নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভিসা জটিলতায় নিউজিল্যান্ডে বেশ দেরিতেই দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে আজ নিউজিল্যান্ডে পোঁছেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব যোগ দেওয়ায় দল পরিপূর্ণ হয়েছে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আজ কথা বলেন মিরাজ। সাকিবের দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে এই অলরাউন্ডার বলেন, 'সাকিব ভাই আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা। কারণ, শেষ সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে। আমরা সবাই একসঙ্গে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারব।'
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেননি সাকিব। নিউজিল্যান্ডেও দলের সঙ্গে যুক্ত হলেন একেবারে শেষ মুহুর্তে। শেষ পর্যন্ত যে যুক্ত হতে পেরেছেন, এটাই বোধহয় এই মুহূর্তে স্বস্তির খবর বাংলাদেশ দলের জন্য। সাকিবকে ছাড়া গত কদিন নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন মিরাজ, 'আলহামদুল্লিলাহ আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমরা যে তিনদিন প্রস্তুতি নিয়েছি খুবই ভালো প্রস্তুতি হয়েছে। প্রস্তুতিটা আমরা নির্দিষ্ট করে করেছি, যার যতটুকু দরকার ঠিক ততটুকুই।'
নিউজিল্যান্ডে বাংলাদেশের জন্য খেলার বাইরে আরেকটা চ্যালেঞ্জ থাকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। কাজটা সহজ না হলেও সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছে মনে করেন মিরাজ। তিনি বলেন, 'প্র্যাকটিস সেশন খুব একটা সহজ ছিল না। কারণ, এখানে একটু বেশিই ঠাণ্ডা। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে, এটা আমাদের দলের জন্য ভালো ও ইতিবাচক দিক।'

ভিসা জটিলতায় নিউজিল্যান্ডে বেশ দেরিতেই দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে আজ নিউজিল্যান্ডে পোঁছেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব যোগ দেওয়ায় দল পরিপূর্ণ হয়েছে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আজ কথা বলেন মিরাজ। সাকিবের দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে এই অলরাউন্ডার বলেন, 'সাকিব ভাই আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা। কারণ, শেষ সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে। আমরা সবাই একসঙ্গে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারব।'
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেননি সাকিব। নিউজিল্যান্ডেও দলের সঙ্গে যুক্ত হলেন একেবারে শেষ মুহুর্তে। শেষ পর্যন্ত যে যুক্ত হতে পেরেছেন, এটাই বোধহয় এই মুহূর্তে স্বস্তির খবর বাংলাদেশ দলের জন্য। সাকিবকে ছাড়া গত কদিন নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন মিরাজ, 'আলহামদুল্লিলাহ আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমরা যে তিনদিন প্রস্তুতি নিয়েছি খুবই ভালো প্রস্তুতি হয়েছে। প্রস্তুতিটা আমরা নির্দিষ্ট করে করেছি, যার যতটুকু দরকার ঠিক ততটুকুই।'
নিউজিল্যান্ডে বাংলাদেশের জন্য খেলার বাইরে আরেকটা চ্যালেঞ্জ থাকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। কাজটা সহজ না হলেও সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছে মনে করেন মিরাজ। তিনি বলেন, 'প্র্যাকটিস সেশন খুব একটা সহজ ছিল না। কারণ, এখানে একটু বেশিই ঠাণ্ডা। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে, এটা আমাদের দলের জন্য ভালো ও ইতিবাচক দিক।'

সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
১১ মিনিট আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
২ ঘণ্টা আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২ ঘণ্টা আগে