
দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও এই সংস্করণে এখনো বিশ্বকাপ জেতা হয়নি তাদের। দুবাইয়ে আগামী রোববার প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল। তবে এবারের বিশ্বকাপে খুব একটা গোনায় ছিল না অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের আগে টানা পাঁচটি সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। এর মধ্যে এ বছরই তিনটি। আগস্টে বাংলাদেশের বিপক্ষে হেরে বিশ্বকাপ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল ফিঞ্চের দল। এই দুই সফর থেকে পাওয়া শিক্ষাই বিশ্বকাপে কাজে লেগেছে বলে জানালেন জাস্টিন ল্যাঙ্গার।
ল্যাঙ্গার বলেছেন, ‘স্কোয়াডের ওপর আমাদের অনেক বেশি আস্থা ছিল। একই সঙ্গে বিশ্বকাপের জন্য যে প্রস্তুতি নিয়েছি সেটার ওপরও বিশ্বাস ছিল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর ছিল আমাদের জন্য অনেক বড় শিক্ষা। দুটি সফর থেকেই আমাদের দলের গভীরতা অনেক বেশি বেড়েছে।’ এই অস্ট্রেলিয়া কোচ মনে করেন, বিশ্বকাপের আগে যে বাজে পরিস্থিতি গেছে, সেটা থেকে উত্তরণের রাস্তা খুঁজে পেয়েছেন তাঁরা।
নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে লাল বলের পেসার জশ হ্যাজেলউড টি-টোয়েন্টিতে নিয়মিত খেলেছেন। একই কারণে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে খেলানো হয় মিচেল মার্শকে। ল্যাঙ্গার জানিয়েছেন, হ্যাজেলউড বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সফর থেকে দারুণ ম্যাচ প্র্যাকটিস করেছেন। বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। একই সঙ্গে অলরাউন্ডার মার্শ নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন।

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও এই সংস্করণে এখনো বিশ্বকাপ জেতা হয়নি তাদের। দুবাইয়ে আগামী রোববার প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল। তবে এবারের বিশ্বকাপে খুব একটা গোনায় ছিল না অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের আগে টানা পাঁচটি সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। এর মধ্যে এ বছরই তিনটি। আগস্টে বাংলাদেশের বিপক্ষে হেরে বিশ্বকাপ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল ফিঞ্চের দল। এই দুই সফর থেকে পাওয়া শিক্ষাই বিশ্বকাপে কাজে লেগেছে বলে জানালেন জাস্টিন ল্যাঙ্গার।
ল্যাঙ্গার বলেছেন, ‘স্কোয়াডের ওপর আমাদের অনেক বেশি আস্থা ছিল। একই সঙ্গে বিশ্বকাপের জন্য যে প্রস্তুতি নিয়েছি সেটার ওপরও বিশ্বাস ছিল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর ছিল আমাদের জন্য অনেক বড় শিক্ষা। দুটি সফর থেকেই আমাদের দলের গভীরতা অনেক বেশি বেড়েছে।’ এই অস্ট্রেলিয়া কোচ মনে করেন, বিশ্বকাপের আগে যে বাজে পরিস্থিতি গেছে, সেটা থেকে উত্তরণের রাস্তা খুঁজে পেয়েছেন তাঁরা।
নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে লাল বলের পেসার জশ হ্যাজেলউড টি-টোয়েন্টিতে নিয়মিত খেলেছেন। একই কারণে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে খেলানো হয় মিচেল মার্শকে। ল্যাঙ্গার জানিয়েছেন, হ্যাজেলউড বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সফর থেকে দারুণ ম্যাচ প্র্যাকটিস করেছেন। বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। একই সঙ্গে অলরাউন্ডার মার্শ নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৫ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১০ ঘণ্টা আগে