
প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বাংলাদেশ অনেক দিন ধরে আশানুরূপ স্কোর করতে পারছে না। ভেন্যু, প্রতিপক্ষ বদলালেও বাংলাদেশের চিত্রটা থেকে গেছে একই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশ কোনোরকমে ১৫০ পেরিয়েছে।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে আন্তর্জাতিক ক্রিকেটে আজ প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করেছে বাংলাদেশ।
প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ৪ রান। দলীয় ১১ রানেই ভেঙে যেতে পারত বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আলী খানের হাফ ভলি বল কাট করতে যান লিটন। তবে উইকেটরক্ষক মোনাঙ্ক প্যাটেল ক্যাচ ধরতে পারেননি। প্রথমবার জীবন পেয়ে তৃতীয় ওভারের তৃতীয় বলে লিটন ছক্কা মারেন সৌরভ নেত্রাভালকারকে। পরের বলে সৌম্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে লিটন আউট হতে বসেছিলেন। স্ট্রাইক প্রান্তে যুক্তরাষ্ট্র ফিল্ডারের সরাসরি থ্রো কাজে লাগেনি। এই সুযোগে ১ রান নিয়েছেন লিটন।
দুইবার জীবন পাওয়া লিটন আবার চার মেরেছেন। চতুর্থ ওভারের তৃতীয় বলে এবার তিনি চার মেরেছেন আলীকে। বাউন্ডারি মারার পর ইনিংস আর বড় করতে পারেননি। পঞ্চম ওভারের তৃতীয় বলে লিটনকে এলবিডব্লুর ফাদে ফেলেন জাসদীপ সং। ১৫ বলে ১টি করে চার ও ছক্কায় করেছেন ১৪ রান। বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৩.৪ ওভারে ১ উইকেটে ৩৪ রান। ৩৪ রানেই বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট। ষষ্ঠ ওভারের প্রথম বলে স্টিভেন টেইলরকে স্লগ সুইপ করতে যান সৌম্য। ডিপ স্কয়ার লেগে ক্যাচ ধরেন নিতিশ কুমার। ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারলেন না সৌম্য। ১৩ বলে ৩ চারে করেছেন ২০ রান। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৩৭ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতে আবারও উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম ওভারের তৃতীয় বলে নাজমুল হোসেন শান্তকে স্টাম্পিংয়ের ফাদে ফেলেন টেইলর। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব রানের জন্য সংগ্রাম করতে থাকেন। ১২ ওভারের দ্বিতীয় বলে রানআউটের ফাদে কাটা পড়েছেন সাকিব। হারমিত সিংকে কাভারে ঠেলেন হৃদয়। হৃদয়ের ডাকে সাড়া না দিয়ে নন স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়েছেন সাকিব। দুজনই মাঝপথে দাঁড়িয়ে যান। তাতে বাংলাদেশের স্কোর হয়েছে ১১.২ ওভারে ৪ উইকেটে ৬৮ রান। ১২ বলে ৬ রান করে আউট হন সাকিব।
সাকিবের বিদায়ের পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়তে নেমেই চড়াও হয়েছেন হৃদয়। ১৩ তম ওভারে বোলিংয়ে আসা জাসদীপের ওভার থেকে বাংলাদেশ নিয়েছে ১৬ রান। যেখানে হৃদয় একাই নিয়েছেন ১৫ রান। ওভারের প্রথম ও তৃতীয় বলে দুটি ছক্কা মেরেছেন তিনি। যদিও এমন আক্রমণাত্মক ব্যাটিং পরে আর সেভাবে দেখা যায়নি হৃদয়-মাহমুদউল্লাহর জুটিতে। ষষ্ঠ উইকেটে তাঁদের (হৃদয়-মাহমুদউল্লাহ) জুটিতে এসেছে ৪৭ বলে ৬৭ রান। ১৯ তম ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহকে ফেরান নেত্রাভালকার। ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন মাহমুদউল্লাহ।
শেষ ওভারের ঝড়ে অবশ্য মূলত ১৫০ পেরোয় বাংলাদেশ। আলীর ওভার থেকে সফরকারীরা নিয়েছে ১৭ রান। জাকের মেরেছেন ২ চার। ১ চার মেরেছেন হৃদয়। ইনিংসের শেষ বলে হৃদয়কে ফেরান আলী। বাংলাদেশের ১৫৩ রানের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করেছেন হৃদয়। ৪৭ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৫৮ রান।

প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বাংলাদেশ অনেক দিন ধরে আশানুরূপ স্কোর করতে পারছে না। ভেন্যু, প্রতিপক্ষ বদলালেও বাংলাদেশের চিত্রটা থেকে গেছে একই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশ কোনোরকমে ১৫০ পেরিয়েছে।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে আন্তর্জাতিক ক্রিকেটে আজ প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করেছে বাংলাদেশ।
