
২০২৩ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। টানা চার ম্যাচ জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ইংল্যান্ডের অবস্থা বিপরীত। টানা চার ম্যাচ হেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। পয়েন্ট তালিকার ৯ নম্বরে থাকা ইংল্যান্ডের জন্য ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আগের ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ইংলিশরা। দুই লেগ স্পিনার আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোনের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মঈন আলি। যার মধ্যে মঈন, লিভিংস্টোন অলরাউন্ডার। পেস আক্রমণে আছেন ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের একাদশে দুই পরিবর্তন এনেছে। মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল আগেই বাদ পড়েছেন ইংল্যান্ড ম্যাচের একাদশ থেকে। এই দুই অলরাউন্ডারের পরিবর্তে এসেছেন দুই পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন। স্টয়নিস, গ্রিনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। সঙ্গে থাকছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, আদিল রশিদ, মার্ক উড, ক্রিস ওকস, ডেভিড উইলি।

২০২৩ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। টানা চার ম্যাচ জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ইংল্যান্ডের অবস্থা বিপরীত। টানা চার ম্যাচ হেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। পয়েন্ট তালিকার ৯ নম্বরে থাকা ইংল্যান্ডের জন্য ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আগের ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ইংলিশরা। দুই লেগ স্পিনার আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোনের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মঈন আলি। যার মধ্যে মঈন, লিভিংস্টোন অলরাউন্ডার। পেস আক্রমণে আছেন ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের একাদশে দুই পরিবর্তন এনেছে। মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল আগেই বাদ পড়েছেন ইংল্যান্ড ম্যাচের একাদশ থেকে। এই দুই অলরাউন্ডারের পরিবর্তে এসেছেন দুই পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন। স্টয়নিস, গ্রিনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। সঙ্গে থাকছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, আদিল রশিদ, মার্ক উড, ক্রিস ওকস, ডেভিড উইলি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে