
রৌদ্রোজ্জ্বল রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে গতকাল উঠেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আরেক সূর্য। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রথমবার ধবলধোলাই করে পাকিস্তান দলকে। এমন সিরিজ হার পাকিস্তানের অন্যান্যদের মতো মেনে নিতে পারছেন না আহমেদ শেহজাদও।
আবরার আহমেদকে কাভার দিয়ে সাকিব আল হাসান চার মারার পর হয়ে যায় ইতিহাস। পাকিস্তানকে হারিয়ে পঞ্চমবারের মতো টেস্ট সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। অন্যদিকে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন শেহজাদ। ‘ঘরের মাঠে লজ্জা’ এমন শিরোনামে ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে পাকিস্তানের এই ক্রিকেটার লিখেছেন, ‘পাকিস্তান নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে। আমি কীভাবে এটা আপনাদের বলব? বাংলাদেশ দল পাকিস্তানে তাদের অনুশীলন সেরেছে। তাদের নিজেদের দেশের অবস্থাও ভালো নয়। তারা ভালোবেসে আপনাকে বলে গেল, আমি তোমাকে ভালোবাসি। আপনাকে সিরিজে ধবলধোলাই করে চলে গেল।’
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে ২৯৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ রিজওয়ান। রান সংগ্রাহকের তালিকায় দুই, তিন ও পাঁচে আছেন যথাক্রমে মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ, যেখানে মিরাজ ১৫৫ রান ও ১০ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ-সেরা হয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই অলরাউন্ডার। তিনি, মুশফিকসহ হাসান মাহমুদ, লিটন দাস—বাংলাদেশের এই চার ক্রিকেটার রাওয়ালপিন্ডির অনার্সবোর্ডে নাম লিখিয়েছেন। মুশফিক-মিরাজদের প্রশংসা করে শেহজাদ বলেছেন, ‘তারা দারুণ খেলেছে এবং সিরিজ জুড়ে পাকিস্তানের ওপর দাপট দেখিয়ে খেলেছে। তাদের বোলিং দারুণ ছিল এবং ব্যাটাররা দারুণ দৃঢ়তা দেখিয়েছে। পাকিস্তানকে শেখাল কীভাবে টেস্ট খেলতে হয়। তাদের বোলাররা শেখাল কীভাবে নিয়ন্ত্রিত বোলিং করতে হয়।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময় পিচ নিয়ে অভিযোগ তুলেছিলেন নাসিম শাহ। পাকিস্তানি এই পেসার দাবি করেছিলেন, পিচ সেভাবে তাদের সাহায্য করেনি। এমনকি তখন পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদও পিচের অবস্থা দেখে হতভম্ব হয়েছিলেন। সেই টেস্টে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ করেছিল ৫৬৫ রান। পিচ নিয়ে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে শেহজাদ বলেছেন, ‘পাকিস্তান পিচ নিয়ে অভিযোগ করে গেছে। তবে যে পিচ ফ্ল্যাট ট্র্যাক মনে হয়েছে, বাংলাদেশের ব্যাটাররা সেই পিচের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে।’

রৌদ্রোজ্জ্বল রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে গতকাল উঠেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আরেক সূর্য। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রথমবার ধবলধোলাই করে পাকিস্তান দলকে। এমন সিরিজ হার পাকিস্তানের অন্যান্যদের মতো মেনে নিতে পারছেন না আহমেদ শেহজাদও।
আবরার আহমেদকে কাভার দিয়ে সাকিব আল হাসান চার মারার পর হয়ে যায় ইতিহাস। পাকিস্তানকে হারিয়ে পঞ্চমবারের মতো টেস্ট সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। অন্যদিকে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন শেহজাদ। ‘ঘরের মাঠে লজ্জা’ এমন শিরোনামে ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে পাকিস্তানের এই ক্রিকেটার লিখেছেন, ‘পাকিস্তান নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে। আমি কীভাবে এটা আপনাদের বলব? বাংলাদেশ দল পাকিস্তানে তাদের অনুশীলন সেরেছে। তাদের নিজেদের দেশের অবস্থাও ভালো নয়। তারা ভালোবেসে আপনাকে বলে গেল, আমি তোমাকে ভালোবাসি। আপনাকে সিরিজে ধবলধোলাই করে চলে গেল।’
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে ২৯৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ রিজওয়ান। রান সংগ্রাহকের তালিকায় দুই, তিন ও পাঁচে আছেন যথাক্রমে মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ, যেখানে মিরাজ ১৫৫ রান ও ১০ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ-সেরা হয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই অলরাউন্ডার। তিনি, মুশফিকসহ হাসান মাহমুদ, লিটন দাস—বাংলাদেশের এই চার ক্রিকেটার রাওয়ালপিন্ডির অনার্সবোর্ডে নাম লিখিয়েছেন। মুশফিক-মিরাজদের প্রশংসা করে শেহজাদ বলেছেন, ‘তারা দারুণ খেলেছে এবং সিরিজ জুড়ে পাকিস্তানের ওপর দাপট দেখিয়ে খেলেছে। তাদের বোলিং দারুণ ছিল এবং ব্যাটাররা দারুণ দৃঢ়তা দেখিয়েছে। পাকিস্তানকে শেখাল কীভাবে টেস্ট খেলতে হয়। তাদের বোলাররা শেখাল কীভাবে নিয়ন্ত্রিত বোলিং করতে হয়।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময় পিচ নিয়ে অভিযোগ তুলেছিলেন নাসিম শাহ। পাকিস্তানি এই পেসার দাবি করেছিলেন, পিচ সেভাবে তাদের সাহায্য করেনি। এমনকি তখন পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদও পিচের অবস্থা দেখে হতভম্ব হয়েছিলেন। সেই টেস্টে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ করেছিল ৫৬৫ রান। পিচ নিয়ে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে শেহজাদ বলেছেন, ‘পাকিস্তান পিচ নিয়ে অভিযোগ করে গেছে। তবে যে পিচ ফ্ল্যাট ট্র্যাক মনে হয়েছে, বাংলাদেশের ব্যাটাররা সেই পিচের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। আজ রোববার ছুটির দিন হওয়ায় কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতি
৩ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। আজ দুপুরে জরুরি সভার পর এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছে তারা। এর পরিপ্রেক্ষিতে দ্রুত আইসিসির জবাব ও সহমর্মিতা প্রত্যাশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের কেনার ২০ দিনও হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসারের নাম ছেঁটে ফেলে কেকেআর। ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদসহ বাংলাদেশের বিসিসিআইয়ের ওপর তোপ দেগেছে
৪ ঘণ্টা আগে