
ক্যানবেরার মানুকা ওভালে নারী অ্যাশেজের একমাত্র টেস্টের শেষ দিনে দারুণ রোমাঞ্চ ছড়াল। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত ড্র করল ইংল্যান্ড।
জয়ের পথে থাকা ইংলিশরা শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে। দিনের খেলা ২ ওভার বাকি থাকতে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৩ রান। কিন্তু হাতে ১ উইকেট থাকায় কোনো ঝুঁকি না নিয়ে ড্রয়ের পথ বেছে নেন ইংলিশ মেয়েরা।
টেস্টের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ছিল ২৫৭ রান। হাতে ছিল ৪৮ ওভার। শেষ দিনে কাজটা মোটেও সহজ ছিল না ইংলিশদের জন্য। তবু ওভার প্রতি ৫.১০ গড়ে রান তুলে জয়ের পথে ছিল তারা। ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ফেলে ২৩২ রান। শেষ ৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য দরকার ছিল ২৫ রান।
কিন্তু পরের ৩ ওভারে ইংল্যান্ড আরও ৪ উইকেট হারালে বদলে যায় ম্যাচের ছবি। উল্টো চাপে পড়ে যায় ইংল্যান্ড। শেষ ২ ওভারে ১ উইকেট নিয়ে ইংলিশদের প্রয়োজন পড়ে ১৩ রান। জয়ের জন্য অস্ট্রেলিয়া তখন চারদিক থেকে চেপে ধরে। জেতার অবস্থায় থাকা ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করে ইংল্যান্ড।
এর আগে প্রথম তিন দিন এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২ রান। শেষ দিনে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২১৬ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। চরম নাটকীয়তায় ঠাসা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ২৪৫ রানে। সব মিলিয়ে টেস্টের এক দিনে ওঠে ৪৪৯ রান। টেস্ট ইতিহাসেই যা অন্যতম আলোচিত এক ঘটনা।

ক্যানবেরার মানুকা ওভালে নারী অ্যাশেজের একমাত্র টেস্টের শেষ দিনে দারুণ রোমাঞ্চ ছড়াল। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত ড্র করল ইংল্যান্ড।
জয়ের পথে থাকা ইংলিশরা শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে। দিনের খেলা ২ ওভার বাকি থাকতে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৩ রান। কিন্তু হাতে ১ উইকেট থাকায় কোনো ঝুঁকি না নিয়ে ড্রয়ের পথ বেছে নেন ইংলিশ মেয়েরা।
টেস্টের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ছিল ২৫৭ রান। হাতে ছিল ৪৮ ওভার। শেষ দিনে কাজটা মোটেও সহজ ছিল না ইংলিশদের জন্য। তবু ওভার প্রতি ৫.১০ গড়ে রান তুলে জয়ের পথে ছিল তারা। ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ফেলে ২৩২ রান। শেষ ৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য দরকার ছিল ২৫ রান।
কিন্তু পরের ৩ ওভারে ইংল্যান্ড আরও ৪ উইকেট হারালে বদলে যায় ম্যাচের ছবি। উল্টো চাপে পড়ে যায় ইংল্যান্ড। শেষ ২ ওভারে ১ উইকেট নিয়ে ইংলিশদের প্রয়োজন পড়ে ১৩ রান। জয়ের জন্য অস্ট্রেলিয়া তখন চারদিক থেকে চেপে ধরে। জেতার অবস্থায় থাকা ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করে ইংল্যান্ড।
এর আগে প্রথম তিন দিন এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২ রান। শেষ দিনে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২১৬ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। চরম নাটকীয়তায় ঠাসা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ২৪৫ রানে। সব মিলিয়ে টেস্টের এক দিনে ওঠে ৪৪৯ রান। টেস্ট ইতিহাসেই যা অন্যতম আলোচিত এক ঘটনা।

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
২ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৩ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৫ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৫ ঘণ্টা আগে