নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইতিহাস গড়ার আশা জাগিয়ে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২০ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আজ পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে গুটিয়ে গেছে মুমিনুল হকের দল। প্রোটিয়াদের দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হারমারই নিয়েছেন বাংলাদেশের ১০ উইকেট। বিদেশের মাটিতে এভাবে স্পিনারদের বিপক্ষে অলআউট হওয়াকে ‘ক্রাইম’ বলে মনে করছেন অধিনায়ক মুমিনুল।
প্রথম ইনিংসেও স্পিনার হারমার ভুগিয়েছেন বাংলাদেশকে। মুমিনুলদের প্রথম ইনিংসে শুরুর ৪ উইকেট নেন তিনি। পরে আর উইকেট না দিলেও দ্বিতীয় ইনিংসেও ফের হারমারের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করেছেন মুমিনুলরা। তবে এই ইনিংসে হারমার ৩ উইকেট নিলেও মহারাজ ৭ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন সফরকারীদের। দুই ইনিংস মিলিয়ে স্পিনারদের কাছেই বাংলাদেশ হারিয়েছে ১৪টি উইকেট।
১৯৫০ সালের পর এই প্রথম এক ইনিংসের ১০ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ খেলেছে ১৯ ওভার। এর পুরোটিই করেছেন প্রোটিয়াদের দুই স্পিনার। এভাবে ধরাশায়ী হওয়ার হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক মুমিনুল হক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয়, বিদেশের মাটিতে এসে স্পিনারদের উইকেট দেওয়াটা অনেক বড় ‘ক্রাইম’। আমার মনে হয় ব্যাটিং–ব্যর্থতা এটি।’
মুমিনুলের হতাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ব্যাটারদের আউট হওয়ার ধরন। তাতে যত টানা কীর্তি দক্ষিণ আফ্রিকার স্পিনারদের তার চেয়েও বেশি দায় বাংলাদেশের ব্যাটারদের। মুমিনুল তাই কোনো অজুহাত খুঁজলেন না। সরাসরি বলে দিলেন, ‘(এখানে এমন) উইকেট দেখে একটু বিস্মিত হয়েছি। তবে খুব বেশি বল ঘোরেওনি। আমরা বেশির ভাগ আউট হয়েছি সোজা বলেই, টার্ন করা বলে না। সত্যি বলতে দ্বিতীয় ইনিংসে অনেক বাজে ব্যাটিং করেছি আমরা, এর কোনো অজুহাত নেই।’
কিংসমিডে ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ রানেই বাংলাদেশ হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। এই ধাক্কাটা শেষ দিনে আর সামলে উঠতে পারেনি দল। অথচ প্রথম চার দিন প্রোটিয়াদের সঙ্গে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। মুমিনুল যথার্থই বলেছেন, ‘চার দিন আমরা অনেক ভালো চাপ তৈরি করতে পেরেছিলাম। আমার মনে হয় প্রথম ইনিংসে আমরা ৫০-৬০ রান বেশি দিয়ে ফেলেছি। ওই জায়গায় হয়তো একটু ভড়কে গেছি। আর কালকের দিনে তিনটা উইকেট হারানোয় একটু ঝামেলা হয়ে গেছে। যেকোনো সংস্করণে নতুন বলে তিন উইকেট হারানো অনেক চাপ তৈরি করে।’
৮ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশ অধিনায়ক মুমিনুলের। সিরিজ বাঁচানোর কাজটা আরও কঠিন করে দিয়েছে ইনজুরির প্রকোপ। চোট নিয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরফুল ইসলাম। দুজনই দেশে ফিরে আসছেন।

ইতিহাস গড়ার আশা জাগিয়ে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২০ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আজ পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে গুটিয়ে গেছে মুমিনুল হকের দল। প্রোটিয়াদের দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হারমারই নিয়েছেন বাংলাদেশের ১০ উইকেট। বিদেশের মাটিতে এভাবে স্পিনারদের বিপক্ষে অলআউট হওয়াকে ‘ক্রাইম’ বলে মনে করছেন অধিনায়ক মুমিনুল।
প্রথম ইনিংসেও স্পিনার হারমার ভুগিয়েছেন বাংলাদেশকে। মুমিনুলদের প্রথম ইনিংসে শুরুর ৪ উইকেট নেন তিনি। পরে আর উইকেট না দিলেও দ্বিতীয় ইনিংসেও ফের হারমারের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করেছেন মুমিনুলরা। তবে এই ইনিংসে হারমার ৩ উইকেট নিলেও মহারাজ ৭ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন সফরকারীদের। দুই ইনিংস মিলিয়ে স্পিনারদের কাছেই বাংলাদেশ হারিয়েছে ১৪টি উইকেট।
১৯৫০ সালের পর এই প্রথম এক ইনিংসের ১০ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ খেলেছে ১৯ ওভার। এর পুরোটিই করেছেন প্রোটিয়াদের দুই স্পিনার। এভাবে ধরাশায়ী হওয়ার হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক মুমিনুল হক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয়, বিদেশের মাটিতে এসে স্পিনারদের উইকেট দেওয়াটা অনেক বড় ‘ক্রাইম’। আমার মনে হয় ব্যাটিং–ব্যর্থতা এটি।’
মুমিনুলের হতাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ব্যাটারদের আউট হওয়ার ধরন। তাতে যত টানা কীর্তি দক্ষিণ আফ্রিকার স্পিনারদের তার চেয়েও বেশি দায় বাংলাদেশের ব্যাটারদের। মুমিনুল তাই কোনো অজুহাত খুঁজলেন না। সরাসরি বলে দিলেন, ‘(এখানে এমন) উইকেট দেখে একটু বিস্মিত হয়েছি। তবে খুব বেশি বল ঘোরেওনি। আমরা বেশির ভাগ আউট হয়েছি সোজা বলেই, টার্ন করা বলে না। সত্যি বলতে দ্বিতীয় ইনিংসে অনেক বাজে ব্যাটিং করেছি আমরা, এর কোনো অজুহাত নেই।’
কিংসমিডে ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ রানেই বাংলাদেশ হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। এই ধাক্কাটা শেষ দিনে আর সামলে উঠতে পারেনি দল। অথচ প্রথম চার দিন প্রোটিয়াদের সঙ্গে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। মুমিনুল যথার্থই বলেছেন, ‘চার দিন আমরা অনেক ভালো চাপ তৈরি করতে পেরেছিলাম। আমার মনে হয় প্রথম ইনিংসে আমরা ৫০-৬০ রান বেশি দিয়ে ফেলেছি। ওই জায়গায় হয়তো একটু ভড়কে গেছি। আর কালকের দিনে তিনটা উইকেট হারানোয় একটু ঝামেলা হয়ে গেছে। যেকোনো সংস্করণে নতুন বলে তিন উইকেট হারানো অনেক চাপ তৈরি করে।’
৮ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশ অধিনায়ক মুমিনুলের। সিরিজ বাঁচানোর কাজটা আরও কঠিন করে দিয়েছে ইনজুরির প্রকোপ। চোট নিয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরফুল ইসলাম। দুজনই দেশে ফিরে আসছেন।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২৫ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে