টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
ক্রীড়া ডেস্ক

ফাইনাল শুরুর আগেই স্টিভ স্মিথ বলেছিলেন, ‘কাগিসো রাবাদার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ অসাধারণ।’ কথাটা যে মিথ্যা বলেননি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার, সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শুরুর দিনই প্রমাণ হয়ে গেল। প্রোটিয়া পেসারদের দাপটে প্রথম ইনিংসে ২১২ রানেই অলআউট টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অজিদের ১০ উইকেটের ৮টিই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। রাবাদাই নিয়েছেন ৫ উইকেট।
লর্ডসে বোলিং তোপে রাবাদা ছাড়িয়ে গেছেন অ্যালান ডোনাল্ডকে (৩৩০)। টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সাবেক পেসারকে টপকে চারে নম্বরে উঠে বসলেন ৩০ বছর বয়সী পেসার। ৭১ টেস্টে ১২৯ ইনিংসে রাবাদার নামের পাশে ৩৩২ উইকেট। ৫ উইকেট নিয়েছেন ১৭ বার।
টস হেরে ব্যাটিংয়ে আসা অস্ট্রেলিয়া ইনিংসের শুরুতেই বিপদে পড়ে। দলীয় ১২ রানে ওপেনার উসমান খাজা (০) ও ১৬ রানে ক্যামেরুন গ্রিনকে (৪) তুলে নেন রাবাদা। এই জোড়া ধাক্কা সামাল দেওয়ার আগেই মার্নাস লাবুশেনকে (১৭) আউট করেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার মার্কো ইয়ানসেন। তখন অস্ট্রেলিয়ার স্কোর—৪৬ /৩!
এমন দুঃস্বপ্নের শুরুর পর অস্ট্রেলিয়ার ইনিংসে দরকার ছিল বড় একটা জুটির। তখন দুই অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড উইকেটে। কিন্তু এই জুটিকেও বেশি সময় টিকতে দেননি প্রোটিয়া পেসাররা। হেডকে (১১) ফিরিয়ে এই জুটি ভাঙেন ইয়ানসেন। ৬৭ রানে ৪ উইকেট খুইয়ে অস্ট্রেলিয়া তখন ঘোর বিপদে।
তারপর বিউ ওয়েবস্টারকে নিয়ে স্মিথের প্রতিরোধ। পঞ্চম উইকেটে ৭৯ রান যোগ করেন তারা। তবে ভয়ংকরর হয়ে ওঠার আগেই এই জুটি ভাঙেন এইডেন মার্করাম ফিরিয়ে দেন স্মিথকে। ১০টি চারে ৬৬ রান করেন স্মিথ। তবে তিনি নন, সর্বোচ্চ স্কোরার ওয়েবস্টার। রাবাদার তৃতীয় শিকার হওয়ার আগে ৭২ রান করেন তিনি। পরে প্যাট কামিন্স (১) ও মিচেল স্টার্ককেও (১) ফিরিয়ে ১৭ বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন রাবাদা। ৩ উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।

ফাইনাল শুরুর আগেই স্টিভ স্মিথ বলেছিলেন, ‘কাগিসো রাবাদার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ অসাধারণ।’ কথাটা যে মিথ্যা বলেননি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার, সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শুরুর দিনই প্রমাণ হয়ে গেল। প্রোটিয়া পেসারদের দাপটে প্রথম ইনিংসে ২১২ রানেই অলআউট টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অজিদের ১০ উইকেটের ৮টিই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। রাবাদাই নিয়েছেন ৫ উইকেট।
লর্ডসে বোলিং তোপে রাবাদা ছাড়িয়ে গেছেন অ্যালান ডোনাল্ডকে (৩৩০)। টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সাবেক পেসারকে টপকে চারে নম্বরে উঠে বসলেন ৩০ বছর বয়সী পেসার। ৭১ টেস্টে ১২৯ ইনিংসে রাবাদার নামের পাশে ৩৩২ উইকেট। ৫ উইকেট নিয়েছেন ১৭ বার।
টস হেরে ব্যাটিংয়ে আসা অস্ট্রেলিয়া ইনিংসের শুরুতেই বিপদে পড়ে। দলীয় ১২ রানে ওপেনার উসমান খাজা (০) ও ১৬ রানে ক্যামেরুন গ্রিনকে (৪) তুলে নেন রাবাদা। এই জোড়া ধাক্কা সামাল দেওয়ার আগেই মার্নাস লাবুশেনকে (১৭) আউট করেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার মার্কো ইয়ানসেন। তখন অস্ট্রেলিয়ার স্কোর—৪৬ /৩!
এমন দুঃস্বপ্নের শুরুর পর অস্ট্রেলিয়ার ইনিংসে দরকার ছিল বড় একটা জুটির। তখন দুই অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড উইকেটে। কিন্তু এই জুটিকেও বেশি সময় টিকতে দেননি প্রোটিয়া পেসাররা। হেডকে (১১) ফিরিয়ে এই জুটি ভাঙেন ইয়ানসেন। ৬৭ রানে ৪ উইকেট খুইয়ে অস্ট্রেলিয়া তখন ঘোর বিপদে।
তারপর বিউ ওয়েবস্টারকে নিয়ে স্মিথের প্রতিরোধ। পঞ্চম উইকেটে ৭৯ রান যোগ করেন তারা। তবে ভয়ংকরর হয়ে ওঠার আগেই এই জুটি ভাঙেন এইডেন মার্করাম ফিরিয়ে দেন স্মিথকে। ১০টি চারে ৬৬ রান করেন স্মিথ। তবে তিনি নন, সর্বোচ্চ স্কোরার ওয়েবস্টার। রাবাদার তৃতীয় শিকার হওয়ার আগে ৭২ রান করেন তিনি। পরে প্যাট কামিন্স (১) ও মিচেল স্টার্ককেও (১) ফিরিয়ে ১৭ বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন রাবাদা। ৩ উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৫ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৬ ঘণ্টা আগে