নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর শেরেবাংলার উইকেট আজ ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষা নিয়েছে। নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৭ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশও। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারটা বাগিয়ে নিয়েছেন সাকিব। ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন ছিল আজকের উইকেট। আমরা ভালো জায়গায় বল করতে পেরেছি। আর নিউজিল্যান্ডের যেহেতু এই কন্ডিশনে খেলার সেরকম অভিজ্ঞতা ছিল না, স্বাভাবিকভাবে তারা বেশি সংগ্রাম করেছে।’
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে নামার পর থেকেই কিউই ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন সাকিবরা। নিজে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পরে দল যখন বিপদে, তখন খেলেছেন ২৫ রানের ইনিংস।
ম্যাচসেরা সাকিব জানিয়েছেন মিরপুরের কঠিন কন্ডিশনে রান বের করার উপায়, ‘এই কন্ডিশনে গুরুত্বপূর্ণ হচ্ছে যত বেশি সিঙেল বের করা ও রানিং বিটুইন দ্য উইকেট। এখানে বাউন্ডারি মারাটা খুবই কঠিন। তাই ইতিবাচক মানসিকতায় থেকে সিঙেল ও ডাবল নিলে চাপ কমে যায়। তারপর উইকেটে সেট হয়ে গেলে, একটা দুইটা বাজে বল পেলে রান করা কিছুটা সহজ হয়ে যায়। যেটাই বলি ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন কন্ডিশন।’
অন্যদের মতো সাকিবকেও অনুপ্রেরণা দেয় নানা রেকর্ড আর মাইলফলক। তবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়, ‘যে কোনো অর্জন ভালো লাগে। তবে ব্যক্তিগত অর্জন, কী করছি না করছি সেগুলোতে বেশি ফোকাস থাকে না। সবাই যখন বলে রেকর্ড হবে, মাইলফলক সামনে তখন ভালো লাগে।’
টানা ম্যাচ জয় বিশ্বকাপে দলকে জিততে অনুপ্রেরণা জোগাবে মানছেন সাকিবও। মনে করিয়ে দিলেন ২০০৭ বিশ্বকাপের আগের পরিস্থিতি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ম্যাচ জিতেছি। এটা বিশ্বকাপের জন্য খুবই ভালো। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপে যখন আমরা ভালো করেছি, তার আগে অনেকগুলো ম্যাচ জিতেছিলাম। বিশেষ করে ওয়ানডেতে। সেটা বিশ্বকাপে ভালো করতে আমাদের অনেক সহযোগিতা করেছিল। এই জয়গুলোও তেমনি বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাস জোগাবে।’
নিউজিল্যান্ডকে এর আগে দুইবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন সাকিব–মাহমুদউল্লাহরা। কিন্তু সেগুলো সবই ওয়ানডেতে। দলটির বিপক্ষে আজকের আগে টি–টোয়েন্টিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই তাই উচ্ছ্বসিত সাকিব, ‘সিরিজের প্রথম ম্যাচ জিততে পারায় খুবই ভালো লাগছে। কারণ আমরা কখনো নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে জিতিনি।’

মিরপুর শেরেবাংলার উইকেট আজ ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষা নিয়েছে। নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৭ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশও। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারটা বাগিয়ে নিয়েছেন সাকিব। ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন ছিল আজকের উইকেট। আমরা ভালো জায়গায় বল করতে পেরেছি। আর নিউজিল্যান্ডের যেহেতু এই কন্ডিশনে খেলার সেরকম অভিজ্ঞতা ছিল না, স্বাভাবিকভাবে তারা বেশি সংগ্রাম করেছে।’
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে নামার পর থেকেই কিউই ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন সাকিবরা। নিজে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পরে দল যখন বিপদে, তখন খেলেছেন ২৫ রানের ইনিংস।
ম্যাচসেরা সাকিব জানিয়েছেন মিরপুরের কঠিন কন্ডিশনে রান বের করার উপায়, ‘এই কন্ডিশনে গুরুত্বপূর্ণ হচ্ছে যত বেশি সিঙেল বের করা ও রানিং বিটুইন দ্য উইকেট। এখানে বাউন্ডারি মারাটা খুবই কঠিন। তাই ইতিবাচক মানসিকতায় থেকে সিঙেল ও ডাবল নিলে চাপ কমে যায়। তারপর উইকেটে সেট হয়ে গেলে, একটা দুইটা বাজে বল পেলে রান করা কিছুটা সহজ হয়ে যায়। যেটাই বলি ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন কন্ডিশন।’
অন্যদের মতো সাকিবকেও অনুপ্রেরণা দেয় নানা রেকর্ড আর মাইলফলক। তবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়, ‘যে কোনো অর্জন ভালো লাগে। তবে ব্যক্তিগত অর্জন, কী করছি না করছি সেগুলোতে বেশি ফোকাস থাকে না। সবাই যখন বলে রেকর্ড হবে, মাইলফলক সামনে তখন ভালো লাগে।’
টানা ম্যাচ জয় বিশ্বকাপে দলকে জিততে অনুপ্রেরণা জোগাবে মানছেন সাকিবও। মনে করিয়ে দিলেন ২০০৭ বিশ্বকাপের আগের পরিস্থিতি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ম্যাচ জিতেছি। এটা বিশ্বকাপের জন্য খুবই ভালো। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপে যখন আমরা ভালো করেছি, তার আগে অনেকগুলো ম্যাচ জিতেছিলাম। বিশেষ করে ওয়ানডেতে। সেটা বিশ্বকাপে ভালো করতে আমাদের অনেক সহযোগিতা করেছিল। এই জয়গুলোও তেমনি বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাস জোগাবে।’
নিউজিল্যান্ডকে এর আগে দুইবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন সাকিব–মাহমুদউল্লাহরা। কিন্তু সেগুলো সবই ওয়ানডেতে। দলটির বিপক্ষে আজকের আগে টি–টোয়েন্টিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই তাই উচ্ছ্বসিত সাকিব, ‘সিরিজের প্রথম ম্যাচ জিততে পারায় খুবই ভালো লাগছে। কারণ আমরা কখনো নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে জিতিনি।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে