
লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট, যেখানে প্রথম দিনেই আধিপত্য দেখিয়েছেন পেসাররা। এক দিনে দুই দলের পেসাররা মিলিয়ে তুলে নিয়েছেন ১৭ উইকেট। তবে সেটি ছাপিয়ে আলোচনায় ভিন্ন প্রসঙ্গ। আলোচনার বিষয়বস্তু এক বাঙালি ক্রিকেটার। ইংল্যান্ড দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে যিনি আছেন, তাঁর শিকড় বাংলাদেশে।
রবিন মাঠে না নামলে হয়তো বিষয়টি দৃষ্টিগোচর হতো না। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। তখন তাঁর জার্সিতে দেখা যায় কোনো নাম, নম্বর কিছুই নেই। এরপরই জানা যায় এই ক্রিকেটারের নাম রবিন দাস, পৈতৃক সূত্রে যাঁর বাড়ি বাংলাদেশে।
মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন রবিন। তিনি যখন মাঠে নামেন, তখন লর্ডস টেস্টে প্রথম একাদশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক ও ক্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। বাইরে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। এর পরেও ম্যাটি পটস চোট পাওয়ায় অতিরিক্ত আরেকজনকে দরকার ছিল। তাঁর জায়গাতেই ফিল্ডিং করেন রবিন। পটসের অসমাপ্ত ওভার শেষ করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সেই ওভার শেষ হলে একাদশে থাকা ব্রড মাঠে ফেরেন এবং রবিন উঠে যান।
রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২০ সালের সেই ম্যাচে তিনি করেছিলেন ৭ রান। তবে ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
লর্ডসে ফিল্ডিং করতে নামার পর এসেক্স কাউন্টি টুইটারে রবিনকে শুভেচ্ছাও জানিয়েছে। কাউন্টির পক্ষ থেকে ইংল্যান্ডের হয়ে ‘টুয়েলভথ ম্যান ডিউটি’ করার জন্য রবিন ও তাঁর সতীর্থ নিখিল গোরান্টলাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে খেলেন রবিনের ভাই জোনাথন জয় দাস। তিনি উইকেটরক্ষক। এসেক্সের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাওয়ার আলি বলেছেন, ‘ভালো লাগছে ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে। আশা করব ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের হয়েও খেলবে।’

লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট, যেখানে প্রথম দিনেই আধিপত্য দেখিয়েছেন পেসাররা। এক দিনে দুই দলের পেসাররা মিলিয়ে তুলে নিয়েছেন ১৭ উইকেট। তবে সেটি ছাপিয়ে আলোচনায় ভিন্ন প্রসঙ্গ। আলোচনার বিষয়বস্তু এক বাঙালি ক্রিকেটার। ইংল্যান্ড দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে যিনি আছেন, তাঁর শিকড় বাংলাদেশে।
রবিন মাঠে না নামলে হয়তো বিষয়টি দৃষ্টিগোচর হতো না। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। তখন তাঁর জার্সিতে দেখা যায় কোনো নাম, নম্বর কিছুই নেই। এরপরই জানা যায় এই ক্রিকেটারের নাম রবিন দাস, পৈতৃক সূত্রে যাঁর বাড়ি বাংলাদেশে।
মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন রবিন। তিনি যখন মাঠে নামেন, তখন লর্ডস টেস্টে প্রথম একাদশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক ও ক্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। বাইরে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। এর পরেও ম্যাটি পটস চোট পাওয়ায় অতিরিক্ত আরেকজনকে দরকার ছিল। তাঁর জায়গাতেই ফিল্ডিং করেন রবিন। পটসের অসমাপ্ত ওভার শেষ করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সেই ওভার শেষ হলে একাদশে থাকা ব্রড মাঠে ফেরেন এবং রবিন উঠে যান।
রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২০ সালের সেই ম্যাচে তিনি করেছিলেন ৭ রান। তবে ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
লর্ডসে ফিল্ডিং করতে নামার পর এসেক্স কাউন্টি টুইটারে রবিনকে শুভেচ্ছাও জানিয়েছে। কাউন্টির পক্ষ থেকে ইংল্যান্ডের হয়ে ‘টুয়েলভথ ম্যান ডিউটি’ করার জন্য রবিন ও তাঁর সতীর্থ নিখিল গোরান্টলাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে খেলেন রবিনের ভাই জোনাথন জয় দাস। তিনি উইকেটরক্ষক। এসেক্সের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাওয়ার আলি বলেছেন, ‘ভালো লাগছে ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে। আশা করব ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের হয়েও খেলবে।’

২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৬ মিনিট আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে, তাতে এমন প্রশ্ন দর্শকেরা করতেই পারেন। বুলাওয়েতে আজ আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই বাংলাদেশ-নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে শেষ পর্যন্ত জিতে গেছে বৃষ্টি।
২ ঘণ্টা আগে