
বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। আবুধাবিতে এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। এই সংস্করণের বিশ্বকাপে দুই দলের অতীত ইতিহাস অবশ্য খুব বেশি সমৃদ্ধ নয়। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে একটা অপূর্ণতা নিশ্চয়ই তাদের তাড়া করে বেড়ায়, এখনো জিততে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।
বিশ্ব আসরের সবচেয়ে সফল দলটি এবার নিজেদের ইতিহাস পাল্টাতে উন্মুখ হয়ে আছে। অস্ট্রেলিয়ার সাবেকরাও এবার অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নারদের হাতে শিরোপা দেখার আশা করছেন। সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা ব্রেট লি আছেন সেই দলে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম শিরোপাটা আরব আমিরাতেই ফিঞ্চরা উঁচিয়ে ধরবেন বলে আশা করছেন শেন ওয়ার্ন। এই লেগ স্পিন জাদুকরের মতে, সম্প্রতি নিজের সেরা ফর্মে না থাকলেও টুর্নামেন্ট রাঙাতে পারেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া অবশ্য তাকিয়ে থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের দিকেও। আমিরাতে আইপিএলের দ্বিতীয় অংশে ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন কয়েকটি ম্যাচজয়ী ইনিংস।
তবে অস্ট্রেলিয়ার এই সংস্করণের পরিসংখ্যান অবশ্য খুব একটা আশাজাগানিয়া নয়। নিজেদের সর্বশেষ ১০ ম্যাচের ৮টিতেই হেরেছে তারা। শেষ চারটি সিরিজের একটিও জিততে পারেনি টানা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচের শেষটিতে ভারতের কাছে পাত্তাই পায়নি অজিরা। আগের ছয় আসরে একবার ফাইনাল খেললেও সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছে।
আইসিসির যেকোনো ইভেন্টে সব সময় সমীহজাগানিয়া দল দক্ষিণ আফ্রিকা। তবে অস্ট্রেলিয়ার মতো এই সংস্করণের বিশ্বকাপে এখনো সেভাবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে পারেনি তারা। এবার যেকোনো মূল্যে নিজেদের ছাড়িয়ে যেতে চান কুইন্টন ডি কক-কাগিসো রাবাদারা। বিশ্বকাপের আগে প্রোটিয়াদের পারফরম্যান্স অস্ট্রেলিয়ার বিপরীত মেরুতে অবস্থান করছে। সাম্প্রতিক পরিসংখ্যানও আশাবাদী করতে পারে প্রোটিয়াদের। সর্বশেষ ১০ টি-টোয়েন্টির ৯টিতেই জয় নিয়ে ফিরেছে টেম্ভা বাভুমার দল। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেও নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন রাসি ফন ডার ডুসেনরা। তবে বড় মঞ্চে ‘চোক’ করার অতীত ইতিহাস অবশ্য তাতে মুছে যাচ্ছে না। বড় মঞ্চে প্রোটিয়াদের সবচেয়ে বড় প্রতিপক্ষ যে নিজেরাই!
বিশ্বকাপে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১২ সালে সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছিল অস্ট্রেলিয়া। তবে দুই দলের আক্ষেপ ওই একটাই—কখনো বিশ্বকাপ জিততে না পারা। এবার সেই গেরো খুলবে কি?

বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। আবুধাবিতে এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। এই সংস্করণের বিশ্বকাপে দুই দলের অতীত ইতিহাস অবশ্য খুব বেশি সমৃদ্ধ নয়। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে একটা অপূর্ণতা নিশ্চয়ই তাদের তাড়া করে বেড়ায়, এখনো জিততে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।
বিশ্ব আসরের সবচেয়ে সফল দলটি এবার নিজেদের ইতিহাস পাল্টাতে উন্মুখ হয়ে আছে। অস্ট্রেলিয়ার সাবেকরাও এবার অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নারদের হাতে শিরোপা দেখার আশা করছেন। সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা ব্রেট লি আছেন সেই দলে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম শিরোপাটা আরব আমিরাতেই ফিঞ্চরা উঁচিয়ে ধরবেন বলে আশা করছেন শেন ওয়ার্ন। এই লেগ স্পিন জাদুকরের মতে, সম্প্রতি নিজের সেরা ফর্মে না থাকলেও টুর্নামেন্ট রাঙাতে পারেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া অবশ্য তাকিয়ে থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের দিকেও। আমিরাতে আইপিএলের দ্বিতীয় অংশে ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন কয়েকটি ম্যাচজয়ী ইনিংস।
তবে অস্ট্রেলিয়ার এই সংস্করণের পরিসংখ্যান অবশ্য খুব একটা আশাজাগানিয়া নয়। নিজেদের সর্বশেষ ১০ ম্যাচের ৮টিতেই হেরেছে তারা। শেষ চারটি সিরিজের একটিও জিততে পারেনি টানা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচের শেষটিতে ভারতের কাছে পাত্তাই পায়নি অজিরা। আগের ছয় আসরে একবার ফাইনাল খেললেও সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছে।
আইসিসির যেকোনো ইভেন্টে সব সময় সমীহজাগানিয়া দল দক্ষিণ আফ্রিকা। তবে অস্ট্রেলিয়ার মতো এই সংস্করণের বিশ্বকাপে এখনো সেভাবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে পারেনি তারা। এবার যেকোনো মূল্যে নিজেদের ছাড়িয়ে যেতে চান কুইন্টন ডি কক-কাগিসো রাবাদারা। বিশ্বকাপের আগে প্রোটিয়াদের পারফরম্যান্স অস্ট্রেলিয়ার বিপরীত মেরুতে অবস্থান করছে। সাম্প্রতিক পরিসংখ্যানও আশাবাদী করতে পারে প্রোটিয়াদের। সর্বশেষ ১০ টি-টোয়েন্টির ৯টিতেই জয় নিয়ে ফিরেছে টেম্ভা বাভুমার দল। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেও নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন রাসি ফন ডার ডুসেনরা। তবে বড় মঞ্চে ‘চোক’ করার অতীত ইতিহাস অবশ্য তাতে মুছে যাচ্ছে না। বড় মঞ্চে প্রোটিয়াদের সবচেয়ে বড় প্রতিপক্ষ যে নিজেরাই!
বিশ্বকাপে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১২ সালে সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছিল অস্ট্রেলিয়া। তবে দুই দলের আক্ষেপ ওই একটাই—কখনো বিশ্বকাপ জিততে না পারা। এবার সেই গেরো খুলবে কি?

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে