Ajker Patrika

‘হালাল খাবারের খোঁজে’ ক্যাসিনোতে পিসিবি কর্মকর্তা

‘হালাল খাবারের খোঁজে’ ক্যাসিনোতে পিসিবি কর্মকর্তা

এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব মূলত পাকিস্তানের। তবে ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতায় আয়োজক হিসেবে যোগ করা হয়েছে শ্রীলঙ্কাকে। সুপার ফোরের একটি বাদে টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলো হবে শ্রীলঙ্কায়। এ জন্য কলম্বোতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ব্যস্ততা বেড়েছে।

এই ফাঁকে ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত হয়ে পড়েছেন দুই পিসিবি কর্মকর্তা। কয়েক দিন আগে ক্যাসিনোতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের প্রধান উমর ফারুক ক্যালসন ও জেনারেল ম্যানেজার আদনান আলীর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। আইসিসির আচরণবিধি অনুযায়ী, টুর্নামেন্টে চলাকালীন অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় ও অফিশিয়ালদের জুয়াসংশ্লিষ্ট স্থানে যাওয়া নিষিদ্ধ। এর প্রেক্ষিতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শাস্তির মুখে পড়তে হতে পারে এই দুজনকে। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর মধ্যে পিসিবির ওই দুই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। সেখানে তাঁরা আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছেন, রাতে আশপাশের সব খাবারের দোকান বন্ধ পেয়ে তাঁরা হালাল খাবারের সন্ধান করছিলেন। খাবারের জন্যই ক্যাসিনো পরিদর্শনে গিয়েছিলেন দুজন। কোনো নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়াননি বলেও জানিয়েছেন দুজন। তাঁদের এমন যুক্তি পাকিস্তানের সংবাদমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছে। 

পাকিস্তানের সংবাদমাধ্যমে জানিয়েছে, জরুরি ভিত্তিতে এখনই দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক কর্মকাণ্ডে যাবে না পিসিবি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ, যিনি বর্তমানে সপরিবারে শ্রীলঙ্কায় রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত