নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপের সূচি পরিবর্তনের ব্যাপারটি স্পষ্টই ছিল। অপেক্ষা ছিল বাংলাদেশের সূচিতে প্রভাব পড়ে কি না এ জন্য। তবে নতুন সূচি প্রকাশ করেছে আজ। সেখান দেখা যায়–তিনটি ম্যাচের সূচি পরিবর্তন হয়েছে বাংলাদেশের। সব মিলিয়ে ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গত জুলাইয়ে বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে সূচি প্রকাশ করেছিল আইসিসি। যেখানে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ১৯ নভেম্বর একই ভেন্যুতেই পর্দা নামবে।
নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তনের কথা কদিন আগেই জানা গেছে। আজ আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে বাবর আজম-বিরাট কোহলিদের ম্যাচটি। তবে খেলা নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে।
এতে বদলে যাচ্ছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের সূচিও। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আফগানদের ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। এখন দিল্লিতে এ দুদলে লড়াই মাঠে গড়াবে একদিন পিছিয়ে ১৫ অক্টোবর। ভারত-পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে আনায় সেদিনের বাংলাদেশের ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। একদিন এগিয়ে চেন্নাইয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দিবারাত্রি ম্যাচটি হবে ১৩ অক্টোবরে।
হায়দরাবাদে ১২ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি দুইদিন এগিয়ে ১০ অক্টোবরে হবে। লখনৌতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ১৩ থেকে একদিন এগিয়ে ১২ অক্টোবরে নেওয়া হয়েছে।
১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের তারিখ ঠিক থাকলেও নতুন সূচিতে বাংলাদেশের ওই ম্যাচ হবে দিবা-রাত্রির পরিবর্তে দিনের আলোয়। ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এগিয়ে আনা হয়েছে ১১ নভেম্বর।
কলকাতা পুলিশের অনুরোধে পরিবর্তন এসেছে পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে। ১২ নভেম্বর পরিবর্তে হবে ১১ নভেম্বর। ভারত-নেদারল্যান্ডস ম্যাচের সূচিতেও বদল এসেছে। ১১ নভেম্বরের বদলে এক দিন পিছিয়ে ওই ম্যাচ ব্যাঙ্গালুরুতে হবে ১২ নভেম্বর।

বিশ্বকাপের সূচি পরিবর্তনের ব্যাপারটি স্পষ্টই ছিল। অপেক্ষা ছিল বাংলাদেশের সূচিতে প্রভাব পড়ে কি না এ জন্য। তবে নতুন সূচি প্রকাশ করেছে আজ। সেখান দেখা যায়–তিনটি ম্যাচের সূচি পরিবর্তন হয়েছে বাংলাদেশের। সব মিলিয়ে ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গত জুলাইয়ে বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে সূচি প্রকাশ করেছিল আইসিসি। যেখানে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ১৯ নভেম্বর একই ভেন্যুতেই পর্দা নামবে।
নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তনের কথা কদিন আগেই জানা গেছে। আজ আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে বাবর আজম-বিরাট কোহলিদের ম্যাচটি। তবে খেলা নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে।
এতে বদলে যাচ্ছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের সূচিও। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আফগানদের ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। এখন দিল্লিতে এ দুদলে লড়াই মাঠে গড়াবে একদিন পিছিয়ে ১৫ অক্টোবর। ভারত-পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে আনায় সেদিনের বাংলাদেশের ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। একদিন এগিয়ে চেন্নাইয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দিবারাত্রি ম্যাচটি হবে ১৩ অক্টোবরে।
হায়দরাবাদে ১২ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি দুইদিন এগিয়ে ১০ অক্টোবরে হবে। লখনৌতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ১৩ থেকে একদিন এগিয়ে ১২ অক্টোবরে নেওয়া হয়েছে।
১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের তারিখ ঠিক থাকলেও নতুন সূচিতে বাংলাদেশের ওই ম্যাচ হবে দিবা-রাত্রির পরিবর্তে দিনের আলোয়। ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এগিয়ে আনা হয়েছে ১১ নভেম্বর।
কলকাতা পুলিশের অনুরোধে পরিবর্তন এসেছে পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে। ১২ নভেম্বর পরিবর্তে হবে ১১ নভেম্বর। ভারত-নেদারল্যান্ডস ম্যাচের সূচিতেও বদল এসেছে। ১১ নভেম্বরের বদলে এক দিন পিছিয়ে ওই ম্যাচ ব্যাঙ্গালুরুতে হবে ১২ নভেম্বর।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে