
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আজ দুপুরে চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের বেশির ভাগ ক্রিকেটারকে ব্যক্তিগত গাড়িতে এলেও একটু ভিন্নভাবে এলেন পেসার হাসান মাহমুদ—তিনি আসেন রাইডশেয়ারিং মোটরসাইকেলে। শান্তর নেতৃত্বর পুরো দল যখন চট্টগ্রামে, তখন দলের স্পিন কোচ মুশতাক আহমেদ ব্যস্ত বিকেএসপিতে ৷
মুশতাক চট্টগ্রামে যাবেন আগামীকাল দুপুরে। চট্টগ্রামে যাওয়ার আগে আজ তাঁর সময় কাটছে বিকেএসপিতে। সেখানে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে ৷ দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ দেখতে মুশতাক গেছেন বিকেএসপিতে ৷ চার নম্বর মাঠে বসেই দেখেছেন ঢাকা মহানগর-রাজশাহী বিভাগের প্রথম দিনের খেলা। বাংলাদেশের জাতীয় দলের কোনো বিদেশি কোচের ঘরোয়া লিগের ম্যাচ, সেটাও আবার প্রথম শ্রেণির ম্যাচ দেখতে যাওয়া একটু বিরলই বলা যায়। ইংলিশ কোচ স্টিভ রোডস একবার ঢাকার লিগ দেখতে গিয়েছিলেন ৷ এর বাইরে বিদেশি কোচদের মাঠে আসার ঘটনা খুব একটা দেখা যায় না।
মুশতাক যখন মাঠে পা রাখেন, তখন রাজশাহী বিভাগের অবস্থা বেশ সংকটময়। ঢাকা মহানগরের পেসার মারুফ মৃধার বোলিং তাপে রাজশাহী মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে। মারুফ একাই নেন ৬ উইকেট, ২২ রানের বিনিময়ে। তাঁর সঙ্গে আনিসুল ইসলাম ও পেসার আবু হায়দার রনি ভাগ করে নেন বাকি ৪ উইকেট। মুশতাক পেসারদের দুর্দান্ত বোলিং দেখলেও তাঁর বিশেষ একটা দৃষ্টি হয়তো স্পিনারদের দিকে ছিল ৷
খেলা শুরুর আগে মাঠের আউটফিল্ড কিছুটা ভেজা থাকায় খেলা রংপুর-ঢাকার মধ্যকার ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। এই সুযোগে মুশতাক জাতীয় দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে কিছুটা সময় দেন। সেন্টার উইকেটের পাশেই রিশাদ হাতে-কলমে টিপস দেওয়ার সঙ্গে কিছু কৌশলগত দিক দেখিয়ে দেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক। এদিকে উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান চট্টগ্রাম টেস্টের দলে থাকলেও এনসিএল খেলতে সিলেটের সঙ্গে আছেন তিনি। ছন্দে ফিরতেই যেন এই সিদ্ধান্ত জাকিরের।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে