Ajker Patrika

বাংলাদেশ চট্টগ্রামে, মুশতাক বিকেএসপিতে

আজকের পত্রিকা ডেস্ক­
বাংলাদেশ চট্টগ্রামে, মুশতাক বিকেএসপিতে
মুশতাক আহমেদ বিকেএসপিতে গেছেন দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৷ ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আজ দুপুরে চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের বেশির ভাগ ক্রিকেটারকে ব্যক্তিগত গাড়িতে এলেও একটু ভিন্নভাবে এলেন পেসার হাসান মাহমুদ—তিনি আসেন রাইডশেয়ারিং মোটরসাইকেলে। শান্তর নেতৃত্বর পুরো দল যখন চট্টগ্রামে, তখন দলের স্পিন কোচ মুশতাক আহমেদ ব্যস্ত বিকেএসপিতে ৷

মুশতাক চট্টগ্রামে যাবেন আগামীকাল দুপুরে। চট্টগ্রামে যাওয়ার আগে আজ তাঁর সময় কাটছে বিকেএসপিতে। সেখানে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে ৷ দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ দেখতে মুশতাক গেছেন বিকেএসপিতে ৷ চার নম্বর মাঠে বসেই দেখেছেন ঢাকা মহানগর-রাজশাহী বিভাগের প্রথম দিনের খেলা। বাংলাদেশের জাতীয় দলের কোনো বিদেশি কোচের ঘরোয়া লিগের ম্যাচ, সেটাও আবার প্রথম শ্রেণির ম্যাচ দেখতে যাওয়া একটু বিরলই বলা যায়। ইংলিশ কোচ স্টিভ রোডস একবার ঢাকার লিগ দেখতে গিয়েছিলেন ৷ এর বাইরে বিদেশি কোচদের মাঠে আসার ঘটনা খুব একটা দেখা যায় না।

মুশতাক যখন মাঠে পা রাখেন, তখন রাজশাহী বিভাগের অবস্থা বেশ সংকটময়। ঢাকা মহানগরের পেসার মারুফ মৃধার বোলিং তাপে রাজশাহী মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে। মারুফ একাই নেন ৬ উইকেট, ২২ রানের বিনিময়ে। তাঁর সঙ্গে আনিসুল ইসলাম ও পেসার আবু হায়দার রনি ভাগ করে নেন বাকি ৪ উইকেট। মুশতাক পেসারদের দুর্দান্ত বোলিং দেখলেও তাঁর বিশেষ একটা দৃষ্টি হয়তো স্পিনারদের দিকে ছিল ৷

খেলা শুরুর আগে মাঠের আউটফিল্ড কিছুটা ভেজা থাকায় খেলা রংপুর-ঢাকার মধ্যকার ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। এই সুযোগে মুশতাক জাতীয় দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে কিছুটা সময় দেন। সেন্টার উইকেটের পাশেই রিশাদ হাতে-কলমে টিপস দেওয়ার সঙ্গে কিছু কৌশলগত দিক দেখিয়ে দেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক। এদিকে উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান চট্টগ্রাম টেস্টের দলে থাকলেও এনসিএল খেলতে সিলেটের সঙ্গে আছেন তিনি। ছন্দে ফিরতেই যেন এই সিদ্ধান্ত জাকিরের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ-৩: বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারে সাবেক বিএনপি নেতা হাবিব

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত