Ajker Patrika

বল বিকৃতির দায়ে ৪ ম্যাচ নিষিদ্ধ নেদারল্যান্ডসের পেসার

বল বিকৃতির দায়ে ৪ ম্যাচ নিষিদ্ধ নেদারল্যান্ডসের পেসার

কাতারের দোহায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হয়েছে নেদারল্যান্ডস। তবে সিরিজের ফল ছাপিয়ে আলোচনায় বল বিকৃতি কাণ্ড। এ অপরাধে ডাচ পেসার ভিভিয়ান কিংমিকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

শেষ ওয়ানডেতে গতকাল আফগান ইনিংসের ৩১ তম ওভারে ধরা পড়ে বল বিকৃতির ঘটনা। ওই ওভার করছিলেন নেদারল্যান্ডসের পেসার ব্রান্ডন গ্লোভার। পঞ্চম বলটি করার পর সন্দেহ হয় দুই অনফিল্ড আম্পায়ার আহমেদ শাহ পাকতিন ও আহমেদ শাহ দুররানির। সঙ্গে সঙ্গে বল হাতে নিয়ে পরীক্ষা করেন তাঁরা। 

বল বিকৃতির প্রমাণ মেলায় শাস্তি হিসেবে নেদারল্যান্ডস দলকে ৫ রান জরিমানা করা হয়। ম্যাচ শেষে তদন্তে উঠে আসে, গ্লোভার নন; বল বিকৃত করেছেন আরেক পেসার ভিভিয়ান কিংমা। নিজের নখ দিয়ে বলের অবস্থা পরিবর্তন করেন তিনি। 

ম্যাচ শেষে কিংমার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। বিষয়টি আমলে নিয়ে কিংমাকে ৪টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করেন ম্যাচ রেফারি ওয়েন্ডেল লাব্রয়। সেই সঙ্গে ২৭ বছর বয়সী পেসারের ডিসিপ্লিনারি রেকর্ডে যোগ হয়েছে ৫ ডিমেরিট পয়েন্ট। ২৪ মাস চক্রে এটি কিংমার বিরুদ্ধে প্রথম নিয়ম ভঙ্গের অভিযোগ। 

অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন কিংমা। তাই আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত