নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই এশিয়া কাপ থেকে বাংলাদেশের সেই অর্থে আর পাওয়ার কিছু নেই। যেটা হতে পারে, ভালোয় ভালোয় টুর্নামেন্টটা শেষ করা। আজ ভারতের বিপক্ষে একটা জয় হয়তো বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের দলকে আত্মবিশ্বাসের জ্বালানি দেবে।
আনুষ্ঠানিকতার ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবারের এশিয়া কাপে এই প্রথম টস হারলেন সাকিব। আগের চার ম্যাচেই টস ভাগ্য বাংলাদেশ অধিনায়কের পক্ষে ছিল। টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে রোহিতের কথার সারমর্ম, এই টুর্নামেন্টে তারা এখনো রান তাড়া করেননি। আগের চার ম্যাচেই আগে ব্যাটিং করেছে ভারত।
ফাইনালের আগে ফ্লাডলাইটের আলোর নিচে ব্যাটিং করে নিজেদের বাজিয়ে দেখতে চান। সাকিব অবশ্য টস নিয়ে একটু সন্দিহান ছিলেন বলে জানিয়েছেন। তবে আগে টস হেরে আগে ব্যাটিং পাওয়াকে ভালো চোখেই দেখছেন তিনি।
বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে তরুণ পেসার তানজীম হাসান সাকিবের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। বিকল্প বাজিয়ে দেখার ভাবনা থেকে শেষ ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া। তানজীম ছাড়াও একাদশে আরও চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ঢুকেছেন শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান ও এনামুল হক বিজয়। বাদ পড়েছেন নাঈম শেখ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। ছুটিতে থাকায় এমনিতে নেই মুশফিকুর রহিম।
ভারতও আজ এক অভিষিক্ত নিয়ে মাঠে নামছে। আগেই টি-টোয়েন্টি অভিষেক হওয়া তিলক ভার্মার ওয়ানডে অভিষেক হচ্ছে আজ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রাসিধ কৃষ্ণা

এই এশিয়া কাপ থেকে বাংলাদেশের সেই অর্থে আর পাওয়ার কিছু নেই। যেটা হতে পারে, ভালোয় ভালোয় টুর্নামেন্টটা শেষ করা। আজ ভারতের বিপক্ষে একটা জয় হয়তো বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের দলকে আত্মবিশ্বাসের জ্বালানি দেবে।
আনুষ্ঠানিকতার ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবারের এশিয়া কাপে এই প্রথম টস হারলেন সাকিব। আগের চার ম্যাচেই টস ভাগ্য বাংলাদেশ অধিনায়কের পক্ষে ছিল। টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে রোহিতের কথার সারমর্ম, এই টুর্নামেন্টে তারা এখনো রান তাড়া করেননি। আগের চার ম্যাচেই আগে ব্যাটিং করেছে ভারত।
ফাইনালের আগে ফ্লাডলাইটের আলোর নিচে ব্যাটিং করে নিজেদের বাজিয়ে দেখতে চান। সাকিব অবশ্য টস নিয়ে একটু সন্দিহান ছিলেন বলে জানিয়েছেন। তবে আগে টস হেরে আগে ব্যাটিং পাওয়াকে ভালো চোখেই দেখছেন তিনি।
বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে তরুণ পেসার তানজীম হাসান সাকিবের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। বিকল্প বাজিয়ে দেখার ভাবনা থেকে শেষ ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া। তানজীম ছাড়াও একাদশে আরও চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ঢুকেছেন শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান ও এনামুল হক বিজয়। বাদ পড়েছেন নাঈম শেখ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। ছুটিতে থাকায় এমনিতে নেই মুশফিকুর রহিম।
ভারতও আজ এক অভিষিক্ত নিয়ে মাঠে নামছে। আগেই টি-টোয়েন্টি অভিষেক হওয়া তিলক ভার্মার ওয়ানডে অভিষেক হচ্ছে আজ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রাসিধ কৃষ্ণা

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩ ঘণ্টা আগে