালুকদার। এই ধাক্কা সামলে ওঠার আগে ৩৭ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় রংপুর। টম কোহলার ক্যাডমোরকে এলবিডব্লু করেন তানভীর ইসলাম।
আন্দ্রে রাসেলকে ছক্কা মেরে পরের বলেই আউট হন নুরুল হাসান সোহান। রাসেলের স্লোয়ার বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সোহান। শামীম হোসেন অবশ্য নিজেকে একটু দুর্ভাগা ভাবতেই পারেন। উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত যে ক্যাচে তাঁকে ফিরিয়েছেন সেটাকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। একপ্রান্ত ভরসা হয়ে থাকা গুরবাজ ২৯ রানে ফিরলে রংপুরের জয়ের শেষ আশাটাও নিভে যায়।
সে হিসেবে কুমিল্লার ইনিংসে বলার মতো অবদান কমবেশি সবারই। লিটন দাস-রিজওয়ানের ওপেনিং থেকে ৪৩ রানের জুটি, যেখানে রিজওয়ানের অবদান ২৪ রান। লিটন পরে আউট হন ৩৩ বলে ৪৭ রান করে। তাঁর ইনিংসে সমান ৩ চার ও ৩ ছক্কা। মাঝে সুনীল নারাইন ও ইমরুল কায়েস বেশি সুবিধা করতে পারেননি। এরপর জাকের আলী অনিকের ৩৪ ও খুশদিল শাহর বিধ্বংসী ২০ বলে ৪০ রানের ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা। সেটা পেরিয়ে যেতে পারেনি সোহানের রংপুর।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৩ ঘণ্টা আগে