নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ড সফর শেষ। কদিন পরই বাংলাদেশ দলের নতুন পরীক্ষা শ্রীলঙ্কায়। চান্দিমালদের বিপক্ষে সেই টেস্ট সিরিজে খেলবেন না সাকিব আল হাসান–তা পুরোনো কথাই। তবুও ওই সময়ে দেশের দর্শকদের চোখ থাকবে বাঁহাতি অলরাউন্ডারের দিকে। সাকিব তখন আইপিএল খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
এবারের আইপিএলে কিছু ‘দেখানো’র আছে সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে তাঁর আইপিএল খেলতে যাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। বিসিবির শীর্ষ কর্তাদের অস্বস্তিতে ফেলে দেওয়া তাঁর বিস্ফোরক মন্তব্য নিয়ে কদিন বেশ উত্তপ্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন। অবশ্য সাকিব বারবার বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতেই আইপিএল খেলতে যাচ্ছেন। বিতর্কসঙ্গী হওয়ায় এবার সাকিবের সেই প্রস্তুতিটা যে আরও ধারাল করার তাড়না থাকবে।
নিষেধাজ্ঞায় পড়ায় গতবার সাকিবের আইপিএল খেলা হয়নি। ২০১৯ মৌসুমে তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিয়মিত সুযোগ মেলেনি। একাদশে সুযোগ না পাওয়াটাই ‘শাপেবর’ হয়ে ওঠে সাকিবের। ‘অবসর’ সময়টা ঘুরে বেড়িয়ে কাটাননি বাংলাদেশ অলরাউন্ডার। উল্টো আইপিএল ফ্র্যাঞ্চাইজির অনুশীলনের মধ্যেই প্রিয় গুরু মোহাম্মদ সালাউদ্দিনকে ডেকে নেন ভারতে। কোচের কাছে আলাদা করে ঝালিয়ে নেন নিজেকে। ‘যৌথ’ প্রচেষ্টার ফল বিশ্বকাপেই পাওয়া গেল–৮ ম্যাচে সাকিব করেন ৬০৬ রান, ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার তিনিই।
সাকিব বারবার বলেছেন নিজের উন্নতির দারুণ এক মঞ্চ আইপিএল। কোথায় তার উন্নতি হলো কিংবা কোথায় ঘাটতি—ভালো ধারণা মেলে এখানে। এসব বিষয় সতীর্থদের সঙ্গে ভাগ করে নিলে দলও সহায়তা পাবে। এর সঙ্গে স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা তো আছেই। ১০ জন বিদেশি থেকে মাত্র চারজন খেলতে পারে একটি দলে। এসব তো আছেই। এবার সাকিব জোর দিচ্ছেন ‘যত বেশি পড়ব, তত বেশি শিখব’র প্রতিও। দেশের একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, যত বেশি টি-টোয়েন্টি খেলব, তত বেশি জানতে পারব। এটার কোনো শেষ নেই। এক হাজার টি-টোয়েন্টি খেলার পরও আরও একটি ম্যাচ খেললে আরও বেশি জানব।’
আইপিএলে বরাবরাই ব্রাত্য বাংলাদেশের ক্রিকেটাররা। অন্তত ১৪ মৌসুমে মাত্র ৫ জনের সুযোগ পাওয়ার পরিসংখ্যান তাই বলে। এবারও সাকিবের সঙ্গে আছেন এক মোস্তাফিজুর রহমান। এই দুজনের না হয় আইপিল খেলে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা হবে। কিন্তু বাকিদের প্রস্তুতি কীভাবে হবে, সেটি এখনো বলা কঠিন।
অবশ্য আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) বিশ্বকাপের আগে ইংল্যান্ড–জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। কিন্তু করোনা আবার যেভাবে ভয়ংকর হয়ে উঠছে–এ পরিস্থিতিতে সফর দুটির ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে। এ পরিস্থিতিতে সাকিবের আইপিএল–অভিজ্ঞতা উপকার করতে পারে পুরো বাংলাদেশ দলকেই।

নিউজিল্যান্ড সফর শেষ। কদিন পরই বাংলাদেশ দলের নতুন পরীক্ষা শ্রীলঙ্কায়। চান্দিমালদের বিপক্ষে সেই টেস্ট সিরিজে খেলবেন না সাকিব আল হাসান–তা পুরোনো কথাই। তবুও ওই সময়ে দেশের দর্শকদের চোখ থাকবে বাঁহাতি অলরাউন্ডারের দিকে। সাকিব তখন আইপিএল খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
এবারের আইপিএলে কিছু ‘দেখানো’র আছে সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে তাঁর আইপিএল খেলতে যাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। বিসিবির শীর্ষ কর্তাদের অস্বস্তিতে ফেলে দেওয়া তাঁর বিস্ফোরক মন্তব্য নিয়ে কদিন বেশ উত্তপ্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন। অবশ্য সাকিব বারবার বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতেই আইপিএল খেলতে যাচ্ছেন। বিতর্কসঙ্গী হওয়ায় এবার সাকিবের সেই প্রস্তুতিটা যে আরও ধারাল করার তাড়না থাকবে।
নিষেধাজ্ঞায় পড়ায় গতবার সাকিবের আইপিএল খেলা হয়নি। ২০১৯ মৌসুমে তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিয়মিত সুযোগ মেলেনি। একাদশে সুযোগ না পাওয়াটাই ‘শাপেবর’ হয়ে ওঠে সাকিবের। ‘অবসর’ সময়টা ঘুরে বেড়িয়ে কাটাননি বাংলাদেশ অলরাউন্ডার। উল্টো আইপিএল ফ্র্যাঞ্চাইজির অনুশীলনের মধ্যেই প্রিয় গুরু মোহাম্মদ সালাউদ্দিনকে ডেকে নেন ভারতে। কোচের কাছে আলাদা করে ঝালিয়ে নেন নিজেকে। ‘যৌথ’ প্রচেষ্টার ফল বিশ্বকাপেই পাওয়া গেল–৮ ম্যাচে সাকিব করেন ৬০৬ রান, ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার তিনিই।
সাকিব বারবার বলেছেন নিজের উন্নতির দারুণ এক মঞ্চ আইপিএল। কোথায় তার উন্নতি হলো কিংবা কোথায় ঘাটতি—ভালো ধারণা মেলে এখানে। এসব বিষয় সতীর্থদের সঙ্গে ভাগ করে নিলে দলও সহায়তা পাবে। এর সঙ্গে স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা তো আছেই। ১০ জন বিদেশি থেকে মাত্র চারজন খেলতে পারে একটি দলে। এসব তো আছেই। এবার সাকিব জোর দিচ্ছেন ‘যত বেশি পড়ব, তত বেশি শিখব’র প্রতিও। দেশের একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, যত বেশি টি-টোয়েন্টি খেলব, তত বেশি জানতে পারব। এটার কোনো শেষ নেই। এক হাজার টি-টোয়েন্টি খেলার পরও আরও একটি ম্যাচ খেললে আরও বেশি জানব।’
আইপিএলে বরাবরাই ব্রাত্য বাংলাদেশের ক্রিকেটাররা। অন্তত ১৪ মৌসুমে মাত্র ৫ জনের সুযোগ পাওয়ার পরিসংখ্যান তাই বলে। এবারও সাকিবের সঙ্গে আছেন এক মোস্তাফিজুর রহমান। এই দুজনের না হয় আইপিল খেলে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা হবে। কিন্তু বাকিদের প্রস্তুতি কীভাবে হবে, সেটি এখনো বলা কঠিন।
অবশ্য আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) বিশ্বকাপের আগে ইংল্যান্ড–জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। কিন্তু করোনা আবার যেভাবে ভয়ংকর হয়ে উঠছে–এ পরিস্থিতিতে সফর দুটির ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে। এ পরিস্থিতিতে সাকিবের আইপিএল–অভিজ্ঞতা উপকার করতে পারে পুরো বাংলাদেশ দলকেই।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে