Ajker Patrika

ব্যর্থতার সব দায় মাথা পেতে নিলেন হাথুরু

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৭: ২৬
ব্যর্থতার সব দায় মাথা পেতে নিলেন হাথুরু

বড় স্বপ্ন নিয়ে ২০২৩ বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে একের পর এক ব্যর্থতায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বাজেভাবে হোঁচট খেয়েছে। প্রথম দল হিসেবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল। অধিনায়ক সাকিব থেকে শুরু করে কোচ চন্ডিকা হাথুরুসিংহে—কেউই বাদ যাচ্ছেন না সমালোচনা থেকে। সাকিবও এবারের বিশ্বকাপকে বাংলাদেশের স্মরণকালের বাজে বিশ্বকাপ বলে স্বীকার করেছেন। 

অথচ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। এরপরই খেই হারাতে শুরু করে সাকিবের দল। একই মাঠে ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে ১৩৭ রানে। এরপর চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা—ভেন্যু বদলানোর সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ বদলেছে। তবু পরাজিত দলের তালিকায় থেকে যাচ্ছে বাংলাদেশেরই নাম। এমনকি কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশকে হারতে হয়েছে ৮৭ রানে। এরপর একই মাঠ কলকাতায় পাকিস্তানের কাছে হারায় দুই ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। 

টানা ছয় ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশ দল আগামীকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগে আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স প্রসঙ্গে হাথুরু বলেন, ‘কোচ হিসেবে আমি পুরো দায় নিচ্ছি। কারণ, আমরা ভক্ত-সমর্থকদের হতাশ করেছি। নিজেদের সেরা ক্রিকেটটা আমরা খেলতে পারিনি। ব্যাপারটা হচ্ছে, প্রথম ম্যাচ থেকে এই ম্যাচ পর্যন্ত কিছুরই পরিবর্তন হয়নি। আমার মতে, প্রত্যাশার চাপ বেশি নিয়ে ফেলেছি। আমাদের সামর্থ্য ছিল ভালো ক্রিকেট খেলার। বিশ্বকাপে আসার আগে আমরা সেটা দেখিয়েছি।’

বিশ্বকাপে বাংলাদেশের এমন ভরাডুবি নিয়ে দিল্লিতে দুই দিন আগে হতাশা প্রকাশ করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সাংবাদিকদের তখন কোচ হাথুরুসিংহের বিশ্বকাপ-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে কথাও বলেছেন সুজন। সুজনের সেই কথার প্রসঙ্গ জিজ্ঞেস করা হলে হাথুরু বলেন, ‘আমি তাঁর সাক্ষাৎকার দেখেছি। তবে তিনি কারও সঙ্গে আলাপ-আলোচনা করেননি। আমি সেটা গণমাধ্যমে প্রথমে দেখেছি। কোনো মন্তব্য করতে পারব না। কারণ, আমি তো আগে সেটা শুনিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত