
‘অল ব্ল্যাক’রা জিতলে আলাদা কথা ছিল, গত শনিবার রাগবি বিশ্বকাপের ফাইনালে তারা হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। কিন্তু আজ ক্রিকেট বিশ্বকাপে সেই প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলছেন, রাগবির অল ব্ল্যাকরাই তাঁদের প্রেরণা।
উল্টো রাগবির বিশ্বকাপ জয় তো আজ প্রেরণা হওয়ার কথা টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককদের। ব্যাক টু ব্যাক রাগবি বিশ্বকাপ জয়ের পর আনন্দে ভাসছে দক্ষিণ আফ্রিকার মানুষ। সোমবার দেশটির সরকার উদ্যাপনের সুযোগ দিতে জাতীয় ছুটিও ঘোষণা করে। কিন্তু ফাইনালে হেরে যাওয়া একটা দল ল্যাথামদের প্রেরণা হয় কী করে! রাগবি বিশ্বকাপে ফাইনালে একজন কম নিয়েই খেলে নিউজিল্যান্ড। শুরুর দিকে অধিনায়ক স্যাম কেন বহিষ্কৃত হওয়ার পর একজন কম নিয়েই খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু হারের আগেই হাল ছেড়ে দেয়নি তারা। হাড্ডাহাড্ডি লড়াই করেই হেরেছে ১২-১১ স্কোরে। এই যে একজনকে কম নিয়ে খেলেও স্বদেশিদের দুর্দান্ত পারফরম্যান্সই প্রেরণা ল্যাথামদের। ‘অবশ্যই সেটা ছিল রাগবির দুর্দান্ত এক ম্যাচ’—আগের দিন সংবাদ সম্মেলনে বলে গেলেন, ‘কী দুর্দান্তই না একটা রাগবি বিশ্বকাপ খেলেছে অল ব্ল্যাকরা!’
রাগবি দলের মতো হাড্ডাহাড্ডি লড়াই করেও ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে হাল ছেড়ে না দিয়ে আজ পুনেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ল্যাথাম বললেন, ‘শক্তিশালী তাদের ব্যাটিং লাইনআপ। তবে আমাদের বিশ্বমানের বোলিং আক্রমণ...কাজেই দারুণ একটা লড়াই হবে।’

‘অল ব্ল্যাক’রা জিতলে আলাদা কথা ছিল, গত শনিবার রাগবি বিশ্বকাপের ফাইনালে তারা হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। কিন্তু আজ ক্রিকেট বিশ্বকাপে সেই প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলছেন, রাগবির অল ব্ল্যাকরাই তাঁদের প্রেরণা।
উল্টো রাগবির বিশ্বকাপ জয় তো আজ প্রেরণা হওয়ার কথা টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককদের। ব্যাক টু ব্যাক রাগবি বিশ্বকাপ জয়ের পর আনন্দে ভাসছে দক্ষিণ আফ্রিকার মানুষ। সোমবার দেশটির সরকার উদ্যাপনের সুযোগ দিতে জাতীয় ছুটিও ঘোষণা করে। কিন্তু ফাইনালে হেরে যাওয়া একটা দল ল্যাথামদের প্রেরণা হয় কী করে! রাগবি বিশ্বকাপে ফাইনালে একজন কম নিয়েই খেলে নিউজিল্যান্ড। শুরুর দিকে অধিনায়ক স্যাম কেন বহিষ্কৃত হওয়ার পর একজন কম নিয়েই খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু হারের আগেই হাল ছেড়ে দেয়নি তারা। হাড্ডাহাড্ডি লড়াই করেই হেরেছে ১২-১১ স্কোরে। এই যে একজনকে কম নিয়ে খেলেও স্বদেশিদের দুর্দান্ত পারফরম্যান্সই প্রেরণা ল্যাথামদের। ‘অবশ্যই সেটা ছিল রাগবির দুর্দান্ত এক ম্যাচ’—আগের দিন সংবাদ সম্মেলনে বলে গেলেন, ‘কী দুর্দান্তই না একটা রাগবি বিশ্বকাপ খেলেছে অল ব্ল্যাকরা!’
রাগবি দলের মতো হাড্ডাহাড্ডি লড়াই করেও ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে হাল ছেড়ে না দিয়ে আজ পুনেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ল্যাথাম বললেন, ‘শক্তিশালী তাদের ব্যাটিং লাইনআপ। তবে আমাদের বিশ্বমানের বোলিং আক্রমণ...কাজেই দারুণ একটা লড়াই হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে