
সফলতা পেলে সবার আগে তাঁর পরিবারেই বেশি উচ্ছ্বাস দেখা যায়। সাকিব আল হাসানই বা কেন তার ব্যতিক্রম হবেন? ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ-ভারত ম্যাচটি গতকাল এক অর্থে ছিল আনুষ্ঠানিকতার। আগামীকাল কলম্বোয় যে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল খেলবে, তা জানা গিয়েছিল আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিনই। তবে ‘শেষ ভালো যার, সব ভালো তার’ বলেও তো একটা কথা আছে। যেখানে এশিয়া কাপটাই বাংলাদেশের জন্য কেটেছে হতাশাজনক, সেখানে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারাই কো বিশেষ কিছু। আর প্রতিপক্ষ ভারত হলে তো কথাই নেই। গতকাল ভারতের বিপক্ষে ৬ রানের এক রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। ৮৫ বলে ৮০ রান ও ৪৩ রানে ১ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। স্বামীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে দেরি করেননি স্ত্রী উম্মে আল হাসান শিশির। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের স্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন, ‘আই লাভ ইউ সাকিব আল হাসান।’ এই লেখার পর লাভ ইমোজি দিয়েছেন। তারপর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, অসাধারণ এক জয়। পুরো দলকে অভিনন্দন।’
এই জয়ে ভারতের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশ জিতেছিল ২০০৭ বিশ্বকাপে। এরপর জিতেছে ২০১২ এশিয়া কাপে। ২০১২ সালে মিরপুরে ভারতের দেওয়া ২৯০ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ৩১ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সাকিব।

সফলতা পেলে সবার আগে তাঁর পরিবারেই বেশি উচ্ছ্বাস দেখা যায়। সাকিব আল হাসানই বা কেন তার ব্যতিক্রম হবেন? ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ-ভারত ম্যাচটি গতকাল এক অর্থে ছিল আনুষ্ঠানিকতার। আগামীকাল কলম্বোয় যে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল খেলবে, তা জানা গিয়েছিল আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিনই। তবে ‘শেষ ভালো যার, সব ভালো তার’ বলেও তো একটা কথা আছে। যেখানে এশিয়া কাপটাই বাংলাদেশের জন্য কেটেছে হতাশাজনক, সেখানে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারাই কো বিশেষ কিছু। আর প্রতিপক্ষ ভারত হলে তো কথাই নেই। গতকাল ভারতের বিপক্ষে ৬ রানের এক রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। ৮৫ বলে ৮০ রান ও ৪৩ রানে ১ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। স্বামীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে দেরি করেননি স্ত্রী উম্মে আল হাসান শিশির। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের স্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন, ‘আই লাভ ইউ সাকিব আল হাসান।’ এই লেখার পর লাভ ইমোজি দিয়েছেন। তারপর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, অসাধারণ এক জয়। পুরো দলকে অভিনন্দন।’
এই জয়ে ভারতের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশ জিতেছিল ২০০৭ বিশ্বকাপে। এরপর জিতেছে ২০১২ এশিয়া কাপে। ২০১২ সালে মিরপুরে ভারতের দেওয়া ২৯০ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ৩১ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সাকিব।

রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২৮ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে