Ajker Patrika

শেষের ঝড়ে পাকিস্তানের রানের পাহাড় 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০: ৩৬
শেষের ঝড়ে পাকিস্তানের রানের পাহাড় 

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। সুপার ফোরে যেতে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাবর আজমের দলের। হংকংও নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি। দুই দলের জন্যই আজকের ম্যাচটা বাঁচা-মরার। এমন ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে হংকংকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে হংকংকে করতে হবে ১৯৪ রান। হারলেই এশিয়া কাপকে বিদায় জানাতে হবে যেকোনো এক দলকে। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেন হংকং অধিনায়ক নিজাকাত খান। ইনিংসের শুরুতে অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন হংকং বোলার এহসান খান। ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক বাবরকে। অফ স্পিনার এহসানের হাতে ফিরতি ক্যাচে ৯ রানে ফেরেন তিনি। 

দ্রুত প্রথম উইকেট হারানোর পর পাকিস্তানকে পথ হারাতে দেননি রিজওয়ান খান ও ফখর জামান। তিনে নামা ফখরের সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন রিজওয়ান। এই জুটি ভাঙে ফখরের বিদায়ে। এহসানকে তুলে মারতে গিয়ে পয়েন্টে আইজাজ খানের হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে অবশ্য ৫৩ রানের ইনিংসে দলকে ভালো একটা অবস্থানে রেখে যান ফখর। তাঁর ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ২ ছক্কায়। 

পাকিস্তানের রান তখন ২ উইকেটে ১২৯। এরপর পাকিস্তান যে ১৯৩ রানে থেমেছে, সেটার বড় অবদান খুশদিল শাহর। ১৫ বলে ৩৫ রান করেন খুশদিল। ইনিংসে ছক্কার মার ৫টি। এর মধ্যে শেষ ওভারেই ৪টি, শেষ তিন বলে ৩টি। এক প্রান্তে অবিচলই থেকে যান রিজওয়ান। ৫৭ বলে ৭৮ রান করেন তিনি। ৬টি চার ও ১টি ছক্কা ছিল তাঁর ইনিংসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত