Ajker Patrika

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা নেই, বলছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২৫, ২০: ২৯
ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা নেই, বলছে বিসিবি
সূচি অনুযায়ীই বাংলাদেশ-ভারত সিরিজ হবে বলে আশাবাদী বিসিবি। ফাইল ছবি

সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কে একধরনের অস্থিরতা বিরাজ করছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের পূর্ণাঙ্গ আমদানি-রপ্তানি কার্যক্রম চললেও রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের হস্তক্ষেপে তা স্থগিত করা হয়েছে। অন্যদিকে ভারতের মাটিতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট কার্যক্রমও সম্প্রতি বাতিল করা হয়েছে।

আর পাকিস্তানের সঙ্গে তো যুদ্ধ শুরু ‘হয় হয়’ অবস্থা ভারতের। কাশ্মীর সীমান্তে গোলগুলি চলছে কয়েক দিন ধরে। এমন পরিস্থিতিতে এই অঞ্চলের ক্রিকেট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে, আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করছে টাইমস অব ইন্ডিয়া। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্বনির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি।

তবে বিসিবি সিরিজ বাতিলের আশঙ্কা উড়িয়ে দিয়েছে। বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘বিসিসিআই ও বিসিবির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই ধরনের রাজনৈতিক বা সামাজিক মন্তব্য ক্রিকেটকে প্রভাবিত করবে না বলে আমরা আশাবাদী। সিরিজ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত পারস্পরিক সহযোগিতার মনোভাবই বজায় রেখেছে। ভারতীয় দলের এই সফর আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ। এটি সময়মতো হলে ২০২২ সালের ডিসেম্বরের পর প্রথম বাংলাদেশ সফর করবে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত