
কদিন আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। এই সিরিজটি নিয়ে অর্জুনা রানাতুঙ্গার মতো সাবেকদের তোপের মুখে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। ভারতের দ্বিতীয় সারির দল হলেও এই সিরিজ থেকে মোটা অঙ্কের লভ্যাংশই পেয়েছে এসএলসি।
তিন ম্যাচের এই সিরিজ থেকে ১৪.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০) আয় করেছে এসএলসি। কলম্বো ভিত্তিক ইংরেজি দৈনিক ‘ডেইলি এফটিকে’ বিষয়টি জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা। টি-টোয়েন্টি সিরিজের আগে অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর পেছনে খেলোয়াড়দের কর্তৃত্ব দিতে ভোলেননি ডি সিলভা।
ভারতের এই সফরে প্রথমে শুধুই তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এসএলসির সম্মতিতে তিনটি টি-টোয়েন্টি যোগ করা হয়। করোনার এই কঠিন সময়ে সফর করে যাওয়ায় বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ডি সিলভা।
বিসিসিআইয়ের আন্তরিকতা ছাড়া সফরটা সফলভাবে শেষ কঠিন হতো বলে জানান ডি সিলভা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই সচিব আরও বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে বাড়তি তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয়। টি-টোয়েন্টি যোগ করার লক্ষ্য ছিল যাতে আর্থিকভাবে শ্রীলঙ্কান বোর্ড লাভবান হতে পারে। বিসিসিআই আমাদের প্রস্তাবে না করেনি। সম্প্রচারসহ বাকি সব স্বত্ব মিলিয়ে এই সিরিজ থেকে আয় হয়েছে ১৪.৫ মিলিয়ন ডলার।’

কদিন আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। এই সিরিজটি নিয়ে অর্জুনা রানাতুঙ্গার মতো সাবেকদের তোপের মুখে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। ভারতের দ্বিতীয় সারির দল হলেও এই সিরিজ থেকে মোটা অঙ্কের লভ্যাংশই পেয়েছে এসএলসি।
তিন ম্যাচের এই সিরিজ থেকে ১৪.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০) আয় করেছে এসএলসি। কলম্বো ভিত্তিক ইংরেজি দৈনিক ‘ডেইলি এফটিকে’ বিষয়টি জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা। টি-টোয়েন্টি সিরিজের আগে অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর পেছনে খেলোয়াড়দের কর্তৃত্ব দিতে ভোলেননি ডি সিলভা।
ভারতের এই সফরে প্রথমে শুধুই তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এসএলসির সম্মতিতে তিনটি টি-টোয়েন্টি যোগ করা হয়। করোনার এই কঠিন সময়ে সফর করে যাওয়ায় বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ডি সিলভা।
বিসিসিআইয়ের আন্তরিকতা ছাড়া সফরটা সফলভাবে শেষ কঠিন হতো বলে জানান ডি সিলভা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই সচিব আরও বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে বাড়তি তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয়। টি-টোয়েন্টি যোগ করার লক্ষ্য ছিল যাতে আর্থিকভাবে শ্রীলঙ্কান বোর্ড লাভবান হতে পারে। বিসিসিআই আমাদের প্রস্তাবে না করেনি। সম্প্রচারসহ বাকি সব স্বত্ব মিলিয়ে এই সিরিজ থেকে আয় হয়েছে ১৪.৫ মিলিয়ন ডলার।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে