
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। সালমান আলী আঘা-বাবর আজমদের বিশ্বকাপ বর্জন নিয়ে এখন কথাবার্তা হচ্ছে বেশি। বর্জন নিয়ে আলোচনা বেশি হলেও নিজেদের প্রস্তুতি ঠিকই সেরে নিচ্ছে পাকিস্তান।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা পাকিস্তান-অস্ট্রেলিয়ার কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের আগে প্রতিপক্ষ দলগুলোকে যেন পাকিস্তান বার্তা দিয়ে রাখল—‘আমরা আসছি।’
১৬৯ রানের লক্ষ্যে নেমে ৩.২ ওভারে ২ উইকেটে ২৮ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া। সাময়িক চাপে পড়া অজিরা এরপর এগোতে থাকেন ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশর ব্যাটিংয়ে। তৃতীয় উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটি গড়েন গ্রিন-রেনশ। অষ্টম ওভারের প্রথম বলে ভুল-বোঝাবুঝিতে রান আউটের শিকার হন রেনশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচটিতে ১১ বলে ১৪ রান করেছেন রেনশ।
রেনশ রানআউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে অস্ট্রেলিয়া। ৭.১ ওভারে ৩ উইকেটে ৬৮ রান থেকে ১৫.৪ ওভারে ৮ উইকেটে ১১২ রানে পরিণত হন অজিরা। সফরকারীদের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায় এখানে। অ্যাডাম জাম্পা ও জ্যাভিয়ের বার্টলেটের নবম উইকেটে ২৬ বলে ৩৪ রানের জুটিটা শুধু অস্ট্রেলিয়ার হারের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানে আটকে যান অজিরা।
অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্রিন। ৩১ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ না থাকায় আজ প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ট্রাভিস হেড। ঝড়ের ইঙ্গিত দিলেও ১৩ বলে দুটি করে চার ও ছক্কায় ২৩ রানেই থেমে যায় তাঁর ইনিংস।
অলরাউন্ড পারফরম্যান্সে আজ প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন সাইম আইয়ুব। ২২ বলে ৪০ রানের ইনিংসের পাশাপাশি ৩ ওভারে ২৯ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সতীর্থ আবরার আহমেদ কিপটে বোলিং করেছেন। ৪ ওভারে ১০ রানে পেয়েছেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান করেছে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন সাইম আইয়ুব। ২২ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। পাকিস্তান অধিনায়ক সালমান ২৭ বলে ১ চার ও ৪ ছক্কায় করেন ৩৯ রান।
অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মাহলি বিয়ার্ডম্যান ও জ্যাভিয়ের বার্টলেট। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বিয়ার্ডম্যানের। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি লাহোরেই পরশু মাঠে গড়াবে। একই মাঠে আগামী রোববার হবে তৃতীয় টি-টোয়েন্টি।
পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বলে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন প্রকাশ করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে বিশ্বকাপ শুরুর প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে ১০ ফেব্রুয়ারি সালমান-বাবররা খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি কলম্বোর এসএসসিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।

শুরুটা বিমানবন্দর থেকেই। ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটসাল দলকে বরণ করা হয়েছে। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে হাতিরঝিল এম্ফি থিয়েটারে দেওয়া হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, তারেক রহমানের
১০ মিনিট আগে
মেলবোর্ন পার্কে ২০২৩ ফিরিয়ে আনলেন আরিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনা। তিন বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন তাঁরা। সেটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে পরশু। নারী এককের ফাইনালে শনিবার মুখোমুখি সাবালেঙ্কা ও রিবাকিনা।
১ ঘণ্টা আগে
প্রথম যেকোনো কিছু জয়ের উপলক্ষে খেলোয়াড়দের অনুভূতি আসলে অন্য রকমই। আর যদি প্রথমবার আয়োজিত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া যায়, তাহলে সেটা বিশেষ এক মাত্রা যোগ করে। সাবিনা খাতুনরা আজ ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পরই ছাদখোলা বাসে উদ্যাপন শুরু করে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে বেশি সময় বাকি নেই। আইসিসির এই ইভেন্ট শুরুর আগে নেতিবাচক খবরই শোনা যাচ্ছে বেশি। ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এক শর কাছাকাছি ক্রিকেটার চরম ঝুঁকিতে আছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে