
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর থেকেই উরুগুয়ের মালদোনাদোয় বসবাস করছেন এজেকিয়েল লাভেজ্জি। সেখানেই গতকাল পার্টির এক আয়োজন করেছিলেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড। কিন্তু পরিবারের সঙ্গে আনন্দ নিতে গিয়ে এখন হাসপাতালে তিনি।
পরিবারেরই কোনো একজন সদস্য লাভেজ্জিকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন ও টিওয়াইসি স্পোর্টস। টিওয়াইসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোরে পরিববারের সঙ্গে পার্টি করছিলেন লাভেজ্জি। সঙ্গে তাঁর প্রেমিকাও ছিলেন। এ সময়ই কেউ একজন তাঁকে ছুরিকাঘাত করে।
এতে পেট ও কলারবোন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। জরুরি সেবা সংস্থার সহায়তায় পরে লাভেজ্জিকে দ্রুত মালোদনাদোর কান্তেগ্রিল সানাতোরিয়াম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাসেবা নিচ্ছেন তিনি। পরিবারের কেউ একজন তাঁকে ছুরিকাঘাত করার যে অভিযোগ উঠেছে, তা ঠিক নয় বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোর বাতি পরিবর্তন করতে গিয়ে মই থেকে পড়ে আহত নন লাভেজ্জি।
লাভেজ্জি ছুরিকাঘাতে আহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশও। পুলিশ জানিয়েছে, এখনো আঘাতের বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষও কিছু জানায়নি।
২০১৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে আর্জেন্টিনার হয়ে ৫১ ম্যাচ খেলে ৯ গোল করেছেন লাভেজ্জি। এ সময় লিওনেল মেসি, আনহেল দি মারিয়ার সঙ্গে ২০১৪ বিশ্বকাপের ফাইনালসহ পরপর কোপা আমেরিকার দুটি ফাইনালে খেলেছিলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু কোনোবারই সাফল্য ধরা দেয়নি। প্রতিবারই হতাশ হতে হয়েছে তাঁকে।
সর্বশেষ ২০১৭ বিশ্বকাপ বাছাইয়ে আলবিসেলেস্তাদের স্কোয়াডে ছিলেন লাভেজ্জি। যদিও ম্যাচে নামা হয়নি তাঁর। ক্লাব ফুটবলে ২০০৭ সালে ডিয়েগো ম্যারাডোনার ক্লাব নাপোলিতে যোগ দেন। সেখানে কয়েক মৌসুমে কাটিয়ে পিএসজিতেও খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনে খেলে অবসর নেন তিনি।

পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর থেকেই উরুগুয়ের মালদোনাদোয় বসবাস করছেন এজেকিয়েল লাভেজ্জি। সেখানেই গতকাল পার্টির এক আয়োজন করেছিলেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড। কিন্তু পরিবারের সঙ্গে আনন্দ নিতে গিয়ে এখন হাসপাতালে তিনি।
পরিবারেরই কোনো একজন সদস্য লাভেজ্জিকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন ও টিওয়াইসি স্পোর্টস। টিওয়াইসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোরে পরিববারের সঙ্গে পার্টি করছিলেন লাভেজ্জি। সঙ্গে তাঁর প্রেমিকাও ছিলেন। এ সময়ই কেউ একজন তাঁকে ছুরিকাঘাত করে।
এতে পেট ও কলারবোন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। জরুরি সেবা সংস্থার সহায়তায় পরে লাভেজ্জিকে দ্রুত মালোদনাদোর কান্তেগ্রিল সানাতোরিয়াম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাসেবা নিচ্ছেন তিনি। পরিবারের কেউ একজন তাঁকে ছুরিকাঘাত করার যে অভিযোগ উঠেছে, তা ঠিক নয় বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোর বাতি পরিবর্তন করতে গিয়ে মই থেকে পড়ে আহত নন লাভেজ্জি।
লাভেজ্জি ছুরিকাঘাতে আহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশও। পুলিশ জানিয়েছে, এখনো আঘাতের বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষও কিছু জানায়নি।
২০১৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে আর্জেন্টিনার হয়ে ৫১ ম্যাচ খেলে ৯ গোল করেছেন লাভেজ্জি। এ সময় লিওনেল মেসি, আনহেল দি মারিয়ার সঙ্গে ২০১৪ বিশ্বকাপের ফাইনালসহ পরপর কোপা আমেরিকার দুটি ফাইনালে খেলেছিলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু কোনোবারই সাফল্য ধরা দেয়নি। প্রতিবারই হতাশ হতে হয়েছে তাঁকে।
সর্বশেষ ২০১৭ বিশ্বকাপ বাছাইয়ে আলবিসেলেস্তাদের স্কোয়াডে ছিলেন লাভেজ্জি। যদিও ম্যাচে নামা হয়নি তাঁর। ক্লাব ফুটবলে ২০০৭ সালে ডিয়েগো ম্যারাডোনার ক্লাব নাপোলিতে যোগ দেন। সেখানে কয়েক মৌসুমে কাটিয়ে পিএসজিতেও খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনে খেলে অবসর নেন তিনি।

২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
১৫ মিনিট আগে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ ঘণ্টা আগে