প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ৪ রান। দলীয় ১১ রানেই ভেঙে যেতে পারত বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আলী খানের হাফ ভলি বল কাট করতে যান লিটন। তবে উইকেটরক্ষক মোনাঙ্ক প্যাটেল ক্যাচ ধরতে পারেননি। প্রথমবার জীবন পেয়ে তৃতীয় ওভারের তৃতীয় বলে লিটন ছক্কা মারেন সৌরভ নেত্রাভালকারকে। পরের বলে সৌম্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে লিটন আউট হতে বসেছিলেন। স্ট্রাইক প্রান্তে যুক্তরাষ্ট্র ফিল্ডারের সরাসরি থ্রো কাজে লাগেনি। এই সুযোগে ১ রান নিয়েছেন লিটন।
দুইবার জীবন পাওয়া লিটন আবার চার মেরেছেন। চতুর্থ ওভারের তৃতীয় বলে এবার তিনি চার মেরেছেন আলীকে। বাউন্ডারি মারার পর ইনিংস আর বড় করতে পারেননি। পঞ্চম ওভারের তৃতীয় বলে লিটনকে এলবিডব্লুর ফাদে ফেলেন জাসদীপ সং। ১৫ বলে ১টি করে চার ও ছক্কায় করেছেন ১৪ রান। বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৩.৪ ওভারে ১ উইকেটে ৩৪ রান। ৩৪ রানেই বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট। ষষ্ঠ ওভারের প্রথম বলে স্টিভেন টেইলরকে স্লগ সুইপ করতে যান সৌম্য। ডিপ স্কয়ার লেগে ক্যাচ ধরেন নিতিশ কুমার। ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারলেন না সৌম্য। ১৩ বলে ৩ চারে করেছেন ২০ রান। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৩৭ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতে আবারও উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম ওভারের তৃতীয় বলে নাজমুল হোসেন শান্তকে স্টাম্পিংয়ের ফাদে ফেলেন টেইলর। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব রানের জন্য সংগ্রাম করতে থাকেন। ১২ ওভারের দ্বিতীয় বলে রানআউটের ফাদে কাটা পড়েছেন সাকিব। হারমিত সিংকে কাভারে ঠেলেন হৃদয়। হৃদয়ের ডাকে সাড়া না দিয়ে নন স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়েছেন সাকিব। দুজনই মাঝপথে দাঁড়িয়ে যান। তাতে বাংলাদেশের স্কোর হয়েছে ১১.২ ওভারে ৪ উইকেটে ৬৮ রান। ১২ বলে ৬ রান করে আউট হন সাকিব।
সাকিবের বিদায়ের পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়তে নেমেই চড়াও হয়েছেন হৃদয়। ১৩ তম ওভারে বোলিংয়ে আসা জাসদীপের ওভার থেকে বাংলাদেশ নিয়েছে ১৬ রান। যেখানে হৃদয় একাই নিয়েছেন ১৫ রান। ওভারের প্রথম ও তৃতীয় বলে দুটি ছক্কা মেরেছেন তিনি। যদিও এমন আক্রমণাত্মক ব্যাটিং পরে আর সেভাবে দেখা যায়নি হৃদয়-মাহমুদউল্লাহর জুটিতে। ষষ্ঠ উইকেটে তাঁদের (হৃদয়-মাহমুদউল্লাহ) জুটিতে এসেছে ৪৭ বলে ৬৭ রান। ১৯ তম ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহকে ফেরান নেত্রাভালকার। ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন মাহমুদউল্লাহ।
শেষ ওভারের ঝড়ে অবশ্য মূলত ১৫০ পেরোয় বাংলাদেশ। আলীর ওভার থেকে সফরকারীরা নিয়েছে ১৭ রান। জাকের মেরেছেন ২ চার। ১ চার মেরেছেন হৃদয়। ইনিংসের শেষ বলে হৃদয়কে ফেরান আলী। বাংলাদেশের ১৫৩ রানের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করেছেন হৃদয়। ৪৭ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৫৮ রান।

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন, এই প্রশ্ন এখন সবার মনে। বিষয়টি নিয়ে আগেও একাধিকবার কথা বলতে দেখা গেছে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে। এলএমটেনকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আরও একবার একই কথা শোনা গেল বিশ্বকাপ জয়ী কোচের কণ্ঠে।
৯ মিনিট আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এ সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা, আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১ ঘণ্টা আগে
সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলকে ‘ড্যাডস আর্মি’ বলে কটাক্ষ করেছিল ইংলিশ মিডিয়া ও ইংল্যান্ডের সমর্থকেরা। শেষ পর্যন্ত ‘ড্যাড’দের অভিজ্ঞতারই জয় হয়েছে মাত্রই শেষ হওয়া অ্যাশেজে।
১ ঘণ্টা আগে
টানা হারের বৃত্তে আটকে থাকা নোয়াখালী এক্সপ্রেস নিজেদের প্রথম জয় পেয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল নবাগত ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৯ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
২ ঘণ্টা আগে