ক্রীড়া ডেস্ক
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহই দেখায়নি। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন সৈকত। টুর্নামেন্টের মাঝে যে দল পাবেন, সেই আশাও ছিল তাঁর। সৈকতের আশা অবশেষে পূরণ হয়েছে।
সৈকতকে এবারের বিপিএলে মাঝপথে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ দুপুরে ফ্র্যাঞ্চাইজিটি তাঁর ছবি পোস্ট করেছে। ছবির পেছনে লেখা, ‘নতুন ঢাকাইয়া’। ক্যাপশনে ঢাকা লিখেছে, ‘নতুন একজনকে নেওয়া হয়েছে। বাংলাদেশি ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন এখন ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়। মোসাদ্দেককে স্বাগতম।’
দুই দিনের বিরতি শেষে বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ। দল পাওয়ার দিনই সৈকত সিলেটে ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে ঢাকা। বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে ঢাকা-রংপুর ম্যাচ। দুটি দলই এখন পর্যন্ত বিপিএলে তিনটি করে ম্যাচ খেলেছে। সবকটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে রংপুর পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে ঢাকার পয়েন্ট শূন্য। সাত দলের মধ্যে ৬ নম্বরে রয়েছে শাকিব খানের দল।
বিপিএলে সৈকত এখন পর্যন্ত ৮৭ ম্যাচে করেছেন ১২৮৭ রান। গড় ২৪.৭৫ ও স্ট্রাইকরেট ১১১.২৩। ফিফটি করেছেন দুটি। ৭.৯০ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। এবারেরটাসহ বিপিএলে ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটস ও ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সৈকত সবশেষ খেলেছেন ২৪ ডিসেম্বর। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে ঢাকা মহানগরের জার্সিতে খেলেছেন তিনি। তবে ফাইনালে তাঁর দল রংপুরের কাছে হেরে হয়েছিল রানার্সআপ।
আরও পড়ুন:
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহই দেখায়নি। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন সৈকত। টুর্নামেন্টের মাঝে যে দল পাবেন, সেই আশাও ছিল তাঁর। সৈকতের আশা অবশেষে পূরণ হয়েছে।
সৈকতকে এবারের বিপিএলে মাঝপথে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ দুপুরে ফ্র্যাঞ্চাইজিটি তাঁর ছবি পোস্ট করেছে। ছবির পেছনে লেখা, ‘নতুন ঢাকাইয়া’। ক্যাপশনে ঢাকা লিখেছে, ‘নতুন একজনকে নেওয়া হয়েছে। বাংলাদেশি ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন এখন ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়। মোসাদ্দেককে স্বাগতম।’
দুই দিনের বিরতি শেষে বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ। দল পাওয়ার দিনই সৈকত সিলেটে ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে ঢাকা। বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে ঢাকা-রংপুর ম্যাচ। দুটি দলই এখন পর্যন্ত বিপিএলে তিনটি করে ম্যাচ খেলেছে। সবকটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে রংপুর পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে ঢাকার পয়েন্ট শূন্য। সাত দলের মধ্যে ৬ নম্বরে রয়েছে শাকিব খানের দল।
বিপিএলে সৈকত এখন পর্যন্ত ৮৭ ম্যাচে করেছেন ১২৮৭ রান। গড় ২৪.৭৫ ও স্ট্রাইকরেট ১১১.২৩। ফিফটি করেছেন দুটি। ৭.৯০ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। এবারেরটাসহ বিপিএলে ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটস ও ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সৈকত সবশেষ খেলেছেন ২৪ ডিসেম্বর। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে ঢাকা মহানগরের জার্সিতে খেলেছেন তিনি। তবে ফাইনালে তাঁর দল রংপুরের কাছে হেরে হয়েছিল রানার্সআপ।
আরও পড়ুন:
আইপিএলে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরের পর্দা উঠছে তাই তাদের ম্যাচ দিয়ে। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে আগামী ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। শুরুর মতো আইপিএলের ফাইনাল ম্যাচটিও (২৫ মে) পড়েছে ইডেন গার্ডেনসে। এর আগে দুবারই (২০১৩ ও ২০১৫) আইপিএলের ফাইন
৬ ঘণ্টা আগেনতুন অনুশীলন জার্সিতে দেশে ও দুবাইয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। চ্যাম্পিয়নস ট্রফির মূল ম্যাচের আগে কাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ এই টুর্নামেন্টের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
৮ ঘণ্টা আগে২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে পাকিস্তানকে জেতাতে দারুণ অবদান রাখেন মোহাম্মদ আমির। তবে ৮ বছর পর যখন আবার ফিরছে আইসিসির এই ইভেন্ট, তখন তিনি শুধুই দর্শক। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন।
১১ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার ঘোষণা দিয়েছিলেন নারী দলের ১৮ ফুটবলার। অবশেষে বিদ্রোহের অবসান ঘটিয়েছেন তাঁরা। রাজি হয়েছেন অনুশীলনে ফিরতে ৷ এমনটাই জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
১১ ঘণ্টা আগে