
ঠাৎ করে বেশ আলোচনায় নাসুম আহমেদ। দুদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয়েছিল। তাঁকে ঘিরে এই যে আলোচনা, হইচই, তাতে খেলায় মনোযোগ কমেনি নাসুমের। মাঠে তাঁর সেরাটা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নাসুম খেলছেন পূর্বাঞ্চলের হয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত পরশু শুরু হয়েছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচ। প্রথমে ব্যাটিং করা পূর্বাঞ্চল অলআউট হয়েছে ৪০২ রানে। রান তাড়া করতে নেমে দক্ষিণাঞ্চলের এক সময় স্কোর ছিল ২ উইকেটে ১৫২ রান। তৃতীয় উইকেটে দক্ষিণাঞ্চল অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ করেন ৯০ রানের জুটি। ৪৯ রান করা মিঠুনকে বোল্ড করে জুটি ভাঙেন নাসুম। বাংলাদেশের বাঁহাতি স্পিনার এরপর নিয়েছেন মঈন খান ও মাহমুদ এই দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট। মঈন করেন ৪৭ রান ও মাহমুদ করেন দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ৮১ রান। এরপর শেষের দিকে তানভীর ইসলাম ও আল আমিন হোসেন-এই দুইজনকে ফিরিয়ে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসের সমাপ্তি টেনেছেন নাসুম। বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। বিশ্বকাপ থেকে ফিরেই জাতীয় লিগের এক ম্যাচ খেলে নাসুম নিয়েছিলেন ৬ উইকেট। টানা দুটি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ৫ উইকেট পাওয়া হলো। নিজের কাজটা ঠিকঠাক করে গেলেও নাসুমকে নিয়ে নানা আলোচনা যেন কমছেই না।
১২০ রানে এগিয়ে থাকা পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসের শুরুটা আশানুরূপ হয়নি। দ্বিতীয় ইনিংসে ১ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। চার নম্বরে ব্যাটিংয়ে নামা নাসুম আউট হয়েছেন শূন্য রানে। দুই ওপেনার সৈকত আলি, পারভেজ হোসেন ইমনদের কেউই খুলতে পারেননি রানের খাতা।

ঠাৎ করে বেশ আলোচনায় নাসুম আহমেদ। দুদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয়েছিল। তাঁকে ঘিরে এই যে আলোচনা, হইচই, তাতে খেলায় মনোযোগ কমেনি নাসুমের। মাঠে তাঁর সেরাটা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নাসুম খেলছেন পূর্বাঞ্চলের হয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত পরশু শুরু হয়েছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচ। প্রথমে ব্যাটিং করা পূর্বাঞ্চল অলআউট হয়েছে ৪০২ রানে। রান তাড়া করতে নেমে দক্ষিণাঞ্চলের এক সময় স্কোর ছিল ২ উইকেটে ১৫২ রান। তৃতীয় উইকেটে দক্ষিণাঞ্চল অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ করেন ৯০ রানের জুটি। ৪৯ রান করা মিঠুনকে বোল্ড করে জুটি ভাঙেন নাসুম। বাংলাদেশের বাঁহাতি স্পিনার এরপর নিয়েছেন মঈন খান ও মাহমুদ এই দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট। মঈন করেন ৪৭ রান ও মাহমুদ করেন দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ৮১ রান। এরপর শেষের দিকে তানভীর ইসলাম ও আল আমিন হোসেন-এই দুইজনকে ফিরিয়ে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসের সমাপ্তি টেনেছেন নাসুম। বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। বিশ্বকাপ থেকে ফিরেই জাতীয় লিগের এক ম্যাচ খেলে নাসুম নিয়েছিলেন ৬ উইকেট। টানা দুটি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ৫ উইকেট পাওয়া হলো। নিজের কাজটা ঠিকঠাক করে গেলেও নাসুমকে নিয়ে নানা আলোচনা যেন কমছেই না।
১২০ রানে এগিয়ে থাকা পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসের শুরুটা আশানুরূপ হয়নি। দ্বিতীয় ইনিংসে ১ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। চার নম্বরে ব্যাটিংয়ে নামা নাসুম আউট হয়েছেন শূন্য রানে। দুই ওপেনার সৈকত আলি, পারভেজ হোসেন ইমনদের কেউই খুলতে পারেননি রানের খাতা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৯ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে