ক্রীড়া ডেস্ক

প্যাট কামিন্সের নেতৃত্বে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অজিরা জিতেছে ৩-১ ব্যবধানে। সিরিজের পাঁচ টেস্টের পিচের অবস্থা আজ মূল্যায়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি।
অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে পাঁচটি ভিন্ন ভেন্যুতে। যার মধ্যে পার্থ স্টেডিয়াম, অ্যাডিলেড ওভাল, ব্রিসবেনের গ্যাবা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)— প্রথম চার টেস্টের পিচকে সবচেয়ে ভালো রেটিং দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার হিসেবে এটিই সর্বোচ্চ রেটিং। দ্বিতীয় সর্বোচ্চ ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) পিচকে। এই মাঠেই হয়েছে পঞ্চম তথা অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে দর্শকসংখ্যাও গড়েছে রেকর্ড। এমসিজিতে সাড়ে ৩ লাখের বেশি দর্শক খেলা দেখেছেন। অন্যান্য ম্যাচেও গ্যালারি ছিল দর্শকপূর্ণ। টেস্টে এত দর্শক হওয়ার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার পিচ কিউরেটরদের অবদান রয়েছে বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশনসের প্রধান পিটার রোচ। সিএ’র ক্রিকেট অপারেশনসের প্রধান বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য আমরা যে মানের পিচ প্রস্তুত করেছি, তাতে আমরা উচ্ছ্বসিত। দেশজুড়ে ভেন্যুগুলোতে যে কিউরেটররা কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। ভেন্যুগুলোতে ভিন্নধর্মী বৈশিষ্ট্য যাতে দেখা যায়, সেরকম পিচ বানাতে আমরা উৎসাহিত করি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের দীর্ঘদিনের ঐতিহ্য এটা। এ কারণেই অস্ট্রেলিয়ায় টেস্ট এত জনপ্রিয়।’
ব্রিসবেন, এমসিজি—বোর্ডার-গাভাস্কার ট্রফির এই দুই টেস্ট পাঁচ দিনে গড়িয়েছে। যার মধ্যে ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট পঞ্চম দিনে গড়ানোতে বৃষ্টির অবদানই বেশি। এমসিজি টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ১৮৪ রানে। পার্থে প্রথম টেস্ট শেষ হয়েছে চার দিনে। এই টেস্ট ভারত জিতেছে ২৯৫ রানে। পার্থ, এমসিজি টেস্টের ফল দেখে একতরফা মনে হলেও ম্যাচের মোড় বদলেছে বারবার। সিডনিতে তিন দিনে শেষ হওয়া টেস্টে অজিরা ৬ উইকেটে জিতলেও ভারতের বোলাররা চেপে ধরেছিলেন। তবে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছে। গোলাপি বলের টেস্টটি শেষ হয়েছিল তিন দিনে।
২০২৩ সালে আইসিসি পিচ রেটিংয়ের সিস্টেমে পরিবর্তন এনেছে। ৬ ক্যাটেগরিকে চারটিতে নামিয়ে আনে ক্রিকেটের অভিভাবক সংস্থা। সবচেয়ে ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক, আনফিট-এই চার ক্যাটেগরি রয়েছে আইসিসির সংশোধিত রেটিং সিস্টেমে।

প্যাট কামিন্সের নেতৃত্বে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অজিরা জিতেছে ৩-১ ব্যবধানে। সিরিজের পাঁচ টেস্টের পিচের অবস্থা আজ মূল্যায়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি।
অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে পাঁচটি ভিন্ন ভেন্যুতে। যার মধ্যে পার্থ স্টেডিয়াম, অ্যাডিলেড ওভাল, ব্রিসবেনের গ্যাবা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)— প্রথম চার টেস্টের পিচকে সবচেয়ে ভালো রেটিং দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার হিসেবে এটিই সর্বোচ্চ রেটিং। দ্বিতীয় সর্বোচ্চ ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) পিচকে। এই মাঠেই হয়েছে পঞ্চম তথা অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে দর্শকসংখ্যাও গড়েছে রেকর্ড। এমসিজিতে সাড়ে ৩ লাখের বেশি দর্শক খেলা দেখেছেন। অন্যান্য ম্যাচেও গ্যালারি ছিল দর্শকপূর্ণ। টেস্টে এত দর্শক হওয়ার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার পিচ কিউরেটরদের অবদান রয়েছে বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশনসের প্রধান পিটার রোচ। সিএ’র ক্রিকেট অপারেশনসের প্রধান বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য আমরা যে মানের পিচ প্রস্তুত করেছি, তাতে আমরা উচ্ছ্বসিত। দেশজুড়ে ভেন্যুগুলোতে যে কিউরেটররা কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। ভেন্যুগুলোতে ভিন্নধর্মী বৈশিষ্ট্য যাতে দেখা যায়, সেরকম পিচ বানাতে আমরা উৎসাহিত করি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের দীর্ঘদিনের ঐতিহ্য এটা। এ কারণেই অস্ট্রেলিয়ায় টেস্ট এত জনপ্রিয়।’
ব্রিসবেন, এমসিজি—বোর্ডার-গাভাস্কার ট্রফির এই দুই টেস্ট পাঁচ দিনে গড়িয়েছে। যার মধ্যে ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট পঞ্চম দিনে গড়ানোতে বৃষ্টির অবদানই বেশি। এমসিজি টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ১৮৪ রানে। পার্থে প্রথম টেস্ট শেষ হয়েছে চার দিনে। এই টেস্ট ভারত জিতেছে ২৯৫ রানে। পার্থ, এমসিজি টেস্টের ফল দেখে একতরফা মনে হলেও ম্যাচের মোড় বদলেছে বারবার। সিডনিতে তিন দিনে শেষ হওয়া টেস্টে অজিরা ৬ উইকেটে জিতলেও ভারতের বোলাররা চেপে ধরেছিলেন। তবে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছে। গোলাপি বলের টেস্টটি শেষ হয়েছিল তিন দিনে।
২০২৩ সালে আইসিসি পিচ রেটিংয়ের সিস্টেমে পরিবর্তন এনেছে। ৬ ক্যাটেগরিকে চারটিতে নামিয়ে আনে ক্রিকেটের অভিভাবক সংস্থা। সবচেয়ে ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক, আনফিট-এই চার ক্যাটেগরি রয়েছে আইসিসির সংশোধিত রেটিং সিস্টেমে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে