ক্রীড়া ডেস্ক

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দারুণ একটা দিন পারল নিউজিল্যান্ড। এই একই মাঠেই একদিনে পেল দুর্দান্ত দুই জয়। সকালে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ৭ উইকেটে উড়িয়ে দেয় শ্রীলঙ্কার মেয়েদের। বিকেলের ছেলেদের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের তারুণ্য নির্ভর দলকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
হ্যাগলি ওভালে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হয়ে কিউই-লঙ্কান মেয়েদের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকেরা। ব্রি ইলিং-জেস কেরদের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১১৩ রানে শ্রীলঙ্কাকে আটকে রাখে নিউজিল্যান্ড। মিডল অর্ডার ব্যাটার মানুদি নানায়াক্কারা দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন। এ ছাড়া চামারি আতাপাত্তু ২৩ ও নিলাকশিকা সিলভার ব্যাট থেকে আসে ২০ রান। দুটি করে উইকেট নিয়েছেন পেসার ইলিং-কের।
অধিনায়ক সুজি বেটস ও ব্রুকে হ্যালিডের দারুণ দুটি ইনিংসে চড়ে শ্রীলঙ্কার দেওয়া ১১৪ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখে তাড়া করেছে নিউজিল্যান্ড। ওপেনার সুজি ৪৬ বলে ৪৭ রান ও ব্রুকে ৪০ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। পড়েছে তাদের ৩ উইকেট। এ জয়ে তিন ম্যাচে সিরিজে ১-১ সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৬ রান দিয়েছেন এবং ব্যাট হাতে দলের সর্বোচ্চ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সুজি।
স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয় পাকিস্তান-নিউজিল্যান্ডের ছেলেদের ম্যাচ। এ ম্যাচেও টস জিতে স্বাগতিকেরা অতিথিদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। মোটামুটি পাকিস্তানের আনকোরা একটি দল। অভিষেকই হয়েছে তিন ক্রিকেটার—হাসান নওয়াজ, আবদুল সামাদ ও মোহাম্মদ আলীর। ব্যাটিংয়ে নেমে জ্যাকব ডাফি ও কাইল জেমিসনের তোপেরমুখে ১৮.৪ ওভারে ৯১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এটি তাদের সর্বনিম্ন স্কোরও।
স্কোরে রান যোগ হওয়ার আগেই ফেরেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান। ১১ রানে হারায় ৪ উইকেট। এই ধস আর সামলে উঠতে পারেনি তারা। খুশদিল শাহর ৩০, অধিনায়ক সালমান আলী আগার ১৮ ও জাহানদাদ খানের ১৭ রানের সৌজন্যে ৯১ রান তোলে তারা। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে ক্যারিয়াসেরা বোলিং করেছেন। ১৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আরেক পেসার জেমিসন ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। এটিও তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। স্পিনার ইশ সোধি নেন ২ উইকেট।
পাকিস্তানের দেওয়া ৯২ রানের লক্ষ্য ৫৯ বল ও ৯ উইকেট হাতে রেখে তাড়া করেছে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ২৯ বলে ৪৪, ফিন অ্যালেন ১৭ বলে ২৯ ও ১৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন টিম রবিনসন। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন আবরার আহমেদ। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকেরা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দারুণ একটা দিন পারল নিউজিল্যান্ড। এই একই মাঠেই একদিনে পেল দুর্দান্ত দুই জয়। সকালে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ৭ উইকেটে উড়িয়ে দেয় শ্রীলঙ্কার মেয়েদের। বিকেলের ছেলেদের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের তারুণ্য নির্ভর দলকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
হ্যাগলি ওভালে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হয়ে কিউই-লঙ্কান মেয়েদের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকেরা। ব্রি ইলিং-জেস কেরদের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১১৩ রানে শ্রীলঙ্কাকে আটকে রাখে নিউজিল্যান্ড। মিডল অর্ডার ব্যাটার মানুদি নানায়াক্কারা দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন। এ ছাড়া চামারি আতাপাত্তু ২৩ ও নিলাকশিকা সিলভার ব্যাট থেকে আসে ২০ রান। দুটি করে উইকেট নিয়েছেন পেসার ইলিং-কের।
অধিনায়ক সুজি বেটস ও ব্রুকে হ্যালিডের দারুণ দুটি ইনিংসে চড়ে শ্রীলঙ্কার দেওয়া ১১৪ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখে তাড়া করেছে নিউজিল্যান্ড। ওপেনার সুজি ৪৬ বলে ৪৭ রান ও ব্রুকে ৪০ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। পড়েছে তাদের ৩ উইকেট। এ জয়ে তিন ম্যাচে সিরিজে ১-১ সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৬ রান দিয়েছেন এবং ব্যাট হাতে দলের সর্বোচ্চ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সুজি।
স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয় পাকিস্তান-নিউজিল্যান্ডের ছেলেদের ম্যাচ। এ ম্যাচেও টস জিতে স্বাগতিকেরা অতিথিদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। মোটামুটি পাকিস্তানের আনকোরা একটি দল। অভিষেকই হয়েছে তিন ক্রিকেটার—হাসান নওয়াজ, আবদুল সামাদ ও মোহাম্মদ আলীর। ব্যাটিংয়ে নেমে জ্যাকব ডাফি ও কাইল জেমিসনের তোপেরমুখে ১৮.৪ ওভারে ৯১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এটি তাদের সর্বনিম্ন স্কোরও।
স্কোরে রান যোগ হওয়ার আগেই ফেরেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান। ১১ রানে হারায় ৪ উইকেট। এই ধস আর সামলে উঠতে পারেনি তারা। খুশদিল শাহর ৩০, অধিনায়ক সালমান আলী আগার ১৮ ও জাহানদাদ খানের ১৭ রানের সৌজন্যে ৯১ রান তোলে তারা। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে ক্যারিয়াসেরা বোলিং করেছেন। ১৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আরেক পেসার জেমিসন ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। এটিও তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। স্পিনার ইশ সোধি নেন ২ উইকেট।
পাকিস্তানের দেওয়া ৯২ রানের লক্ষ্য ৫৯ বল ও ৯ উইকেট হাতে রেখে তাড়া করেছে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ২৯ বলে ৪৪, ফিন অ্যালেন ১৭ বলে ২৯ ও ১৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন টিম রবিনসন। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন আবরার আহমেদ। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকেরা।

টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২৭ মিনিট আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে