Ajker Patrika

টেস্ট সিরিজেও নেই সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ২৯
টেস্ট সিরিজেও নেই সাকিব

২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখনো শেষ হয়নি। এরই মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেই ছিল না সাকিব আল হাসানের নাম। সাকিব এবার নেই টেস্ট সিরিজেও।

কেএল জুবিলি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে গেছেন জালাল ইউনুস। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে না থাকা সাকিব কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কি খেলবেন না, সে প্রশ্ন করা হয় ইউনুসকে। সেই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘না। সে (সাকিব) তো শ্রীলঙ্কা সিরিজ থেকেই ছুটি নিয়েছে।’

চোখের সমস্যার কারণে এবারের বিপিএলে শুরুর দিকে সাকিবের থেকে পুরো অলরাউন্ড পারফরম্যান্স পায়নি রংপুর রাইডার্স। বিশেষ করে, ব্যাটিংয়ে বেশ ভুগতে থাকেন ও এক অঙ্কের গন্ডিই পেরোতে পারতেন না তিনি। সেই সাকিব আছেন টুর্নামেন্ট সেরার দৌড়ে। টুর্নামেন্টে ১১ ম্যাচের মধ্যে ৯ ইনিংস ব্যাটিং করে ১৬৮.২৪ স্ট্রাইকরেটে করেন ২৪৯ রান, দুটি ফিফটিও করেছেন। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।

ইউনুসের মতে, ফর্ম ওঠা-নামা করা ক্রিকেট খেলারই একটা অংশ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘নিঃসন্দেহে সে (সাকিব) আমাদের সেরা খেলোয়াড়। আর সে পারফর্ম করবেই। পারফর্মারদের পরিচয় তো জানাই আছে যে তারা কী পারফর্ম করতে পারবে কী না করতে পারবে। তারা হচ্ছে ক্লাস খেলোয়াড়। ক্রিকেট এমনই এক খেলা, যেখানে আমি আগেও বলেছি যে এক মৌসুম খারাপ খেলবে। আবার পরের মৌসুমে দারুণ খেলছে। এই ওঠা-নামাটাই থাকে ক্রিকেটের মধ্যে। এই ওঠা-নামার মানে এটা না যে ‘আউট অব ফর্ম’। যেমনটা অনেকে বলে থাকে। সাকিবের অবশ্যই ফর্ম ছিল। সাকিব আসলে ফর্মে ছিল তবে তার চোখের সমস্যা ছিল। সে কারণে একটা সমস্যা হচ্ছিল। তবে সেটা ক্ষণস্থায়ী।’

৪ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৬ ও ৯ মার্চ হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২২ মার্চ শুরু হবে সিলেটে। ৩০ মার্চ দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত