ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্সে খেলে সাকিব আল হাসান ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। সাকিব দল পেয়েছেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগেও (সিপিএল)। এবার তিনি খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ফ্র্যাঞ্চাইজির হয়ে।
সাকিবের দল পাওয়ার খবর সিপিএল তাদের অফিশিয়াল ফেসবুকে আজ জানিয়েছে এভাবে, ‘এখনো সিপিএলের সেরা বোলিং যাঁর, সেই সাকিব আল হাসান ২০২৫ সালে খেলবেন অ্যান্টিগা ও বারবুডার হয়ে। তিনি কি পারবেন ২০১৩ সালে সেই ৬ রানে ৬ উইকেট পাওয়ার দুর্দান্ত বোলিং ছাড়িয়ে যেতে?’
সিপিএলে খেলতে মুখিয়ে আছেন সাকিব, ‘আমি এই বছরের সিপিএলে খেলতে মুখিয়ে আছি, আমি বেশ কবার সিপিএলে খেলেছি। আমি চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম, ফাইনালে খেলেছি, অনেক দারুণ স্মৃতি। এই বছর ফ্যালকনের হয়ে খেলতে মুখিয়ে আছি। আশা করি এবার খুবই সাফল্যমন্ডিত একটি টুর্নামেন্ট আমরা পার করতে পারব।’
দল নিয়ে আত্মবিশ্বাসী সাকিব আরও বলেন, ‘আপনি যদি সিপিএলের ইতিহাস দেখেন, স্পিনাররা দলে অনেক বড় ভূমিকা রাখে। দুই জন কোয়ালিটি স্পিনার ফ্যালকনকে অনেক সাহায্য করবে। অবশ্যই এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট। সবগুলো দলই ভালো দল গড়ার চেষ্টা করে, আপনি কোনো দলেই সহজে দুর্বলতা খুঁজে পাবেন না। ৬ দলের সবাই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। আমার দল নিয়ে আমি আত্মবিশ্বাসী, আশা করি ফ্যালকন খুবই ভালো করবে।’
সাকিবের যে রেকর্ডটির কথা মনে করিয়ে দিয়েছে সিপিএল, ২০১৩ সালের আগস্টে ব্রিজটাউনে ত্রিনিদাদের বিপক্ষে বার্বাডোজের হয়ে সাকিব ৪ ওভারে ১ মেডেন দিয়ে ৬ রানে পেয়েছিলেন ৬ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ওই ম্যাচে প্রতিপক্ষ ১২.৫ ওভারে অলআউট হয়েছিল ৫২ রানে। ৪৪৭ টি-টোয়েন্টি খেলা সাকিবের ৬ রানে ৬ উইকেট এখনো ২০ ওভারের ক্রিকেটে সেরা বোলিং হয়ে আছে। সিপিএলে দুবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে সাকিবের। ২০১৬ সালে জ্যামাইকা, ২০১৯ সালে গায়ানার হয়ে জিতেছিলেন বাঁহাতি অলরাউন্ডার।
এবার সিপিএলে কী গল্প লেখেন ৩৮ বছর বয়সী সাকিব, সেটাই দেখার।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্সে খেলে সাকিব আল হাসান ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। সাকিব দল পেয়েছেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগেও (সিপিএল)। এবার তিনি খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ফ্র্যাঞ্চাইজির হয়ে।
সাকিবের দল পাওয়ার খবর সিপিএল তাদের অফিশিয়াল ফেসবুকে আজ জানিয়েছে এভাবে, ‘এখনো সিপিএলের সেরা বোলিং যাঁর, সেই সাকিব আল হাসান ২০২৫ সালে খেলবেন অ্যান্টিগা ও বারবুডার হয়ে। তিনি কি পারবেন ২০১৩ সালে সেই ৬ রানে ৬ উইকেট পাওয়ার দুর্দান্ত বোলিং ছাড়িয়ে যেতে?’
সিপিএলে খেলতে মুখিয়ে আছেন সাকিব, ‘আমি এই বছরের সিপিএলে খেলতে মুখিয়ে আছি, আমি বেশ কবার সিপিএলে খেলেছি। আমি চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম, ফাইনালে খেলেছি, অনেক দারুণ স্মৃতি। এই বছর ফ্যালকনের হয়ে খেলতে মুখিয়ে আছি। আশা করি এবার খুবই সাফল্যমন্ডিত একটি টুর্নামেন্ট আমরা পার করতে পারব।’
দল নিয়ে আত্মবিশ্বাসী সাকিব আরও বলেন, ‘আপনি যদি সিপিএলের ইতিহাস দেখেন, স্পিনাররা দলে অনেক বড় ভূমিকা রাখে। দুই জন কোয়ালিটি স্পিনার ফ্যালকনকে অনেক সাহায্য করবে। অবশ্যই এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট। সবগুলো দলই ভালো দল গড়ার চেষ্টা করে, আপনি কোনো দলেই সহজে দুর্বলতা খুঁজে পাবেন না। ৬ দলের সবাই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। আমার দল নিয়ে আমি আত্মবিশ্বাসী, আশা করি ফ্যালকন খুবই ভালো করবে।’
সাকিবের যে রেকর্ডটির কথা মনে করিয়ে দিয়েছে সিপিএল, ২০১৩ সালের আগস্টে ব্রিজটাউনে ত্রিনিদাদের বিপক্ষে বার্বাডোজের হয়ে সাকিব ৪ ওভারে ১ মেডেন দিয়ে ৬ রানে পেয়েছিলেন ৬ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ওই ম্যাচে প্রতিপক্ষ ১২.৫ ওভারে অলআউট হয়েছিল ৫২ রানে। ৪৪৭ টি-টোয়েন্টি খেলা সাকিবের ৬ রানে ৬ উইকেট এখনো ২০ ওভারের ক্রিকেটে সেরা বোলিং হয়ে আছে। সিপিএলে দুবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে সাকিবের। ২০১৬ সালে জ্যামাইকা, ২০১৯ সালে গায়ানার হয়ে জিতেছিলেন বাঁহাতি অলরাউন্ডার।
এবার সিপিএলে কী গল্প লেখেন ৩৮ বছর বয়সী সাকিব, সেটাই দেখার।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৩ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৪ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৫ ঘণ্টা আগে