ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অস্ট্রেলিয়া খেলেছে দাপট দেখিয়ে। টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে আটটিতেই জিতেছে অজিরা। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে গতকাল উইন্ডিজ অস্ট্রেলিয়ার ক্যারিবীয় সফর শেষ হলেও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই অজিদের। অস্ট্রেলিয়া এবার সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ সকালে দল ঘোষণা করেছে। দুই সিরিজেই অধিনায়ক মিচেল মার্শ। তাঁর মতো দুই সিরিজের দলেই আছেন ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, নাথান এলিস, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা ও মিচেল ওয়েন। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ওয়েন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৯২.৩০ স্ট্রাইকরেটে করেন ১২৫ রান। ব্যাটিং করেছেন ৪১.৬৭ গড়ে। যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে ফিফটি (৫০) করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পর ফিরছেন ল্যান্স মরিস। ২০২৪ সালে সবশেষ তিনি খেলেছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনটি ওয়ানডেই শুধু খেলেছেন তিনি। তাঁকে প্রোটিয়া সিরিজে ওয়ানডে দলেই রাখা হয়েছে। অন্যদিকে হ্যাজলউড, হেড সবশেষ উইন্ডিজ সিরিজে টেস্ট খেললেও টি-টোয়েন্টি সিরিজে খেলেননি। হ্যাজলউড এক বছর পর ফিরছেন অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটে। হেড এ বছরের মার্চে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে সবশেষ সাদা বলের ক্রিকেটে খেলেছেন। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি দলে থাকলেও ওয়ানডে দলে নেই। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার ওয়ানডে থেকে গত মাসে অবসর নিয়েছেন। ম্যাক্সওয়েলের পাশাপাশি প্রোটিয়া সিরিজে শুধু টি-টোয়েন্টি দলে আছেন টিম ডেভিড, ম্যাথু কুনেমান ও শন অ্যাবট। অন্যদিকে মারনাস লাবুশেন, হ্যাভিয়ের বার্টলেট আছেন শুধু ওয়ানডে সিরিজের দলেই।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এই সিরিজে। ১০ ও ১২ আগস্ট ডারউইনে হবে সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে ১৬ আগস্ট কেয়ার্নসে। ১৯ আগস্ট কেয়ার্নসেই শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২২ ও ২৪ আগস্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু শর্ট, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, নাথান এলিস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
মিচেল মার্শ (অধিনায়ক), বেন ডোয়ারশুইস, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, হাভিয়ের বার্টলেট, ম্যাথু শর্ট, ল্যান্স মরিস, অ্যাডাম জাম্পা, মিচেল ওয়েন, নাথান এলিস, মারনাস লাবুশেন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অস্ট্রেলিয়া খেলেছে দাপট দেখিয়ে। টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে আটটিতেই জিতেছে অজিরা। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে গতকাল উইন্ডিজ অস্ট্রেলিয়ার ক্যারিবীয় সফর শেষ হলেও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই অজিদের। অস্ট্রেলিয়া এবার সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ সকালে দল ঘোষণা করেছে। দুই সিরিজেই অধিনায়ক মিচেল মার্শ। তাঁর মতো দুই সিরিজের দলেই আছেন ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, নাথান এলিস, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা ও মিচেল ওয়েন। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ওয়েন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৯২.৩০ স্ট্রাইকরেটে করেন ১২৫ রান। ব্যাটিং করেছেন ৪১.৬৭ গড়ে। যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে ফিফটি (৫০) করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পর ফিরছেন ল্যান্স মরিস। ২০২৪ সালে সবশেষ তিনি খেলেছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনটি ওয়ানডেই শুধু খেলেছেন তিনি। তাঁকে প্রোটিয়া সিরিজে ওয়ানডে দলেই রাখা হয়েছে। অন্যদিকে হ্যাজলউড, হেড সবশেষ উইন্ডিজ সিরিজে টেস্ট খেললেও টি-টোয়েন্টি সিরিজে খেলেননি। হ্যাজলউড এক বছর পর ফিরছেন অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটে। হেড এ বছরের মার্চে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে সবশেষ সাদা বলের ক্রিকেটে খেলেছেন। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি দলে থাকলেও ওয়ানডে দলে নেই। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার ওয়ানডে থেকে গত মাসে অবসর নিয়েছেন। ম্যাক্সওয়েলের পাশাপাশি প্রোটিয়া সিরিজে শুধু টি-টোয়েন্টি দলে আছেন টিম ডেভিড, ম্যাথু কুনেমান ও শন অ্যাবট। অন্যদিকে মারনাস লাবুশেন, হ্যাভিয়ের বার্টলেট আছেন শুধু ওয়ানডে সিরিজের দলেই।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এই সিরিজে। ১০ ও ১২ আগস্ট ডারউইনে হবে সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে ১৬ আগস্ট কেয়ার্নসে। ১৯ আগস্ট কেয়ার্নসেই শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২২ ও ২৪ আগস্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু শর্ট, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, নাথান এলিস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
মিচেল মার্শ (অধিনায়ক), বেন ডোয়ারশুইস, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, হাভিয়ের বার্টলেট, ম্যাথু শর্ট, ল্যান্স মরিস, অ্যাডাম জাম্পা, মিচেল ওয়েন, নাথান এলিস, মারনাস লাবুশেন

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
২৪ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৩৮ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে