
সফলতা পেলে সবার আগে তাঁর পরিবারেই বেশি উচ্ছ্বাস দেখা যায়। সাকিব আল হাসানই বা কেন তার ব্যতিক্রম হবেন? ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ-ভারত ম্যাচটি গতকাল এক অর্থে ছিল আনুষ্ঠানিকতার। আগামীকাল কলম্বোয় যে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল খেলবে, তা জানা গিয়েছিল আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিনই। তবে ‘শেষ ভালো যার, সব ভালো তার’ বলেও তো একটা কথা আছে। যেখানে এশিয়া কাপটাই বাংলাদেশের জন্য কেটেছে হতাশাজনক, সেখানে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারাই কো বিশেষ কিছু। আর প্রতিপক্ষ ভারত হলে তো কথাই নেই। গতকাল ভারতের বিপক্ষে ৬ রানের এক রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। ৮৫ বলে ৮০ রান ও ৪৩ রানে ১ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। স্বামীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে দেরি করেননি স্ত্রী উম্মে আল হাসান শিশির। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের স্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন, ‘আই লাভ ইউ সাকিব আল হাসান।’ এই লেখার পর লাভ ইমোজি দিয়েছেন। তারপর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, অসাধারণ এক জয়। পুরো দলকে অভিনন্দন।’
এই জয়ে ভারতের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশ জিতেছিল ২০০৭ বিশ্বকাপে। এরপর জিতেছে ২০১২ এশিয়া কাপে। ২০১২ সালে মিরপুরে ভারতের দেওয়া ২৯০ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ৩১ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সাকিব।

সফলতা পেলে সবার আগে তাঁর পরিবারেই বেশি উচ্ছ্বাস দেখা যায়। সাকিব আল হাসানই বা কেন তার ব্যতিক্রম হবেন? ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ-ভারত ম্যাচটি গতকাল এক অর্থে ছিল আনুষ্ঠানিকতার। আগামীকাল কলম্বোয় যে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল খেলবে, তা জানা গিয়েছিল আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিনই। তবে ‘শেষ ভালো যার, সব ভালো তার’ বলেও তো একটা কথা আছে। যেখানে এশিয়া কাপটাই বাংলাদেশের জন্য কেটেছে হতাশাজনক, সেখানে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারাই কো বিশেষ কিছু। আর প্রতিপক্ষ ভারত হলে তো কথাই নেই। গতকাল ভারতের বিপক্ষে ৬ রানের এক রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। ৮৫ বলে ৮০ রান ও ৪৩ রানে ১ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। স্বামীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে দেরি করেননি স্ত্রী উম্মে আল হাসান শিশির। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের স্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন, ‘আই লাভ ইউ সাকিব আল হাসান।’ এই লেখার পর লাভ ইমোজি দিয়েছেন। তারপর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, অসাধারণ এক জয়। পুরো দলকে অভিনন্দন।’
এই জয়ে ভারতের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশ জিতেছিল ২০০৭ বিশ্বকাপে। এরপর জিতেছে ২০১২ এশিয়া কাপে। ২০১২ সালে মিরপুরে ভারতের দেওয়া ২৯০ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ৩১ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সাকিব।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৬ ঘণ্টা আগে